Breaking News

গরুর চোখ দিয়ে পানি ঝরলে কী করণীয়?

গরুর চোখ দিয়ে পানি ঝরে কী করণীয়?

#গরুর_চোখ_দিয়ে_পানি_ঝরে_এর_একাধিক
#কারণ_থাকতে_পারে_তা_হলোঃ
১।পশুর চোখ কোন কিছু দ্বারা আঘাত প্রাপ্ত হলে।
২।পশু কৃমিজনিত সমস্যায় জড়জড়িত থাকলে।
৩।পশুর চোখে ধুলোবালু পড়ে ময়লা জমলে।
৪।পশুর চোখে শক্ত কোনো কণা পড়লে।
৫।কখনো শরীলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনালের ঘাটতি থাকলে পশুর চোখ দিয়ে পানি ঝরে থাকে।
৬।পশু সঠিক যত্ন না পেলে ও এমন হতে পারে।

#চোখ_দিয়ে_পানি_ঝড়লে_যে_সমস্যা_হতে_পারে
১।পশুর চোখ দিয়ে পানি ঝরে পড়তে পড়তে হঠাৎ চোখে ছানি পড়ে যেতে পারে।
২।দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলে ছানিযুক্ত চোখ দিয়ে পশু সঠিক ভাবে দেখতে পারবে না।
৩।পশুর চোখ লাল_বর্ণের মতো হয়ে যাবে।
৪।চোখ ও চোখের চারপাশ ফুলে যাবে।
৫।পশু খাবারের প্রতি রুচি কমতে থাকবে।
৬।পশুর স্বাস্থ্যের উন্নতি হবে না।
৭।চোখ দিয়ে পানির সাথে সাথে সাদা_বর্ণের মতো ময়লা বাহির হবে।

#করণীয়ঃ
১।আগে আপনাকে বুঝতে হবে কি কারণে চোখ দিয়ে পানি ঝরে,নিখুঁত ভাবে তা খুঁজে বাহির করতে হবে।
২।নিজে নির্ণয় করতে না পারলে অভিজ্ঞ লোকের সরাপর্ণ হউন নয়তো প্রাণীসেবা হাসপাতালে যোগাযোগ করুন।
৩।তারপর রোগ নির্ণয় করে চিকিৎসা করুন।

#চিকিৎসা_দেওয়া_যেতে_পারে
১।সবার আগে অসুস্থ চোখ পরিস্কার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে।
২।পরিস্কার ঠান্ডা একলিটার পানির সাথে ১০০ গ্রাম চিকন পরিস্কার লবণ মিশিয়ে নিন।তারপর আক্রান্ত চোখে ছিটিয়ে দেন ভালো করে এভাবে সকাল বিকাল ২ বেলা ৩ দিন করুন।
প্রয়োজনে এক সপ্তাহ।
৩।সিলভার নাইট্রেইট ড্রপ (কেমিস্ট কোম্পানি) আক্রান্ত চোখে ২-৩ ফোঁটা করে দিন ২ বার ব্যবহার করুন ৩_৭ দিন।

#ফলাফল
★আমি আশা করি ৩ দিন ব্যবহারেই আপনার অবলা পশুটি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে অতিরিক্ত সমস্যা হলে ৭ দিন ও লাগে।

#যে_ভুল_গুলো_খামারীরা_করেঃ
১।চোখ দিয়ে পানি ঝড়লে বা পড়লে মনে করে গরুটির কৃমি হয়েছে।
২।এক খামারী ভাই ধোবাউড়া বাড়ি গরুকে কৃমির ট্যাবলেট দিয়েছে পরিমাণ মতো ও কলিজা কৃমির ইনজেকশন ও দিয়েছে।এগুলো দেওয়ার ২৭ দিন পর পশুটির চোখ দিয়ে অনবরত পানি ঝরা শুরু করল।তখন সে নিজে ভাবল গরুর কৃমির সমস্যা। আরেক জন কে বিষয়টি শেয়ার করল সে বলল কৃমি সমস্যা আবার কৃমির ঔষধ খাওয়ান।

#মন্তব্য
চোখ দিয়ে পানি আসলেই যে কৃমি হয়েছে তা ভাবা যাবে না।

মোঃ জুলমত আলী

Please follow and like us:

About admin

Check Also

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি (এম এ ইসলাম)

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি  টিকা ও ওষুধের সঠিক ব্যবহার রোগপ্রতিরোধ ও নিরাময় নিশ্চিত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »