Breaking News
টিটেনাস
টিটেনাস

ধনুষ্টঙ্কার /Tetanus

ধনুষ্টঙ্কার /Tetanus

ধনুষ্টঙ্কার কি ?
ধনুষ্টঙ্কার প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীর ক্লস্টিডিয়াম টিটানি (Clostridium tetani) সৃষ্ট টকসিন ঘটিত একটি মারাত্মক সংক্রামক রোগ।

এ রোগে দাঁত কপাটি বা চোয়াল কপাটি লেগে যায়। অতিবেদন (Hyperaesthesia), টেটানি, খিঁচুনি, মাংস পেশীর কাঠিন্য এবং শ্বাসীয় অকৃতকার্যের ফলে মৃত্যু এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
রোগের কারণ :
ক্লস্টিডিয়াম টিটানি (Clostridium tetani) জীবাণু দ্বারা সৃষ্ট টকসিন এ রোগের কারণ। এটি গ্রাম পজেটিভ অ্যানারবিক জীবাণু।
রোগের বর্ণনাঃ
প্রায় সকল স্তন্যপায়ী প্রাণি এ রোগে আক্রান্ত হয়। এই রোগের জীবাণু স্বাভাবিক অবস্থায় প্রাণির পাকস্থলী ও অন্ত্রে বাস করে এবং মলের সাথে মাটিতে স্পোর অবস্থায় থাকে।

এই দূষিত মাটির সংস্পর্শে গাভীর ক্ষত দিয়ে এ জীবাণু দেহে প্রবেশ করে। গরু বা মহিষ দিয়ে জমি চাষ করলে লাঙ্গলের ফলায় পায়ে ক্ষত সৃষ্টির মাধ্যমে মাটি থেকে এ জীবাণুর স্পোর সংক্রামিত হয়।

প্রাণির প্রসবকালীন সময় এ জীবাণুর স্পোর জনন নালীর মাধ্যমে সংক্রামিত হতে পারে।
রোগের লক্ষণ :
১. রোগের প্রথম দিকে দেহের বিভিন্ন অংশের মাংসপেশী শক্ত হয়ে দাঁত কাপটি লাগে । তাই একে লক-জ (Lock-jaw) বলে । এই অবস্থায় প্রাণি খাওয়া বন্ধ রাখে ও মুখ দিয়ে লালা ঝড়ে ।
২. মাংসপেশী শক্ত হওয়া মাত্র পেশীর কম্পন ও খিঁচুনি দেখা দেয় । ঘাড় ও পায়ের মাংসপেশী শক্ত হবার ফলে প্রাণি কাঠের মত দাঁড়িয়ে থাকে এবং পড়ে গেলে উঠানো যায় না ।
৩. যে কোন শব্দে প্রাণি চমকে উঠে, মাংসপেশী অধিকতর শক্ত ও সংকুচিত হতে থাকে ।
৪. পেট চাপা হয়ে পিঠের সাথে আটকে যেতে চায় ও এক পর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণি মারা যায় ।
৫. রোগের প্রথম পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধি পায় যা মৃত্যুর পরও অব্যাহত থাকে ।
চিকিৎসাঃ
সাধারণত ধনুষ্টংকারে আক্রান্ত প্রাণির চিকিৎসায় তেমন ফল না হলেও নিকটস্থ রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা করালে সুফল পাওয়া যাবে।
প্রতিরোধ :
১.প্রাণির প্রসব পরিচ্ছন্ন স্থানে করাতে হবে ।
২. জন্মের পর শাবকের নাভী-নাড়ীকে শক্ত করে বেঁধে দেওয়া উচিত ।
৩. নাভীর ঘায়ের চিকিৎসা না করলে সেখান থেকে অনেক সময় বাছুরের ধনুষ্টংকার হয় । তাই দ্রুত ঘায়ের চিকিৎসা করাতে হবে।
৪. ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমেও টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধ করা যায়।

Please follow and like us:

About admin

Check Also

বাছুরের ডায়রিয়ার কারণ

Couses of diarrhea in neonatal rumenants ?Bacterial: ?Escherichia coli ?Salmonella spp. ?Campylobacter fecalis ?Campylobacter coli …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »