Breaking News

ডিভিএম এর সংক্ষিপ্ত ইতিহাস:-

ডিভিএম এর সংক্ষিপ্ত ইতিহাস:-

২৫০০ খ্রিষ্টাপূর্ব: চীন দেশের অধিবাসীগণ প্রানীর চিকিৎসাসমূহ প্যাপাইরাস নামক গাছের পাতায় লিপিবদ্ধ করে রাখত।
১৫০০ খ্রিষ্টাপূর্ব: চীন দেশের অধিবাসীগণ প্রানীর চিকিৎসার জন্য গুল্মজাতীয় উদ্ভিদ ব্যবহার করত।
২৫০ খ্রিষ্টাপূর্ব: ভারত/নেপালে সর্বপ্রথম প্রানী হাসপাতাল প্রতিষ্ঠা করেন রাজা অশোক এবং এই প্রানী হাসপাতালে একজন প্রানীচিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
১ম খ্রিষ্টাব্দ: রোমানরা তাদের অসুস্থ ঘোড়াকে চিকিৎসার জন্য প্রানী হাসপাতালে নিয়ে আসত। ঘোড়ার চিকিৎসককে বলা হত “হেইপিয়াথ্রি”।
১৭১০-১৭১৪ খ্রিষ্টাব্দ: গরুর মহামারি রোগ হিসাবে পরিচিত “রিন্ডার পেস্ট” এর কারণে ফ্রান্সে প্রায় দশ লক্ষ গরু মারা যায়।
১৭৬১ খ্রিষ্টাব্দ: ক্লয়ডি বারজিলেট ফ্রান্সের লায়নে বিশ্বর সর্বপ্রথম ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠা করেন।
১৭৬৬ খ্রিষ্টাব্দ: সর্বপ্রথম ভেটেরিনারি স্কুলের পরিচিতির কারণে বারলিন, মিউনিখ, মিলান, ভিয়েনা, কোপেনহেগেনে ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৭৯১ খ্রিষ্টাব্দ: ইংল্যান্ডে প্রথম ভেটেরিনারি স্কুল যার নাম রয়েল কলেজ অফ ভেটেরিনারি সার্জন।
১৮৭৯ খ্রিষ্টাব্দ: আমেরিকাতে প্রথম ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ খ্রিষ্টাব্দ: ৭ই আগষ্ট বাংলাদেশ এর কুমিল্লাতে প্রথম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু হয়।

১৯৫০ খ্রিষ্টাব্দ: ভেটেরিনারি কলেজ কুমিল্লা থেকে ঢাকাতে স্থানান্তারিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ৫ বছর মেয়াদি পশু পালন ডিগ্রি দেওয়া হত।
১৯৮৯ খ্রিষ্টাব্দ: তামিলনাড়ু ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ খ্রিষ্টাব্দ: বাংলাদেশে ইষ্ট পাকিস্থান এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৩ খ্রিষ্টাব্দ: পশু পালন এবং প্রাণি চিকিৎসা ডিগ্রি পৃথকীকরণ করা হয়।
১৯৭২ খ্রিষ্টাব্দ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।

১৯৯৪ খ্রিষ্টাব্দ: সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ।
১৯৯৬ খ্রিষ্টাব্দ: চট্রগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ ।

২০০৩ খ্রিষ্টাব্দ: দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ, বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ।
২০০৬ সালের ৭ই আগষ্ট: বাংলাদেশের একমাত্র এবং প্রথম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২০১৩ খ্রিষ্টাব্দ: ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদ রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

**সংগৃহীত**

THE BANGLADESH VETERINARY PRACTITIONERS ORDINANCE 1982 অনুযায়ী স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে DVM ডিগ্রী অর্জনকারী কোন ব্যক্তি একজন রেজিস্টারড ভেটেরিনারি প্র্যাকটিশনার।
৫ বছরের এ ডিগ্রীটি অর্জন করতে আপনাকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস (থিউরি ও প্র্যাকটিক্যাল) করতে হবে।আর সার্জারি থাকলে রাত ৮/৯ টা তো বাজবেই।
একজন রেজিস্টারড ভেটেরিনারি প্র্যাকটিশনার এর কাজটিকে বলা চলে Red Neck Job। কিন্তু মর্যাদায় আমরা White Collar Job ধারীদের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই।বিভিন্ন দেশেভেটেরিনারিয়ানদের মর্যাদা ঈর্ষণীয় এবং অবাক করার মত। ।এক নরওয়েজিয়ান কে জিজ্ঞেস করা হয়েছিলো,তোমার দেশের সর্বোচ্চ সম্মানিত কয়েকটি পেশার নাম কি ? সে বললো – যাজক-শিক্ষক-ভেটেরিনারিয়ান-ডাক্তার ! তাহলে বোঝাই যাচ্ছে ভেটেরিনারি পেশার মর্যাদা !!
সারাপৃথিবীতে ১৯৫ টি দেশের মধ্যে ভেটেরিনারি ডিগ্রি নেয়ার সিস্টেম আছে মাত্র ৮৩টি দেশে । ভেটেরিনারি শিক্ষার জন্ম যেদেশে সেই ফ্রান্স এ এখনো পর্যন্ত মাত্র চারটি ভেট স্কুল।ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সৌদিআরব এরকম ধনী দেশগুলোতেও মাত্র একটি করে ভেট স্কুল, যুক্তরাষ্টে কয়েকহাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভেট স্কুল আছে মাত্র ৩০ টিতে।
ইউরোপ-আমেরিকা ও অন্যান্য উন্নত দেশে ভেটেরিনারি এডুকেশন এতো বেশি কম্পিটিটিভ যে সব স্টুডেন্টরা ভেটেরিনারি পড়াশুনার স্বপ্নও দেখেনা ।

ডা আব্দুল্লাহ আল মাসুদ সাগর

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »