Breaking News

#Gonadotrophin/Gonadotropin(গোনাডোট্রফিন)

#Gonadotrophin/Gonadotropin

যে সকল গ্লাইকোপ্রোটিন হরমোন গুলো পিটুইটারি গ্লান্ড ও প্লাসেন্টা থেকে নিঃসৃত হয়ে গোনাডস কে স্টিমুলেট করে এবং রিপ্রডাক্টিভ একটিভিটি কন্ট্রোল করে তাদের গোনাডোট্রফিন হরমোন বলে যেমন: Chorionic Gonadotrophin(CG); Follicle-Stimulating Hormone(FSH); Luteinizing Hormone(LH); Prolactin etc.

#FSH (Follicle-Stimulating Hormone)

গ্লাইকোপ্রোটিন পলিপেপটাইড হরমোন।এটি এন্টেরিয়র পিটুইটারি গ্লান্ডের গোনাডোট্রপিক সেল হতে তৈরি এবং হ্মরিত হয়। FSH এর molecular weight 31000Da এবং Half life 2-4 hrs.
এটি male ও female উভয় প্রাণীর primordial germ cells কে stimulate করে।

Male animal এর testes এর sertoli cells কে basolateral membrane এ অবস্থিত FSH receptors এর সাথে বাইন্ড করে ফলে Androgen Binding Protein তৈরি হয় এই Androgen Binding Protein Spermatogenesis শুরুকরে।

Female animals এর ovary এর granulosa cells কে একটিভ করে সাথে inhibin B কে rise করে ফলে ফলিকল গ্রো এবং ম্যাচুরেশন সম্পন্ন হয়।

#FSH Analogues(ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রতিরূপ)

#PMSG/eCG (Pregnant Mare Serum Gonadotrophin / Equine Chorionic Gonadotrophin)

এটি pregnant mares এর এন্ডোমেট্রিয়াল কাপ থেকে ৪০-১৪০ দিনে নিঃসৃত হয়।এটি রক্তে পাওয়া যায় প্রসাবের মাধ্যমে নির্গত হয় না। PMSG/eCG এর molecular weight 59000Da & Half life 1 weeks.এটি equids এ Luteinizing Hormone এর মত কাজ করলেও অন্য প্রাণী যেমন sheep,goats, cattle and swine এ both FSH and LH এর মত activity show করে।

#hMG (Human Menopausal Gonadotrophin /Menotropin)

এটি postmenopausal women এর urine থেকে সংগ্রহ করা হয়। এটি মূলত FSH এর মত কাজ করে। Superovulation করানোর জন্য donor animal এ ব্যবহার করা হয়।

#FSH এর ব্যবহার হ্মেত্র:
Embryo transfer এর জন্য donor গাভী হতে একাধিক ওভাম (Superovulation) তৈরিতে ; True anoestrus ; ফলিকিউলার সিস্ট;স্পারমেটোজেনেসিস ইত্যাদি হ্মেত্রে ব্যবহার করা হয়।

#Trade & Protocol :
Inj.Follitropin (Contain FSH 400 mg/20 ml) – ৫০ মিগ্রা (২.৫ মিলি) দিনে ২ বার করে ৪ দিন মাংসে ইঞ্জেকশন দিতে হবে। ৬ষ্ঠ ইঞ্জেকশনের সাথে একমাত্রা PGF2alpha ইঞ্জেকশন দিতে হবে। পৌনঃপুনিক ব্যবহারে এটির বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়।

Inj.Folligon(Contain PMSG 1000 iu/vial) 1000-3000 iu গাভীতে/ 3000-6000 iu ঘোটকীতে/1000 iu ছাগীতে মাংসে অথবা চামড়ার নিচে ইঞ্জেঃ দিতে হবে। প্রয়োজনে ১০-১৪ দিন পরে আরেক মাএা দেয়া যেতে পারে। কুকুরীর হ্মেত্রে দৈনিক 50-200 iu করে ২১ দিন ব্যবহার করা যায়।

#LH (Luteinizing Hormone)
এটি anterior pituitary gland থেকে তৈরি হয়। Molecular weight 30000 Da & Half life 30 minutes.

In female animal এটি mature follicle কে ovulate করে, luteal tissue তৈরি করে,
Corpus Luteum কে রহ্মণাবেহ্মণ করে progesterone (প্রজেস্টেরণ প্রেগন্যান্সি ম্যাইন্টেনেন্স করে)তৈরিতে সাহায্য করে।

In male testes এর Leydig cells থেকে Testosterone নিঃসরণে সাহায্য করে।

#LH Analogue(লিউটিনাইজিং হরমোননের প্রতিরূপ)

#hCG (Human Chorionic Gonadotrophin)

এটি conception করার ৮ দিন পর থেকে pregnant মহিলাদের ইউরিনে পাওয়া যায়।এটি প্লাসেন্টা থেকে নিঃসৃত হয়।অনেক সময় ovary তে paraneoplastic syndrome হলেও ইউরিনে hCG পাওয়া যায়। hCG এর মাধ্যমে প্রাগনেন্সি টেস্ট করা হয়।এটি LH hormone এর প্রতিরূপ।

#ব্যবহার হ্মেত্রঃ
ডিলেই ওভুলেশন, ট্রু এনেস্ট্রাস,ফলিকিউলার সিস্ট,অপরিপক্ক ফলিকল (< 2সেমি),দুধ কম হওয়া বা দুধ শুকিয়ে যাওয়া, অধিক কামকাতরতা(nymphomania in birch ), conception failure ইত্যাদি।

#Trade & Protocol :
Inj.Chorulon, Inj.Cystovet, Inj.Chorionic gonadotrophin etc. contain hCG.

1500-3000 iu/গাভীতে AI করানোর পরপর মাংস /চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হবে।প্রয়োজনে ৮-১০ দিন পর আরপক মাএাই ব্যবহার করা যেতে পারে।
ঘোড়ার হ্মেত্রে একই মাত্রাই দেওয়া যায়, ২-৩ দিন পর আরেক মাত্রাই দেওয়া যেতে পারে। ছাগীতে 100-500iu. কুকুরীতে 200-300iu প্রজনন করানোর পর পর দেয়া যায়।

লেখকঃডা খালেদ সাইফুল্লাহ

Please follow and like us:

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »