গ্রুপ এবং পি এইচ,হাইড্রোফিলিক,লিপোফিলিক অনুযায়ী এন্টিবায়োটিক এর প্রকার ভেদ
১.যে এন্টিবায়োটিকের সাথে পি এইচ দেয়া যাবে না(ক্ষারীয় এবং লিপুফিলিক(lipophylic) এন্টিবায়োটিক)
ইরাইথ্রোমাইসিন
টাইলোসিন
টিলমিকোসিন
স্পাইরামাইসিন
জেন্টামাইসিন
২.এসিডিয় এন্টিবায়োটিক
সালফোনেমাইড
টিয়ামোলিন
পেনিসিলিন
সেফালোস্পোরিন
সিপ্রো ও এজিথ্রোমাইসিন(?)
৩.পুলারাইজড(polarized) ক্ষারীয়
নিওমাইসিন
জেন্টামাইসিন
এমিকাসিন
টেট্রাসাইক্লিন(?)
৪.লিপুফিলিটিক(lipophilic) এন্টিবায়োটিক
(Fluroquinolones are synthetic)
সিপ্রোফক্সাসিলিন
নরফক্সাসিলিন
এনরোফক্সাসিলিন
লেভোফক্সাসিলিন
ফ্লোমিকুইন
ম্যাক্রোলয়েড(protein binding 30%)
লিংকোসেমাইড(লিংকোমাইসিন,ক্লিন্ডামাইসিন)
ফ্লোরফেনিকল।এটা ইন্টাসেলোলার।
লিপোফিলিক এন্টিবায়োটিকের বায়োএভিবিলিটি ও শোষণ ভাল হয়।তাই ভাল কাজ করে।এগুলো লিভার দিয়ে বডি থেকে বের হয়।
আডার টিস্যুতে বেশি যায়
হাইপোপ্রোটিনেমিয়া করে কারণ প্রোটিনের সাথে বাইন্ড করে প্রোটিন কমিয়ে ফেলে
টেট্রাসাইক্লিন লিপিড সলুবল
৫।হাইড্রোফিলিক এন্টিবায়োটিক
কলিস্টিন(হাইড্রো ও লিপোফিলিক)
এমোক্সিসিলিন
সেফালোস্পোরিন( সেফট্রাইক্সোন)
এমাইনোগ্লাইকোসাইড(জন্টা,এমিকাসিন) অল্প পরিমাণে শোষিত হয় জি আই ট্রাকে।আই এম দিলে এক্সাসেলোলারে যায়,পোলার হওয়ার কারণে ইন্টাসে লোলারে যেতে পারে না।জেন্টামাইসিন হাইলি বেসিক যা সেল এসোসিয়েটেড মেরেক্স ভ্যাক্সিন কে ড্যামেজ করে দিতে পারে।Polyuria,polydipsia,nephraotoxicity.এমাইনোগ্লাইকোসাইড সেফালোস্পোরিনের সাথে সিনার্জিস্টিক।স্পেক্টিনোমাইসিন লিংকোমাইসিন ও কলিস্টিনের সাথে সিনার্জিস্টিক।এমাইনোগ্লাইকোসাইড পেনিসিলিন এর দেয়া ঠিক না।
গ্লাইকোপেপ্টাইড
এগুলো কিডনি দিয়ে বডি থেকে বের হয়।
আডার টিস্যুতে কম যায়
হাইপোপ্রোটিনেমিয়া করে কারণ প্রোটিনের সাথে বাইন্ড করে প্রোটিন কমিয়ে ফেলে
৬। পানির পি এইচ ৮ এর বেশি হলে নিচের এন্টিবায়োটিক ভাল কাজ করবেনা তাই এসিডিফায়ার দিয়ে পি এইচ ৭.৫ এর নিচে আনতে হয়.
টেট্রাসাইক্লিন(অক্সি,ডক্সি,ক্লোরটেট্রাসাইক্লিন)
###কলিস্টিনের সাথে পি এইচ ভাল কাজ করে।
###এম্পিসিলিন ও এনরোফক্সাসিলিনের সাথে পি এইচ দিলে কার্যকারিতা কমে যাবে।
###সিপ্রোফক্সাসিলিন এর সাথে পি এইচ দিলে ভাল কাজ করে।
সিপ্রোর সাথে সিংগেল সালফার এন্টাগ্নস্টিক কিন্তু পটেনশিয়াল সালফার সিনারজেস্টিক
কোম্পানির নির্দেশনা মেনে পি এইচ দেয়া উচিত ।
লিপোলাইটিক ও প্রোটিওলাইটিক অর্গানিজম
সালমোনেলা,শিগেলা,স্টেফালো,স্টেপ্টো,লিস্টেরিয়া,ইয়ারসিনিয়া।