Breaking News

কুকুর এবং বিড়ালের Uveitis

Uveitis_In_Animals

আমরা যারা কুকুর এবং বিড়াল পালি অথবা এদের চিকিৎসার সাথে জড়িত তারা সকলেই জানি কুকুর বা বিড়ালের একটি কমন চোখের সমস্যা হল Uveitis.সমস্যাটি বেশ মারাত্মক এবং ঠিকঠাক চিকিৎসা করা না হলে অন্ধ হয়ে যাবার সম্ভাবনা বিরাট।তাছাড়া অনেকগুলো রোগের ক্লিনিক্যাল সাইন হিসেবেও কিছু কিছু ক্ষেত্রে Uveitis পাওয়া যায়।আজকে আমরা Uveitis নিয়ে সামান্য কিছু ব্যাপার জানবার চেষ্টা করব।

#Uvea_কি?
চোখের আইরিশ,সিলিয়ারি বডি এবং করোয়েড-এই তিনটি অংশ নিয়ে তৈরি হয় Uvea বা Uveal Tract।এর মধ্যে আইরিশ হল Anterior Uvaea এবং করোয়েড এবং সিলিয়ারি বডি তৈরি করে Posterior Uvea.

#Uveitis_কি?
যেহেতু Uvea সম্পর্কে জানা গেল সুতরাং বোঝাই যাচ্ছে Uveal Inflammation যখন হবে তখন সেই অবস্থাকে বলা হবে Uveitis।Uveitis তিন রকমের হয়-
১.যখন Uveal Tract এর তিনটি অংশের Inflammation হয় তখন সেটা True Uveitis.
২.Anterior Structure গুলোর Inflammation হলে সেটা Anterior Uveitis.
৩.Posterior Structure গুলোর Inflammation হলে সেটা Posterior Uveitis.

#কেন_হয়?
বিভিন্ন কারণে প্রাণীর এই সমস্যা হতে পারে।তবে Viral/Bacterial/Fungal/Parasitic Infection,Trauma,Eye Tumor,Immune Mediated Disease,Metabolic Disease(Diabetes) ইত্যাদি মূল কারণ।

#Clinical_Signs
১.মূল লক্ষণ হল প্রচন্ড ব্যাথা হবে চোখে এবং মারাত্মকভাবে চোখের Visible Part গুলো লাল (Intense Reddening) হয়ে যাবে।
২.প্রাণী চোখ বন্ধ করে রাখবে এবং উজ্জ্বল আলো অ্যাভয়েড করবে।
৩.Pupil Constrict হয়ে যাবে এবং Iris bulged হহয়ে যাবে।এই কন্ডিশনকে বলা হয় “Iris Bombe”.
৪.চোখে ব্লিডিং হতে পারে,প্রচন্ড পানি ঝড়তে পারে চোখ দিয়ে।
৫.চোখের Anterior Chamber কখনো কখনো রক্ত এবং পুঁজ পাওয়া যেতে পারে।

#Treatment

মনে রাখতে হবে চোখ একটি সংবেদনশীল অংগ,এবং সব ধরণের Antibiotics Pain Reliever চোখের ক্ষেত্রে ব্যবহার করা যায় না।সুতরাং,অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে।অন্যথায় হিতে বিপরীত হতে পারে।

Veto নামক পেজ থেকে নেয়া

Please follow and like us:

About admin

Check Also

খরগোশের ব্রংকোনিউমোনিয়া

প্রবলেমঃ Bronchopneumonia স্পিসিসঃ রেবিট(খরগোশ) , #লক্ষনঃ acute or peracute কেস এ হঠাত করেই মারা যাবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »