Breaking News

করোনা টেস্ট চালু হচ্ছে প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিউট এবং সিভাসুর ল্যাবে ।

এতে দিনে প্রায় ৩০০-৩৫০ টি টেস্ট করা সম্বব  হবে বলে জানিয়েছেন বি এল আর আই এর মহাপরিচালক ড.নথুরাম সরকার।

কৃতজ্ঞতা শ. ম. রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ Mohammad Habibur Rahman Mollah ভাই আপনার ‌বলিষ্ঠ পদক্ষেপ স্বার্থক হলো এবং ধন্যবাদ মহাপরিচালক বিএল‌আর‌আই কে এই মুহূর্তে সাহসিকতার সাথে এগিয়ে আসার জন্য।

বিএল‌আর‌আই এবং সিভাসুর জন্য শুভকামনা।

করোনার রেপিড টেস্ট কিটও একজন ভেটেরিনারিয়ান তৈরি করছেন,ডা বিজন কুমার শীল।

ভেটদের এই কৃতিত্বকে বেশি করে প্রচার করতে হবে। ভেটদের নিয়ে যাদের ধারণা নাই তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে।

Please follow and like us:

About admin

Check Also

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ (ডা মো ইব্রাহিম খলিল)

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ বর্তমান বিশ্ব বড্ড পরিবর্তনশীল, এ পরিবর্তনের ছোঁয়া জাগতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »