Breaking News

করোনা ভাইরাস কেন এতো বেশি দ্রুত ছড়াচ্ছে ????? গবেষকদের মতামত

করোনা ভাইরাস কেন এতো বেশি দ্রুত ছড়াচ্ছে ????? গবেষকদের মতামত

বিজ্ঞানীরা করোনা ভাইরাসের একটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন – এর সেল ওয়ালে একটি প্রোটিন থাকে – যেটাকে Spike Protien বলা হয় . এই প্রোটিন ভাইরাসকে হোস্ট এর সেল ( মানুষের শরীরে) এর সাথে বাইন্ড করতে সাহায্য করে, এই স্পাইক প্রোটিন সব করোনা ভাইরাসে থাকে যেমন সার্স করোনা এবং মার্স করোনা ভাইরাস

অন্য করোনা ভাইরাস যেমন সার্স করোনা ভাইরাস কিংবা মার্স করোনা ভাইরাস এর চেয়ে NCOV 19 বেশি ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে এর স্পাইক প্রোটিন এ একটা Furin এক্টিভেশন সাইট আছে, যেটা অন্য করোনা ভাইরাস গুলোতে নাই, তাই NCOV 19 অন্য করোনা ভাইরাস থেকে আলাদা এবং দ্রুত ছড়িয়ে পড়ছে

এই Furin হচ্ছে একটা এনজাইম, যেটা মানুষের শরীরের সেল থেকে নির্গত হয় এবং এই এনজাইম ফুসফুস, লিভার, ও intestine এ বেশি থাকে, যে কারণে COVID 19 হলে lungs এ ইনফেকশন করছে, লিভার ফেল করছে এবং সাথে ডায়রিয়া হচ্ছে

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও ফুরিন এক্টিভেশন সাইট আছে, যেটা বেশি প্যাথোজেনিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের haemagglutinin প্রোটিনএ থাকে, তাই এই ভাইরাসও ও দ্রুত স্প্রেড হতে পারে, কিন্তু এই ভাইরাসের ফুরিন এক্টিভেশন সাইট NCOV 19 এর মতো নয় এবং সব ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ফুরিন এক্টিভেশন সাইট থাকেনা

অন্য একদল বিজ্ঞানী তাদের গবেষণায় দেখিয়েছেন যে, NCOV 19 এর স্পাইক প্রোটিন মানব কোষের একটি রিসেপ্টারের সাথে বাইন্ডিং করে, যেটা angiotensin-converting enzyme 2 (ACE2) হিসাবে পরিচিত এবং NCOV 19 এর এই ACE2 সার্স কিংবা মার্স করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন এর চেয়ে কমপক্ষে দশগুণ বেশি শক্তিশালী

এখন বিজ্ঞানীরা ফুরিন এক্টিভেশন সাইট কে টার্গেট করে ড্রাগ আবিষ্কারের চেষ্টা করছে, এই গবেষণাই সফলতা আসলে COVID 19 কে নির্মূল করা সম্ভব হবে

********************************************

ড. মো. শফিউল্লাহ পারভেজ (Md Shafiullah Parvej)

লেকচারার (মাইক্রোবায়োলজি)

গণ বিশ্ববিদ্যালয়

সাভার, ঢাকা

1. https://www.nature.com/articles/d41586-020-00660-x

2.https://www.biorxiv.org/content/10.1101/2020.02.19.956581

3. http://chinaxiv.org/abs/202002.00062

4.https://www.biorxiv.org/content/10.1101/2020.02.10.942185v1

5.https://www.sciencedirect.com/…/arti…/pii/S0166354220300528…

6.https://science.sciencemag.org/content/367/6483/1260

Researchers have identified microscopic features that could make the pathogen more infectious than the SARS virus — and serve as drug targets.
Please follow and like us:

About admin

Check Also

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি।

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি। আগে জানতে হবে ডাক্তার কোন স্পিসিস নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »