Breaking News

দুধাঁলো গাভীর জন্য সুষম দানাদার খাদ্যের মিশ্রণ তালিকা:

দুধাঁলো গাভীর জন্য সুষম দানাদার খাদ্যের মিশ্রণ তালিকা:
———————————-
এই পোস্টটিতে দুধাঁলো গাভীর জন্য দুটি সুষম দানাদার খাদ্যের তালিকা দেওয়া হল। আমার বিশ্বাস আপনারা এই তালিকা গুলি অনুযায়ী দানাদার খাদ্যের মিশ্রণ তৈরী করে গাভীকে খাদ্য হিসাবে সরবরাহ করলে আশানুরূপ দুধ উৎপাদনে সক্ষম হবেন। এই ধরণের খাদ্য তালিকাকে টোটাল মিক্সড রেশণ(TMR) বলা হয়ে থাকে।
১ নং তালিকা:
—————
গম বা ভুট্টা ভাংগা ২৫ কেজি
গমের ভুষি ২০ কেজি
চালের মিহি কুরা ২০ কেজি
সয়াবিনের খৈল ১৫ কেজি
খেসারীর ভূষি ১২ কেজি
তিলের/সরিষার খৈল ৮ কেজি
মোট ১০০ কেজি দানাদার খাদ্যের মিশ্রণ।
২নং খাদ্য তালিকা:
——————
গম ভাংগা বা গুড়া ২৫ কেজি
চালের কুরা ২০ কেজি
গমের ভূষি ১৫কেজি
ছোলা বা মটরের ভুষি ১০ কেজি
মশুরের ভুষি ১০ কেজি
যে কোন ডাল ভাংগা ১০ কেজি
তিল/সরিষার খৈল ১০ কেজি
* এছাড়াও প্রতিটি খাদ্য তালিকার মিশ্রণের সাথে ১.৫ কেজি ডিসিপি যোগ করতে হবে । গাভী প্রতি ১০০/১৫০ গ্রাম চিঁটাগুর দিতে পারলে গাভীর খাবার গ্রহন সন্তোষজনক থাকবে এবং তা গাভীর খাদ্য হজমে সহায়তা ছাড়াও গাভীর দেহে খাদ্যপ্রাণ সহ বিভিন্ন ক্ষনিজ উপাদানের যোগান দিবে।
মুক্তি মাহমুদ(পি ডি এফ)

FEED FORMULA OF CATTLE WITH MEDIUM YEILD OF 10 LITRES OF MILK
MAIZE -25 KG
RICE BRAN -7 KG
COTTON SEED CAKE -5 KG
MUSTD DOC -10 KG 
MUSTD CAKE -6 KG
SOYA DOC -4 KG
GUAR ORMA-4 KG
SUN FLOWER -5 KG
DORB -27.5 KG
MOLASSES -5 KG
CALCITE -1.5 KG
SODIUM BICARB -300 GMS
MGO -100 GMS SALT -150 GMS
TM -120 GMS
VIT -150 GMS
FAT -250 GMS
100 KG
GIVE 3 KG PER ANIMAL PLUS 30 KG CORN SILAGE OR GREENS DAIL

Dr Surrinder Khanna

#কম দামে দানাদার খাদ্য তৈরী

গমের ভূষি বাদ দিয়ে দৈনিক ২০ লিঃ পর্যন্ত দুধ দেয়া গাভীর খাদ্য ফর্মুলা,

তিলের/সূর্যমুখী খৈল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২৪.৫ কেজি
মসুর/ছোলা ডালের ভূষি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২৫ কেজি
চালেড় কুড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,১৪ কেজি
ভুট্রা ভাংগা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২৫ কেজি
লবন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,১ কেজি
খাবার সোডা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,১ কেজি
লাইমষ্টোন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২ কেজি
ভিটামিন মিনারেল প্রিমিক্রস,,,,,,,,,,,,,,,,,,,,,,,,০.৫ কেজি
চিতা গুড়/মোলাসেস,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,৬ কেজি
ইউরিয়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,১ কেজি
(স্লো রিলিজিং ইউরিয়া,মূল্য ১ কেজি ২৫০ টাকা)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মোট=১০০ কেজি

দুধাঁলো গাভীর জন্য সুষম দানাদার খাদ্যের মিশ্রণঃ
——————————————–

ভুট্টা ভাংগা ২০ কেজি।
গম ভাংগা ২০ কেজি।
রাইস ব্রান ১০ কেজি।
মুগ/মুশুরী/সয়াবিন ১৫ কেজি।
খেসারীর ছোল্কা ১০ কেজি।
তিলের খৈল ২০ কেজি
লাইমস্টোন/ডি,সি,পি ৩ কেজি।
সোডা ১ কেজি।
লবণ ১ কেজি।
মোট ১০০ কেজি দানাদার খাদ্যের হিসাব।

১.গমের ভুষি ৩৫%
২.ভুটটা ১০%
৩.সয়াবিন খৈল ১৫%
৪.মুগ ১০%
৫ মসুর ১০%
৬.সরিষা খৈল ৫%
৭.রাইস পলিশ ১৫%
সাথে চিনি এড করলে ভালো রেজাল্ট পাবেন।ভিটামিন,মিনারেলস,ক্যালসিয়াম

Please follow and like us:

About admin

Check Also

গরু মোটাতাজাকরণে ‘ফারমেন্টেড কর্ন’ তৈরীর প্রণালী

গরু মোটাতাজাকরণে ‘ফারমেন্টেড কর্ন’ তৈরীর প্রণালী খামারি ভাইয়েরা বলে, “খড় তো নয় যেন সোনা খাওয়াচ্ছি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »