Breaking News

আই বি ভ্যাক্সিন নিয়ে বিস্তারিত

আই বি ভ্যাক্সিন নিয়ে বিস্তারিত

আই বি তে এম ডি এ ৩০% নিয়ে আসে লিন্তু ফিল্ডে আই বি ভেরিয়েন্ট থাকায় অনেক সময় এম ডি এ দ্রুত কমে যায়।

আইবি ভাইরাস খুব দ্রুত ছড়ায় ১-২দিনে সমস্ত ফার্মে ছড়িয়ে যায়।

রেস্পিরেটরী,রিপ্রডাক্টিভ ও ইউরিনারী সিস্টেম আক্রান্ত হয়।

ভাইরাল জিনোমে স্পাইক(এস)ম্যাটিক্স(এম),নিউক্লিওক্যাপ্সিড( এন) প্রোটিন থাকে।

The spike  plays a major role in attachment,pathogenic diversity and antibody neutralization.

Spontaneous mutation and recombinations in this genetic makeup give rise of frequent emerges of different serotypes.Cross protection within same genotype does not occur due to this large variation in serotype.But in some cases new IB varient can arise because of small changing  in the rest.

কিছু আই বি সেরোটাইপ ক্রস প্রটেকশন দেয় যাদেরকে প্রটেক্টিভ সেরোটাইপ বলা হয়।যেমন এম এ ৫স্ট্রেইন(ক্লাসিকেল,ম্যাসাসুসেটস টাইপ)।এই শ্রেণীর অন্তর ভুক্ত ভ্যারিয়েন্টদের প্রটেকশন দেয়।

৪/৯১ ভ্যারিয়েন্ট স্ট্রেইন দিয়ে আই বি চ্যালেঞ্জ এলাকায় প্রটেক্ট দেয়।

আই বি ও রানিখেত ভাইরাস রেস্পিরোট্রপিক ভাইরাস(রেস্পিরেটরী সিস্টেমে থাকে) যা একে অপরকে বাধা দেয় কারণ ট্রাকিয়ায় ২টি ডিজিজের একই রিসিপ্টর সাইট।তাই ২টি ভ্যাক্সিনের মাঝে ৭দিন গ্যাপ দেয়া হয়।

আই বির মেইন ভ্যাক্সিন স্ট্রেইন হল

১।মাস স্টেইন/প্রটেক্টোটাইপ( এম এ ৫,এইচ ৫২,এইচ ১২০,এম ৪১)

২।মনোভ্যালেন্ট স্ট্রেইন ( কানেক্টটিকাট ৪৬,অর্ক ৯৯,ফ্লোরিডা,জে এম কে,৪/৭২,ডি২৪৭)।

ভ্যাক্সিন সিডিউলঃ

১ম টিকা চোখে এবং দ্বিতীয় টিকা স্প্রে করা ভাল কিন্তু বাংলাদেশে তেমন প্রচলিত নয় তবে  সি পি তে করে।
প্রথম টিকা লো পেথোজেনিক এবং দ্বিতীয় টিকা হাইপেথোজেনিক স্ট্রেইন দিয়ে দেয়া উচিত.

প্রাথমিক এবং বুস্টার ভ্যাক্সিনেশনের জন্য একই টিকা ব্যবহার করা সঠিক নয় কা্রণ এতে পর্যাপ্ত পরিমানে এন্টিজেনের বিভিন্নতা না থাকায় মাঠ পর্যায়ে উচ্চ মাত্রায় ক্রস প্রটেকশন প্রদান করতে সক্ষম হবেনা.

বায়োসিকিউরিটি,পরিস্কার পরিচ্ছন্নতা এবং জীবানূনাশক ব্যবস্থা ভাল হলে ভ্যাক্সিনেশন কর্মসূচি কার্যকর হয়.

১ম দিন – ৫ম দিনঃ আই বি + এনডি লাইভ (১দিন বয়সেও দেয়া যায় যদি ম্যাটারনাল ইমোনিটি কম থাকে)

রোগের প্রাদুর্ভাব বেশি হলে(ভেরিয়েন্ট স্ট্রেইন) আই বি +এন ডি( এম এ ৫ ক্লোন ৩০ সাথে ৪/৯১ বা বি আই এল এর সাথে আই বার্ড মিক্স করে চোখে দেয়া যায়)

বা

১০-১২দিন আই বি ভ্যারিয়েন্ট(আই বি ৮৮,এডভান্স)

২০-২৫দিনে আই বি +এন ডি

৫৫-৫৬ তম দিন আই বি + এনডি লাইভ

১০ সপ্তাহের দরকার মনে করলে আই বি ভ্যারিয়েন্ট দেয়া যায়।

১৬-১৮ সপ্তাহে আই বি + এনডি + ই ডি এস.কিল্ড।

নোটঃ

অনেক ব্রয়লার দেখা যায় ঠান্ডা লাগছে ভাল হচ্ছে না সব চিকিৎসা শেষ,এটা হলো আই বি বিশেষ করে আই বি ভ্যারিয়েন্ট।

এসব ক্ষেত্রে আই বি ভ্যারিয়েন্ট স্ট্রেইন দিয়ে ভ্যাক্সিন করাতে হবে।

এটা একটা কমন সমস্যা।

Please follow and like us:

About admin

Check Also

টিকা দেয়া পরও কেন রোগ হয়/ভ্যাক্সিন ফেইলরের কারণ

টিকা দেয়া পরও কেন রোগ হয় বিভিন্ন কারণ থাকতে পারে নিচে আলোচনা করা হল ক।টিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »