সদ্যজাত বাছুরের জ্বর
Fever for new born calf
সংকর জাতের বাছুর সাধারনত জন্মের কয়েক দিনের মধ্যেই এই জ্বরে আক্রান্ত হয়।
ফলে খুব দ্রুত অসুস্থ হয় এবং সময়মত সঠিক চিকিৎসা না হলে মারা যায়। এ রোগকে সাধারনত Fever for new born calf বলা হয়।
কারন
> বাছুরের শরীরে বিদেশি জাতের রক্তের পরিমান ৬২.৫০% এর বেশি থাকলে।
> আবহাওয়া জনিত কারনে।
লক্ষন
> শ্বাস-কষ্ট হবে ও ঘন ঘন নিশ্বাস নিতে দেখা যাবে।
> খাওয়ার প্রতি অরুচি হবে।
> বাছুর সবসময় ঠান্ডা স্থান পচন্দ করবে।
> তাপমাত্রা (১০৪-১০৬) ডিগ্রী ফাঃ পর্যন্ত হয়ে থাকে।
চিকিৎসা
Treatment
® অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের inj: Renamycin-L A. (Renata) 10kg body weight/1cc ৪৮ ঘন্টা পরপর ২ ডোজ মাংশে/শিরায় দিতে হবে।
সতর্কতাঃ Renamycin L A প্রয়োগের স্থানটিতে কোন প্রকার মালিশ করা বা চাপ দেওয়া যাবে না।
® প্যারাসিটামল গ্রুপের Tab: Pyralgin vet (Renata) ১৫ মিঃগ্রাঃ দৈহিক প্রতি কেজি ওজন হিসাবে দিনে ৩ বার খাওয়াতে হবে।
® বাছুরকে পর্যাপ্ত পরিমান স্যালাইনের পানি খেতে দিন (যেমন গ্লুকোলাইট ২ গ্রাম ও ১লিঃ পানি মিশিয়ে খাওয়াতে হবে।
® তাপমাত্রা বেড়ে গেলে মাথায় ৪/৫ মিনিট পানি ঢালতে হবে এবং ভেজা কাপর দিয়ে গা মুছে দিতে হবে।
® বাছুরকে যতদুর সম্ভব ঠান্ডা স্থানে রাখুন এবং প্রয়োজনে বাতাসের ব্যবস্থা করুন।
As prescribed by the registered veterinary doctor.
প্রতিরোধ
> ঠান্ডা পরিবেশে বাছুরকে লালন পালন করতে হবে।
> ১০০% Semen দেওয়ার সময় খেয়াল করবেন, বাচ্চা জন্মের সম্ভাব্য সময়টা শীতকাল পরবে কিনা। যদি সম্ভাব্য সময় শীতকাল না হয়ে গরমকাল হয় তাহলে ১০০% Semen দেওয়া থেকে বিরত থাকুন।
Information & treatment by Dr Jalal Uddin (DVM)
এস এম রাসেল( সততা ডেইরী ফার্ম )