১.গরুর খাবার পাএ আর পানির পাএ আলাদা রাখুন ।
২. পানির পাএে সব সময় ফ্রেশ পানি রাখেন।
৩. দানাদার খাবার অল্প পানিতে মিশিয়ে খাওয়ান।
৪. ৬ মাসের গাভীন থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত লবন ( NaCl) বন্ধ রাখুন। (ওলানে পানি আসবে না)
৫. নতুন বীজ দিছেন এমন গাভী/বকনা কে গাভীন গরুর পাশে রাখবেন না (এর প্রস্রাবে pgf2œ হরমোন রিলিজ করে যা গাভির কনসিভ এ প্রবলেমের কারন)
৬. ফার্মে ভাল পারসেন্ট এর রের্কড ব্রিডিং বুল তৈরি করুন / কিনে নিন। কনসিভ সমস্যা ৮০% খালাস।
৭. নিজের ফার্মের বকনা বাচ্চাকে গাভী বানান।
৮.ফার্মের বায়োসিক্রোরেটি নিজে মানুন, সবাইকে মানতে বাধ্য করুন( বাহিরের গোয়াল (দুধ দোহনকারি, যে অনেকের গাভী দোহন করে) পরিহার করুণ।
৯. কষ্ট হলেও ফার্মের জন্য রেকর্ড ফাইল তৈরি করুন।
১০.কৃমিনাশক ও ভেকসিন প্রয়োগ সঠিক টাইমে করুন।
আশা করি আপনি ও আপনার খামার আলোর মুখ দেখবে।
ডাঃ আজহার