Hypothyroidism in DOG
গৃহপালিত যত পশু আছে তার মধ্যে কুকুর হাইপোথাইরয়েডিজমে সবথেকে বেশি আক্রান্ত হয়।কুকুরের প্রায় সবগুলো ব্রিডই এই সমস্যার প্রতি সাসেপ্টিবল এবং প্রায় ৭৮% কুকুর এই রোগে আক্রান্ত হয়।
Thyroid Gland যখন শরীরের চাহিদামতো Thyroxin হরমোন তৈরি করতে পারে না তখন হাইপোথাইরয়েডিজমের সমস্যা তৈরি হয়।সবথেকে বড় সমস্যা হল এই রোগের কারণে শরীরের স্বাভাবিক মেটাবলিজম যথেষ্ট বাধাগ্রস্ত হয়।নিউটার করা কুকুরদের এই সমস্যা সবথেকে বেশি হয়ে থাকে,তবে কেন হয় সে কারণ এখনো অজানা।সাধারণত ৪-১০ বছর বয়সী কুকুরের এই সমস্যা সবচেয়ে বেশি হয়।
রোগের প্রাথমিক পর্যায়ে গলা,কাঁধ,পিঠ,পেছনের পা এবং লেজের চুল উঠে যেতে শুরু করে এবং একই সাথে Coat কিছুটা Dull ও Thin হয়ে যায় এবং চামড়া Flaky হয়ে যায়।ধীরে ধীরে যত বেশি হরমোনের পরিমাণ কমতে থাকে তত প্রাণীর ওজন বাড়ে,পায়ের নখ এবং কানে ইনফেকশন হয়,হার্ট রেট কমে যায়,গলার কাছে উঁচু হয়ে যেতে পারে।আর যদি সমস্যা একদম সিভিয়ার পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে হার্ট ও ব্লাড ভেসেলের সমস্যা,ইনফার্টিলিটি ইত্যাদি এমনকি মেগাইসোফ্যাগাস হয়ে আপনার আদরের প্রাণীটি মারাও যেতে পারে।আমাদের দেশে সবথেকে বেশি যে কারণে সমস্যা হয় সেটা হলঃযখনই হাইপোথাইরয়েডিজমের কারণে শরীরের চুল উঠতে শুরু করে তখন সঠিক সাজেশন ছাড়াই “আইভারমেকটিন” ব্যবহার করা শুরু করি।কিন্তু,স্বাভাবিকভাবেই তাতে কোন ফল হয় না।সঠিক চিকিৎসার অভাবে আপনার আদরের প্রাণীটি মৃত্যুঝুঁকির দিকে ধাবিত হতে থাকে।মনে রাখবেন,যদি এক্টোপ্যারাসাইটের কারণে চুল উঠে যাওয়া আর এই সমস্যার কারণে চুল উঠে যাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে।আপনার পোষা প্রাণীর শরীরে যদি এক্টোপ্যারাসাইট থেকেই থাকে তবে সেক্ষেত্রে চামড়ায় Redness এবং Inflammation থাকবে যেটা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কখনোই দেখা যাবে না।সুতরাং,এই ধরনের সমস্যা দেখলে প্রথমেই “আইভারমেকটিন” ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন।
এই রোগের কোন প্রতিকার নেই।যতদিন কুকুর বেঁচে থাকবে ততদিন “লিভোথাইরক্সিন” খাওয়াতে হবে।তবে একজন পূর্ণবয়স্ক মানুষের তুলনায় কুকুরে “লিভোথাইরক্সিন” এর ডোজ অনেক বেশি হয়,তবে সেটার পরিমাণ অবশ্যই ভেটেরিনারি ফিজিশিয়ান রক্তে হরমোনের ঘাটতি কতটুকু আছে সেটা পরিমাপ করে তারপর ঠিক করবেন।যে কারো কথা শুনে ওষুধ খাওয়ালে হিতে বিপরীত হতে পারে।