খামারের Emergency ঔষধ সমূহ,
লখ টাকার গরু শত টাকার ঔষধের অভাবের কারনে মারা যেতে পারে,
রাত ১২ টা, ঔষধ দোকান বন্ধ,গাভীর অসুখ,অবস্থা ভাল না,ডাক্তার পাওয়া যাচ্ছে না,
এখন কি করবেন?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চিকিৎসার উপর প্রাথমিক কিছু জ্ঞান ও হাতের কাছে জরুরী কিছু মেডিসিন থাকলে বেঁচে যেতে পারে লাখ টাকার গরু,
প্রাথমিক চিকিৎসা জানেন না,তাও সমস্যা নেই,কয়েকজন অভিজ্ঞ ডাক্তারের মোবাইল নাম্বার রাখুন,কোন কোন ডাক্তার আসতে না পরলেও সে ডাক্তার রোগের লক্ষন শুনে আপনাকে জরুরী মেডিসিনের নাম বলে দিবে,
তাই আপনার উচিত খামারে জরুরী কিছু মেডিসিন রাখাঃ
যেমনঃ
Thermometer,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, জ্বর মাপার কাজে লাগে,
Viodin,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এন্টিসেপ্টিক
Tab keto A vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সিভিয়ার ব্যথানাষক/জ্বর
Tab Pyralgin vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,, মাইলড ব্যথানাষক/জ্বর
Tab No spa,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,পেটের ব্যথার জন্য
Tab Cosvet/Cipro A vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ডায়রিয়া
Mecovet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বিকার
Glucolyte,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ডায়রীয়াতে স্যালাইন
Tab Salfadin/Civox/Tetravet,,,,,,,,,,,,,, এন্টিবায়োটিক
Tab Dellergin vet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এলার্জি
Tab Endex,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কৃমি
Tab Anorexon DS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, খাওয়ার রুচি
Soda,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,হালকা বদহজম,পেট ফাঁপা,
Stomavet,,,,,,,,,,,,,,,,,,,, খাওয়ার রুচি/ হালকা পেট ফাঁপা
Bovi Care,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বেশি করে পেট ফাঁপা
Magvet,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কেষ্টোকাঠিন্ন/শক্ত পায়খানা
সবচেয়ে বেশি দরকার
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Caldi Mag vet Calcium
মিল্ক ফিভার,চিকিৎসা শুরু করতে দেরী করলে গরু মারা যেতে পারে,
আপনি রগে দিতে না পারলে অন্তত চামড়ার নিচে হলেও দিতে পারবেন,
কোনটি গর্ভাবস্থায় ব্যবহার করতে হবে সেটি
নিশ্চই ডাক্তার আপনাকে বলে দিবেন,
BaBu Agro-Farm Limited
পাঁঠা একটা খামারের জন্যে কতটা গুরুত্বপূর্ণ।
★ছাগি সময় মতো হিটে আসবে।
★খামারের ভালো মানের পাঠা থাকলে তার বাচ্চা গুলাও যথাযথ ভালো মান এবং অধিকাংশ বাপের কালারে আসবে (যদিও এটার কোন সিওরিটি নাই তবুও অধিকাংশ বাচ্চা বাপের কালারে আসতে পারে)
যার কারনে জাতউন্নয়ন এবং খামারে একি কালারের মাদার ব্রিড তৈরি করা সহজ হবে।
★বাইরের পাঠা দ্বারা ব্রিড করানোর ফলে খামারের বায়োসিকিউরিটি নষ্ট হয়, খামারের ছাগল বিভিন্ন রোগ আক্রান্তের ঝুকিতে থাকে। যেটা খামারে পাঠা থাকলে সে ধরনের কোন চিন্তা থাকেন।
★খামারে পাঠা থাকলে সঠিক গুণাগুণ মেনে বাপ মায়ের রেকর্ড সংরক্ষন করা যায় যে কারনে খামারিদের কাছে ওই খামারের ছাগলের গ্রহণযোগ্যতা বাড়ে।
এমন অসংখ্য সুবিধা আছে যা একটি খামারকে পরিপুর্ন করতে পাঠার ভুমিকা অপরিসীম।
কিছু নামি খামারি ভাইদের কাছে পরামর্শ নিতে যেয়ে জানতে পারলাম ক্রস ছাগি সময় মতো হিটে আশে না। নার্সিং টাইম ৬ মাস, কখনো কখনো আরো বেশি সময় ও নেয়।
ভারাক্রান্ত মনে খামারের ক্রস ছাগিগুলা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। এক ভাই কে বললাম ভাই ছাগল গুলো বিক্রি করতে হবে কাস্টমার দেখেন। সে ভাই আমার থেকে বিক্রির কারন শুনে পরামর্শ দিল খামারে পাঁঠা নিতে…..
অবশেষে খামারে পাঁঠা এলো। সেদিন থেকে শুরু হলো প্রচন্ড বৃষ্টি একে একে সব ছাগিগুলো হিটে আসলো এমনকি
৪+ গাভিন আমার হিসাবে সেটাও হিটে এসেছিল। পাঠার গুন দেখে আমি অবাক ছিলাম। আর একটু হলে আমার সাধের ছাগল গুলা বিক্রি হয়ে যেত।
অবশেষে বুঝতে পারলাম নামিদামি অভিজ্ঞ বিশেষজ্ঞ জ্ঞানী পরামর্শদাতা আসলে নিজের ব্যবসায়ী প্রসার ঘটানো ধান্দাবাজ।
আমার ক্রস ছাগল গুলা হিটে আসছিলো খুব কম সময়ে যা নিচে উল্ল্যেখ করলাম।
ক্রস ছাগি বাচ্চা দেওয়ার ১ মাস ১৭ দিন
ক্রস ছাগি বাচ্চা দেওয়ার ১ মাস ১৩ দিন
ক্রস ছাগি বাচ্চা দেওয়ার ২৪ দিন পর
দুই টা ক্রস ছাগি দুই বোন।
আরো দুই টা আমার হিসাবে গাভিন ছিলো।
খামারে পাঠা আসার পর মাত্র দুই দিনের ব্যবধানে আমার সাত টা ছাগি হিটে এসেছিল। অনেকের কাছে জানতে চেয়েছিলাম যে দুই দিন এ এত ছাগল হিটে আশার কারন কি ছিল। অধিকাংশ ক্ষেত্রে জবাব ছিলো বৃষ্টির কারনে।
ছাগি যদি বাচ্চা উৎপাদনের ফ্যাক্টরি হয় তাহলে পাঠা হচ্ছে উৎপাদিত পন্যের কাঁচামাল। তাই ছাগলের খামারে ভালো মানের পাঠার কোন বিকল্প নেই।
Shahin goatfarm.