Breaking News

গরু হৃষ্টপুষ্টকরণে সজিনা সাইলেজ প্রয়োগের ফলাফল।

সজিনা নিশ্চিত করবে গবাদীপশুর নিরাপদ ও লাভজনক উৎপাদন: গরু হৃষ্টপুষ্টকরণে সজিনা সাইলেজ প্রয়োগের ফলাফল।
আমরা আশুলিয়ার একটি গরু হৃষ্টপুষ্টকরণ খামারে সজিনা সাইলেজ খাদ্য হিসেবে প্রয়োগ করি। সেখানে ১০ টি ষাঁড়ের উপর ওজন বৃদ্ধির পরীক্ষা চালানো হয়।
১০ দিনে সজিনা সাইলেজ যুক্ত খাবার দেওয়া ষাঁড়ের গড় ওজন বৃদ্ধি হয় ১৫.৫ কেজি প্রতিদিন ১.৫ কেজির উপরে
১০ দিনে নিয়মিত খাবার দেওয়া ষাঁড়ের গড় ওজন বৃদ্ধি ১০ দিনে ১৫ কেজি।
এখানে সজিনা সাইলেজ খাওয়ানো গরুর ক্ষেত্রে দেখা যায়-
ক) গরুর পেটে গ্যাস হয়নি
খ) ১০ দিনে কোন মেডিসিন প্রয়োগ করতে হয়নি
গ) খাদ্য খরচ কম হয়েছে।
*অন্যদিকে নিয়মিত খাবার দেয়া গরুকে নিয়মিত মেডিসিন দিতে হয়েছে।
এক্ষেত্রে আমরা বলতেই পারি সজিনা গবাদীপশুর খাদ্য হিসেবে ব্যাবহার করলে খাদ্য খরচ কমার পাশাপাশি নিরাপদ উৎপাদন নিশ্চিত করবে।

নিচে ১০ টি ষাঁড়কে ১০ দিনে দেয়া রেশন ও ওজন পরিবর্তনের হিসাব দেয়া হলো।
ষাঁড় নং ১-
রেশন ছিল ৮ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি। ২১ জুন ওজন ছিল ৩২৪ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৪৪ = বৃদ্ধি ২০ কেজি
ষাঁড় নং ২-
রেশন ছিল ৮ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৬৪ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৮২ = বৃদ্ধি ১৮ কেজি
ষাঁড় নং ৩-
রেশন ছিল ৬ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ২৮৪ কেজি এবং ১ জুলাই ওজন হয় ২৯৫ = বৃদ্ধি ১১ কেজি
ষাঁড় নং ৪-
রেশন ছিল ৮ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৯৫ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৪১২= বৃদ্ধি ১৭ কেজি
ষাঁড় নং ৫-
রেশন ছিল ৮ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৭৮ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৯০= বৃদ্ধি ১২ কেজি
ষাঁড় নং ৬-
রেশন ছিল ৮ কেজি সজিনা সাইলেজ + ২ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৪০ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৫৫= বৃদ্ধি ১৫ কেজি
ষাঁড় নং ৭-
রেশন ছিল ১০ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৪৫ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৬০= বৃদ্ধি ১৫ কেজি
ষাঁড় নং ৮-
রেশন ছিল ১০ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৭৪ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৯৩ = বৃদ্ধি ১৯ কেজি
ষাঁড় নং ৯-
রেশন ছিল ৮ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ২৪৮ কেজি এবং ১ জুলাই ওজন হয় ২৬০ = বৃদ্ধি ১২ কেজি
ষাঁড় নং ১০-
রেশন ছিল ১০ কেজি দানাদার + ঘাস ১০-১৫ কেজি।
২১ জুন ওজন ছিল ৩৭৮ কেজি এবং ১ জুলাই ওজন হয় ৩৯২= বৃদ্ধি ১৪ কেজি
Rajib Rajo

Please follow and like us:

About admin

Check Also

সহজভাবে গরুর খাবার উৎপাদন /ব্যবস্থা করার সিস্টেম

লিখেছেন মিজানোর রহমান (পিডিএফ গ্রুপ) কিছু কদু গাছ লাগাইছি, বুড়ো পাতা গরুরে খাওয়াব… কিছু কলাগাছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »