ছাগলের নিউমোনিয়া সঠিক সময় চিকিৎসা না দিলে ছাগল টিকানো কঠিন হয়ে পরে।
লক্ষণ গুলো নিম্ন রূপ :
১. অধিক জ্বর ১০৪ থেকে ১০৭ বা ১০৮ কোনো ভাবে কমানো যায়না (সব সময় জ্বর হবে এমন কোনো কথা নাই)
২. নাক বন্ধ সর্দি কাশি ছাগল জিম মেরে বসে থাকে
৩. শ্বাস প্রশ্বাস দ্রুত করবে হাপাঁবে
৪.মাথা নিচু করে রাখবে
৫. খাওয়া দাও বন্ধ হয়ে যাবে
বিভিন্ন কারণে নিউমোনিয়া ও তার চিকিৎসা গুলো নিম্নরূপ :
নিউমোনিয়া ব্যাকটিরিয়া জনিত হলে –
* অ্যান্টিবায়োটিক যেগুলো দিতে হবে যেমন Tylo PC Gold , Nuflor এলএ -200, পেনিসিলিন, Renamycine LA । বেশিরভাগ ব্যাকটিরিয়া সংক্রমণের ক্ষেত্রে lab পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।
2. নিউমোনিয়া ভাইরাল জনিত হলে –
* ভাইরাল নিউমোনিয়া অ্যান্টিবায়োটিক চিকিত্সায় কোনও প্রয়োজন নাই যদি না এটি সেকেন্ডারি ব্যাকটিরিয়া সংক্রমণের দিকে অগ্রসর হয় । ভাইরাল নিউমোনিয়ার ইলেক্ট্রোলাইটস, ফ্লুইডস, অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্টস এর সাথে অ্যান্টিহিস্টামাইন দেওয়া যেতে পারে। প্রয়োজনে ব্রডিল ও আম্ব্রোস মানুষের ওষুধ দিতে পারেন।
৩. নিউমোনিয়ার পরজীবী জনিত হলে-
* পরজীবী এর জন্য চিকিৎসা না করানোৱ ফলে ফুসফুসের গৌণ ব্যাকটিরিয়াল নিউমোনিয়া হতে পারে – আইভারমেটটিন এবং Albendazol ফুসফুসের পরজীবী চিকিৎসার জন্য 2 টি ওষুধ । ** দ্রষ্টব্য: গর্ভবতী করায় Albendazol ব্যবহার করবেন না।
যেহেতু খাবার বন্ধ করে দেয় তাই অবশ্যই ডেক্সট্রোজ ২৫% ২০ml করে দিনে ৩ বার দিন সাথে B১ বা thiamine দিতে হবে যাতে রুমেন ঠিকমতো কাজ করে। thiamine থাকলে ব্রেন সচল থাকে ও নার্ভ সিস্টেম কার্যকর থাকে যা খাবার হজম করতে সাহায্য কীা