নাহার ভেট কেয়ার সেন্টার এর শুভ উদ্বোধন – ০৬.০৩.২০২১. উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
১। ডাঃ মাহবুবল ইসলাম টুকু মিঞা স্যার, ডি.এল.ও, মানিকগঞ্জ।
২। ডাঃ সাজেদুল ইসলাম স্যার, ইও. এল.ও, সাভার।
৩। ডাঃ মোঃ হাফিজুর রহমান স্যার, ইউ.এল.ও, বাউফল, পটুয়াখালী।
৪।ডাঃ মোঃ আলমগীর হোসেন, ভি.এস, সাভার ডেইরী ফার্ম।
৫।ডাঃ মোঃ মামুনুর রহমান, ভি.এস, সাভার।
৬।ডাঃ হিমাংসু সরকার, লেকচারার, গন বিশ্ববিদ্যালয়, সাভার,ঢাকা।
৭। ডাঃ উত্তম কুমার রায়, লেকচারার, গন বিশ্বাবিদ্যালয়, সাভার, ঢাকা।
৮।ডাঃ সেলিম জাহান, ভি.এস, সাটুরিয়া, মানিকগঞ্জ।
বিভিন্ন কোম্পানির সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সাভার, ধামরাই উপজেলা সহ মানিকগঞ্জ জেলার অভিজ্ঞ ডাক্তারগন।
সবার কাছে নাহার ভেট কেয়ার সেন্টারের উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া কামনা করছি।
এই ল্যাবে পোল্ট্রি।।ক্যাটল,পেট এনিম্যালের টেস্ট করা হয়।
Please follow and like us: