Breaking News

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ?

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ?

আমার এ পর্যন্ত তিনতি বিড়াল পালার অভিজ্ঞতা রয়েছে। বিড়াল পালতে গেলেই আচড় কামড় খেতেই হবে, এটা অনেকটা অলিখিত নিয়ম। বিড়ালের আঁচড়-কামড় আর দশটা আঘাতের মতই। এর খুব ভালো প্রতিকার আছে। কামড় খেলে প্যানিক করার কোন কারণ নেই, ভয়েরও কিছু নেই। সামান্য কিছু পদক্ষেপ নিলে খুব সহজেই বিপদ এড়ানো সম্ভব।

০১। ক্ষতস্থান ধুয়ে ফেলুনঃ বিড়াল আঁচড়-কামড় দিলে প্রথম কাজ সাবান পানি দিয়ে সুন্দর করে ক্ষতস্থান ধুয়ে ফেলা। কোন পাত্রে ডুবিয়ে না ধুয়ে চলমান পানিতে ধোয়াই সবচাইতে ভালো। সাবান দিয়ে ধুয়ে ফেললে জলাতঙ্ক, ইনিফেকশান সহ সবকিছুর সম্ভাবনা কমে যায়। সাবান দিয়ে ধোয়ার পর স্যাভলন, স্যাভলন ক্রিম, নেবানল পাউডার অথবা আফটার শেইভ দিয়ে আরেকবার ধুয়ে ফেলুন।

​০২। হাত অনেক ফুলে গেলে বা পুঁজ বের হলেঃ সাথে সাথে ধুয়ে ফেললেই ইনফেকশানের ঝুঁকি থাকেনা বললেই চলে। তা সত্যেও অনেকক্ষেত্রে ইনফেকশান হয়ে যেতে পারে। হাত যদি অস্বাভাবিকভাবে ফুলে যায়, কিংবা ক্ষতস্থান থেকে পুঁজ বের হতে শুরু করে তাহলে দেরি না করে দ্রুত ডাক্তার দেখান ও এন্টিবায়োটিক কোর্স শুরু করুন। তবে না জেনে আন্দাজে কোন এন্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।

​০৩। জলাতঙ্ক এবারে আসি জলাতঙ্ক প্রসঙ্গে। বাংলাদেশে জলাতঙ্ক নির্মুলপ্রায় একটি রোগ। সরকারি নানা উদ্যোগে জলাতংকের হার ৯০% কমিয়ে আনা হয়েছে এবং একে নির্মুল করার পরিকল্পনাও রয়েছে। তা সত্যও এখনো জলাতঙ্ক রোগের কথা মাঝে মাঝে শোনা যায়। রাস্তার কুকুর বিড়াল কামড় দিলে ধুয়ে ফেলার পাশাপাশি জলাতংকের টীকা (র‍্যাবিস ভ্যাক্সিন) দিতে হবে। সঠিকভাবে টীকা দেয়া হলে মানুষভেদে মোটামুটি ১০ বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকে। কার্যকারিতার মেয়াদ কতদিন থাকবে সেটা টীকা দেয়ার সময় ডাক্তারের কাছে শিওর হয়ে নিবেন।

​০৪। পোষা বিড়ালের টিকাঃ আপনার বাসায় যদি পোষা বিড়াল থাকে তাহলে তাকে জলাতংকের টীকা দিতে হবে। পোষা বিড়ালের টীকা দেয়া না থাকলে আঁচড় কামড় না দিলেও জলাতংকের টীকা দিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ।

pets.xyz

Please follow and like us:

About admin

Check Also

নিদ্রিষ্ট স্থানে বিড়ালকে টয়লেট করতে শেখাবেন কিভাবে?

নিদ্রিষ্ট স্থানে বিড়ালকে টয়লেট করতে শেখাবেন কিভাবে? বিড়াল নিয়ে সবার আগে প্রথম যে সমস্যায় আপনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »