Breaking News
লেপ্টোস্পারোসিস
লেপ্টোস্পারোসিস

লেপ্টোস্পাইরোসিস LEPTOSPIROSIS

লেপ্টোস্পাইরোসিস
LEPTOSPIROSIS

লেপ্টোস্পাইরোসিস! গরুর গর্ভপাত ঘটানোই এ রোগের প্রধান বৈশিষ্ট্য।

গরু, মহি্‌শ, ছাগল্, ভেড়া , কুকু্‌র , শুকর , ঘোড়া  ও বিড়াল সহ মানুষ সাপ ব্যাঙ কচ্ছপ ইত্যাদি প্রানী এ রোগে আক্রান্ত হবার তথ্য রয়েছে।

বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রায় সব দেশেই লেপ্টোস্পাইরোসিস রোগের যথেষ্ট প্রভাব রয়েছে।

কারণ

Leptospira গণভুক্ত বিভিন্ন প্রজাতির জীবানু দ্বারা সৃষ্ট গর্ভপাত সহ সেপ্টিসেমিয়া, নিফ্রাইটিস, হেমোলাইটিক অ্যানেমিয়া, ইন্টারস্টিসিয়াল রোগ হয়ে থাকে।
Leptospira রোগের জীবানু প্রধানত দুই শ্রেনীতে বিভক্ত। যথাঃ
১. বাইফ্লেক্সা (Biflexa)
এই শ্রেনীর জীবানু অ-পাথোজেনিক।
২. ইন্টারোগেন্স (Interrogans)
এই শ্রেনীর জীবানু রোগ সৃষ্টিকারী পাথোজেনিক। এই Leptospira Interrogans কে একটি প্রজাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে প্রায় একশো টিরও বেশি সিরোটাইপ রয়েছে।

এদের মধ্যে কয়েকটি সিরোটাইপ ও তাদের সংবেদনশীল প্রানীর নাম দেয়া হলো। যথাঃ
L. i. sv. pomona (গরু মহিষ ছাগল ভেড়া, কুকুর ,  শুকর  ,বিড়া্‌ ঘোড়া সহ মানুষ সাপ ব্যাঙ কচ্ছপ)
L. i. sv. tarassovi (গরু ও শুকর)
L. i. sv. hardho (গরু মহিষ মানুষ)
L. I. sv. canicola (মানুষ শুকর কুকুর)
L. I. sv. grypotyphosa ( গরু ছাগল বিড়াল ঘোড়া শুকর)

লক্ষণ ঃ

> গরুতে এ রোগের অন্যতম প্রধান লক্ষন হলো ছয় মাস গর্ভকালিন সময়ে গর্ভপাত Abortion হওয়া।
> জন্ডিস, ডায়রিয়া ও শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখা যাবে।
> পানি পিপাসা বেশি থাকবে কিন্তু প্রসাবে পরিমানে কম করে ও ক্লান্ত দেখায়।

সম্ভাব্য ব্যবস্থা

বৈশিষ্ট্যপূর্ন উপসর্গ ও রোগের ইতিহাস জেনে রোগ নির্নয় এবং সন্দেহজনক গরুর রক্ত ল্যাবেঃ পরীক্ষা করে এ রোগের জীবানু সনাক্ত করে রেজিষ্টার্ড পশু চিকিৎসকের পরামর্শনুযায়ী নিন্মের ব্যবস্থা পত্র গ্রহন করা যেতে পারে।

® অক্সিটেট্টাসাইক্লিন গ্রুপের In: Renamycin-100. 100ml (Renata) 10cc/100kg b. wt হিসাবে মাংশে/শিরায় ৩-৫ দিন।

® পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সলুশন ০.০১% দিয়ে ডুস ক্যানের সাহায্যে জরায়ু ধৌত করতে হবে এক দিন।
বিঃদ্রঃ গর্ভপাত হবার পর জরায়ু ওয়াশ করতে হয়।

® মেট্রোনিডাজল গ্রুপের Tab: Renamet 2g (Renata) 1 tab/25kg b wt হিসাবে পাউডার করে জরায়ুতে প্রবেশ করাতে হবে ৩ দিন।

সতর্কতাঃ গর্ভাবস্থায় ও দুগ্ধ প্রদান কালে ব্যবহার করা উচিত নয়।

উক্ত চিকিৎসা পত্রটি ব্রুসেলোসিস & লেপ্টোস্পাইরোসিস উভয় রোগের ক্ষেত্রেই গ্রহন করা যাবে।

প্রতিরোধ

কুকুর কে গবাদিপশুর বাসস্থানের আশে পাশে প্রবেশ করতে না দেওয়া।

কুকুর লেপ্টোস্পাইরোসিস রোগের জীবানু বহন করে। অথবা কুকুর কে ভ্যাকসিন প্রদান করে এ রোগ প্রতিরোধ করা যায়।
> গর্ভপাত ঘটিত জরায়ুর নিঃসরণ, ফিটাস, প্লাসেন্টা মাটির গভীরে পুতে অথবা পুড়িয়ে ফেলতে হবে যাতে অন্য গরুতে সংক্রামিত করতে না পারে।
> গর্ভপাত হওয়ার স্থান দ্রুত জীবানু নাশক ঔষধ প্রয়োগ করে পরিষ্কার ও পরিছন্ন রাখা।
> রোগের ইতিহাস জানা ও সতর্ক থাকা।

Information & treatment by Dr. Jalal Uddin Sarkar.
লেখক ঃএস এম রাসেল ( স ততা ডেইরী ফার্ম )

Please follow and like us:

About admin

Check Also

বাছুরের ডায়রিয়ার কারণ

Couses of diarrhea in neonatal rumenants ?Bacterial: ?Escherichia coli ?Salmonella spp. ?Campylobacter fecalis ?Campylobacter coli …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »