Breaking News

বায়ুগ্যাস তৈরির খরচ এবং লাভের হিসাব

গরু খামারী ও লেয়ার মুরগী খামারী ভাইদের জন্য সুখবর। যাদের কমপক্ষে ৩-৪টা গরু অথবা কমপক্ষে ৩০০-৫০০ লেয়ার মুরগী আছে তারা ইচ্ছে করলেই একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারেন এবং বায়োগ্যাস দিয়ে রান্না সহ জেনারেটর ও চালাতে পারেন আর জেনারেটরের জালানি খরচ ও সাশ্রয় করতে পারেন। তাই দেরি না করে এখনি আমাদের সহযোগিতা নিন কারন বায়োগ্যাস করার এখনি উপযুক্ত সময়।একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে আপনি নিজে সুবিধা ভোগ করুন আর পরিবেশকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখুন আর রোগ বালাই থেকে আপনি নিজে বাচুন আর খামারকে ও রক্ষা করুব।

নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বায়োগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন[৬]–
অল্প জায়গায় এই প্লান্ট তৈরি করা যায়৷
এই প্লান্ট অনেকদিন টিকে থাকে এবং কাজ করে৷
আবর্জনা ও দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে ওঠে৷
উপাদানগুলো পঁচে দুর্গন্ধ ছড়ায় না৷ মশা-মাছি জণ্মায় না৷
রাঁধুনীর শারীরিক ধকল কমে৷
জমির জন্য উন্নতমানের সার পাওয়া যায়৷
গ্রামের জীবনযাত্রায় আধুনিকতা আসে৷
বায়োগ্যাসের বর্জ্য জৈবসার হিসেবে ব্যবহার করা যায়৷
জ্বালানির জন্য গাছপালার উপর চাপ কম পড়ে ।
বায়োগ্যাসের কারণে বাড়িতে গবাদিপশুর খামার গড়তে উৎসাহিত হয় ।
বায়োগ্যাসের বর্জ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যার ।
বায়োগ্যাস ব্যবহার করলে গ্রীনহাউজ গ্যাসের স্তর ক্ষয় কম হয় ।

তাই আমরা সাইফ বায়োগ্যাস প্রোগ্রাম ৫ বছরের গ্যারেন্টি ও ৩ বছরের ফ্রি সার্ভিসিং সহকারে করে দিচ্ছি ছোট বড় বিভিন্ন সাইজের বায়োগ্যাস।
তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

বায়োগ্যাস প্লান্ট নির্মাণ খরচ ও জায়গার পরিমাণ :

১।২.০ ঘনমিটার ২চুলা। প্রতিদিন ৫-৬ ঘন্টা জ্বলবে,২০০-৩০০মুরগীর বিষ্টা অথবা ২৫-৪০কেজি গোবর। খরচ ৩০০০০+ জায়গা১০/২০ফিট

২। ২.৪ ঘনমিটার ৩ চুলা। প্রতি চুলা ৪ ঘন্টা করে জ্বলবে, ৩০০-৪০০মুরগীর বিষ্টা অথবা গোবর প্রতিদিন ৪০-৫৫ কেজি,খরচ ৩৫০০০+/-, জায়গা ১০/২১ ফিট।

৩। ৩.২ ঘনমিটার চুলা ৩টি। প্রতি চুলা ৪ঘন্টা করে জ্বলবে,৫০০-৭০০মুরগীর বিষ্টা অথবা গোবর প্রতিদিন ৬০-৮০ কেজি, খরচ ৪২০০০+/-
-,জায়গা১১/২২ ফিট।

৪। ৪.৮ ঘনমিটার চুলা ৪-৫টি। প্রতি চুলা ৪ ঘন্টা করে জ্বলবে,১০০০-২০০০মুরগীর বিষ্টা অথবা গোবর প্রতিদিন ১০০-১৫০কেজি, খরচ ৫৫০০০+/- জায়গা ১২/২৩ ফিট।

মিজানুর রহমান
মোবাইল :০১৭২১০১২১৮৯

Please follow and like us:

About admin

Check Also

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি (এম এ ইসলাম)

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি  টিকা ও ওষুধের সঠিক ব্যবহার রোগপ্রতিরোধ ও নিরাময় নিশ্চিত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »