সু খবর
Poultry Doctor Bd নামক এপস দিয়ে খামারি বাসায় বসে যে কোন সময় চিকিৎসা ,পরামর্শ বা ফিড ফর্মুলা নিতে পারেব।
আজই রেজিস্টেশন করুন
করোনার পরিস্থিতিতে দেশের লোকজন বাহিরে বের হতে পারছেনা ।
সবাই বাসায় । তবে মানুষের সেবার জন্য হাসপাতাল খোলা,ডাক্তাররা মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
কিন্তু মানুষের স্বাস্থ্য ভাল রাখার জন্য যে প্রোটিন (মাংস,দুধ ডিম ) দরকার যার যোগান দিচ্ছে পোল্ট্রি (লেয়ার, ব্রয়লার,সোনালী) গবাদী প্রাণী ।
এসব অবলা প্রাণীর সেবা দেয়ার জন্য কিন্তু ফিল্ডে তেমন কেউ নাই।
রোগ ব্যাধি কিন্তু বন্ধ নাই।হচ্ছে ।খামারীরা আছে বিপদে ।সেবা আগের মত পাচ্ছে না।
পোল্ট্রি ও ডেইরী শিল্পের অবস্থা খুব খারাপ, প্রায় ২০ লাখ লোক বেকার হয়ে যেতে পারে যদি এভাবে চলতে থাকে।
এমন পরিস্থিতিতে বাসায় বসে যদি সেবা পাওয়া যায় তাহলে কেমন হয়।
তবে এটা সব সময়েরই জন্য ই উপকারে আসবে।
ঠিক এমনই এক সিস্টেম (এপস) বানিয়েছি যা দিয়ে দেশের যে কোন জায়গা থেকে অতি অল্প সময়ে চিকিৎসা ,পরামর্শ এবং ফিড ফর্মুলা পাবে।
যার নাম Poultry Doctor BD এখন গুগল প্লে স্টোরে আছে।ডাউন লোড দিয়ে রেজিস্টেশন করুতে পারেন।
লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=2583361271879598&id=100006172506323
বর্তমানে এক্টিভ ব্লগের(Poultry Doctors BD সাথে মিল রেখে নাম টা রাখা হয়েছে।
এটা আমাদের দেশে একটি ভিন্ন ধর্মী , ইউনিক একটি এপ্স যা পোল্ট্রি ও ডেইরী সেক্টরে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে ।
এই ধরণের এপস আমাদের দেশে এটিই ১ম যা খুব সহজে এবং অল্প সময়ে খামারী সেবা পাবে যাতে রোগ নির্ণয়ের সম্বাব্য সিস্টেম থাকবে।
এটার মূল থিম হল রোগ নির্ণয় সহ চিকিৎসা ।যেখানে আছে রোগের সব হিস্ট্রি, তবে ফর্মের সাথে মুরগির ছবি, পোস্ট মর্টেমের এবং টেস্টের রিপোর্ট এর ছবি সহ পাঠাতে পারবে।
খামারীকে তেমন কিছু লিখতে হবে না বা কথা বলার ও প্রয়োজন হবে না, শুধু টিক চিহ্ন দিয়ে প্রশ্নের উত্তর পাঠিয়ে দিবে।
সেটা্র নোটিফিকেশন চলে আসবে ডাক্তারের কাছে ,ডাক্তার অল্প সময়ে দেখে প্রেস্ক্রিপশন করে পাঠিয়ে দিবে খামারীর কাছে।ডাক্তারকেও তেমন কিছু লিখতে হবে না।সবই সেট করা থাকবে ,শুধু ক্লিক করলেই হবে।
তবে ভবিষ্যতে এপস টি আরো এডিট/মডিফাই করা হবে যাতে কোন কিছু লেখা ছাড়া সব কাজ করা যায়।
প্রেসক্রিপশন টা খামারী ডাউনলোড দিয়ে পি ডি এফ ফর্মে পাবে ,ইচ্ছে করলে প্রিন্ট দিতে পারবে।
তবে ইচ্ছে করলে সেবা গ্রহীতা ডাক্তারের সাথে কথা বলতে পারবে।
১ম দিকে আপাতত পোল্ট্রির সব সেবা দেয়া হবে ।তবে গবাদী প্রাণিরও কিছু টা সেবা দেয়ার চেস্টা করা হবে।
পরবর্তিতে গবাদী প্রাণী এবং পেট এনিম্যালের সেবা দেয়া হবে।
যদি খামারীদের/সেবা গ্রহীতার চাহিদা বাড়ে তাহলে কিছু ভেট লাগতে পারে,তাছাড়া এই এপ্সের মাধ্যমে নবীন ভেটরা রোগ নির্ণয়ের ব্যাপারে অনেক কিছু শিখতে পারবে।
পরবর্তীতে এই এপসের সাথে পোল্ট্রি ও এবং ডেইরী প্রোডাক্টস ক্রয় বিক্রয়, ,খামারী ,ডিলার,কোম্পানীর ডাটার কালেকশনের ব্যবস্থা করা হবে।
খামারী /ডিলার/ডাক্তার যে কেউ সেবা নেয়ার জন্য এপ্স ব্যবহার করতে পারবে।
এপস টি বানাতে খরচ হয়েছে ,তাছাড়া সময় ,পরিশ্রম এবং মেধা দিয়ে তৈরি করা হয়েছে এপস টি।তাই খামারীদের অল্প ফি মোবাইল বিকাশে করে সেবা নিতে হবে।