টিপস ৩০

মিনারেলস গুলো ২ ধরণের অর্গানিক ও ইন অর্গানিক,

ইন অর্গানিক গুলো অক্সাইড বা সালফেট হিসাবে থাকে,সব কাজে লাগে না,ফিসিসের সাথে বের হয়ে যায়।

অর্গানিক সব কাজে লাগে,এগুলো প্সেসিফিক এমানো এসিড ট্রান্সপোটার দরকার হয়।

ভিটামিনস ২৫ডিগ্রি সেন্টগ্রেট এর বেশি তাপমাত্রায় ১মাস রাখলে অক্রিডেকশোনের মাধ্যমে নস্ট হয়ে যায়।

ক্লোলিন ও ভিটামিন সি এক সাথে ইন্টার একশন হয়

সোডিয়াম ক্লোয়াইড ও সোডিয়াম বাই কার্বোনেট  ভিটামিনের পটেন্সি কমিয়ে দেয়

মুক্তভাবে পালিত মুরগির ইমোনিটি বেশি কারণ জেনেটিক্স,তাছাড়া বাচ্চা মায়ের ফিসিস খায় যেখানে প্রবায়োটিক থাকে।

প্রাবায়োটিক ও প্রকৃতি অন্ত্রকে এসিডীক রাখে।বৃ হ দান্ত ছাড়া।

এরা প্রকৃতি থেকে এসিডীক খাবার যেমন বীজ,পোকা মাকড় ও শাক শব্জি খায়।

এসিডীক হবার কারণে মাইক্রোবয়াল ইনফেকশোন হবার সম্বাবনা কম।

খাচায় পালিত মুরগি রেডী ফিড খায় যা এল্কালাইন পি এইচ ৭.৫-৮।তাই মুরগিকে এন্টীবায়োটীক,প্রবায়োটীক ও এসিডীফায়ার দিতেহয়।

##

খাবারে যদি ভুটড়া,সয়াবিন,বিটেইন,বি১২,ফ্লিক এসিড ও মিথিওনিন দেয়া হয় সে ক্ষেত্রে ক্লোলিন ২৫০গ্রাম-৫০০গ্রাম/টণ দিলেই হবে কারণ ক্লোলিন এম্নিতেই সিন্সথেইস হবে।

যদি ডীডীজি এস,শরিষা,গ্রাইন্ড নাট কেক দেয়া হয় তাহলে ক্লোলিন ১কেজি দিতে হবে।

@@

ফ্রি ফ্যাটী এসিড ৩০% এর বেশি হলে খাবার ৭দিনের মধ্যে র‍্যান্সিডীটী হয়,বাচ্চা খাবার কম খায়।পাতলা পায়খানা হবে।

সান ফ্লাওয়ার কেকে মাইকোটক্সিন বেশি থাকে

গরমে ৮-১০%  দেয়া যায়।

ফ্যাটি লিভার এর ব্যবস্থাপনাজনিত কারণঃ

খাবারের মিক্সার ভাল না হলে

সেডের তাপমাত্রা বেশী হলে

মুরগি সম হারে না থাকলে

##

কক্সির জন্য

ক্যালসিয়াম হাইড্রোক্সিয়াড+২৫কেজি আমোনিয়াম সালফেট ১০০লিটার পানিতে মিক্স করে ১০০০ বর্গ ফুট জায়গায় স্প্রে করতে হবে।

ডাইক্লাজুরিল এর সাথে ক্লপিডল বা রবেনিডিন, ১-১৬দিন পরে ডট

###

কিডনি জনিত সমস্যার কারণে সিস্ট ও এসাইটিস হতে পারে পানির কারণে হয়ে থাকে।

খাবারো পানিতে যদি আয়রণ থাকে তাহলে বাহির থেকে আয়রন কম দিলেও হয়।

বয়স বাড়ার সাথে সাথে লেয়ার মুরগির ডিমে ময়লা/ডার্টি এগ/সয়েল এগ এবং মুরগি মারা যায় যা  পানি,টক্সিসিটি,গাট হেলথ জড়িত।

কিছু কিছু এলাকার পানিতে ইক্লাই বেশি থাকে ,তাছারা গন্ধ ভাল থাকে না,টী ডি এস ও হার্ড নেস বেশি যার ফলে নিপল লাইনে বন্ধ হয়ে যায়।

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩২

ডিমের কোয়ালিটির সাথে জড়িত বিষয় ক্রোমিয়াম ও কপার(Pluming process in uterus) এস কর্বিক এসিড ক্টন …

Leave a Reply

Your email address will not be published.

Translate »
error: Content is protected !!