Breaking News

হোয়াইট লেগহর্ণ

হোয়াইট লেগহর্ণ
উৎপত্তিঃ এ মুরগী ভূমধ্যসাগরীয় জাতের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এর উৎপত্তিস্থল ইটালীর লেগহর্ন নামক স্থানে।

হোয়াইট লেগহর্ণ
বৈশিষ্ট্যঃ
১. পালকের রং এবং কানের লতি সাদা।
২. গায়ের চামড়ার রং হলুদ এবং ডিমের খোসার রং সাদা।
৩. আকারে ছোট ও ওজনে হালকা।
৪.পূর্ণ বয়স্ক মোরগের ওজন ২- ৩ কেজি এবং মুরগীর ওজন ১.৫- ২ কেজি।
৫. ৫/৬ মাস বয়সে ডিম পাড়া শুরু করে।
উপযোগীতাঃ এ জাতের মুরগী ডিম উৎপাদনের জন্য সবচেয়ে পরিচিত জাত। বার্ষিক ডিম উৎপাদন ২০০-২৫০টি।

Please follow and like us:

About admin

Check Also

ই ডি এস:এপিডিমিওলজি,কিভাবে ছড়ায়,প্যাথোজেনেসিস,লক্ষণ,পোস্টমর্টেম,চিকিৎসা ।

এপিডিমোলজিঃ এগ ড্রপ সিনড্রোম ৭৬ (ইডিএস ৭৬) মুরগীর ভাইরাসজনিত রোগ।এই রোগে মুরগি আক্রান্ত হলে হঠাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »