Breaking News
ইনকিউবেটরে ডিম ঘুরানো
ইনকিউবেটরে ডিম ঘুরানো

ইনকিউবেটর এবং ব্রুডারের নিরাপত্তার জন্য যা করা উচিত

আমাদের দেশে বেশির ভাগ ইনকিউবেটরে হিটারের পরিবর্তে বাল্ব অথবা হারিকেন ব্যবহার করা হয়.

কারন আস্তে আস্তে তাপ বাড়ানোর জন্য বাল্ব এবং হারিকেন জ্বালানোই ভালো উপায়।

কিন্তু অনেক সময় মাঝ রাতে বাল্ব কেটে গেলে এবং হারিকেনের তেল শেষ হয়ে গেলে যে ব্যক্তি ইনকিউবেটর নিয়ন্ত্রণ করে সে ঘুমিয়ে থাকার কারনে সারা রাত বন্ধ থাকে এবং তাতে ডিমের অনেক ক্ষতি হয়

এমন কি ডিম ঠান্ডা হয়ে নষ্টও হয়ে যায়, এই সমস্যায় পড়ে অনেক খামারি ভাই ক্ষতিগ্রস্থ হয়েছে।


সমাধান ঃ
যদি এমন কোনো যন্ত্র থাকতো যেটা ইনকিউবেটরের বাল্ব কেটে গেলে বা হারিকেন নিভে গেলে এ্যর্লাম বেজে উঠে অপারেটরককে জানিয়ে দিতো যে ইনকিউবেটরের সমস্যা হয়েছে।
“ডার্ক সেন্সর সার্কিট যেটার সাথে একটা এ্যর্লাম যুক্ত করলেই সার্কিট টা এই কাজ করে দেবে।


১।বিদ্যুৎ চালিত ইনকিউবেটর

 কন্ট্রোলারের সাথে অতিরিক্ত একটি রিলে সুইচ যুক্ত করবেন যাতে বাল্ব জ্বললে অন্য  ট্রান্সফরমারের সাহায্যে ডার্ক সেন্সর সার্কিট টাও অন হয়।

এখন ডার্ক সেন্সর সার্কিটের এল ডি আর (LDR)সেন্সর টি বাল্বের কাছে রাখুন

যখন বাল্বে সংযোগ আসবে তখন ডার্ক সেন্সর সার্কিটেও অন হবে যার ফলে বাল্বের আলো LDR পৌছার কারনে এলডি আর সেন্সর সার্কিটের আউটপুটে কোন ভোল্টেজ দেবে না যার ফলে সার্কিটের আউট পুটে যুক্ত থাকা বার্জার এ্যর্লাম টিও বন্ধ থাকবে

কিন্তু যদি কোনো কারনে বাল্ব টি সংযোগ পাওয়ার শর্তে এলডি আর অন্ধকারে পরে তখনই সার্কিটটি এ্যর্লাম অন করে দেবে,

যার ফলে এ্যর্লাম বাজতে শুরু করবে এতে ইনকিউবেটর চালানো ব্যক্তি নিশ্চিত হবে যে তার ইনকিউবেটরে বাল্ব কেটে গেছে বা আলো জ্বলছেনা,

( একটি বাল্বের জন্য এটা ভালো ফল দেবে, একাধিক বাল্ব থাকলে বাল্ব এর আলো আড়াল করে একাধিক ডার্ক সেন্সর সার্কিট যুক্ত করার প্রয়োজন হবে, তবে বাল্প যদি সব গুলো না কাটে তাতে ডিমের ক্ষতি হবে না তাই শুধু ইনকিউবেটরের ভেতরে একটা LDR সেন্সর দিলেই হবে।)

২। হারিকেন চালিত ইনকিউবেটরে লাগানো,

এটাতে লাগানো খুব সহজ ডার্ক সেন্সর সার্কিটের ইনপুটে ভোল্টেজ দিয়ে LDR সেন্সর টি হারিকেনের আলোর কাছে রেখে দিতে হবে এবং ডার্ক সেন্সর সার্কিটের আউটপুটে একটি এ্যর্লাম যুক্ত করুন এতেই হারিকেন নিভে গেলেই এ্যর্লাম বাজবে।

এখন ব্রুডারে মাঝ রাতে বিদ্যুৎ চলে যাবার কারনে যদি সমস্যা হয়, তবে ব্রুডারের বাল্পের কাছে এই সার্কিট সেট করলে বাল্প অফ হলেই এলাম বেজে উঠবে।

আপনার নিকটবর্তী ইলেকট্রনিক্সের দোকানে এই ডার্ক সেন্সর সার্কিট পাবেন সেখান থেকে কিনতে পারেন।

লেখকঃআব্দুল ওহাব

Please follow and like us:

About admin

Check Also

ইনকিউবেটর চালানোর নিয়ম

ইনকিউবেটর চালানোর ব্যাপারে লক্ষণীয় বিষয়গুলো

ইনকিউবেটর বানানো অথবা কেনার পরে প্রধান কাজ হলো ইনকিউবেটর টি সঠিকভাবে চালানো। এটি চালানো সহজ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »