বিড়াল এবং কুকুরের ভ্যাকসিনেশন
ভ্যাকসিন দিতে হলে epidemiological data নিয়ে একেক এলাকায় একেক ধরনের দেওয়া হয়। যে এলাকায় যে রোগ নাই, সে এলাকায় সেই ঠিকা দেওয়া হয় না। আমাদের দেশে যেহেতু epidemiological data ও নেই, তাই সবাই নিচেরটাই follow করে….
——————————————-
প্রথমেই বিড়ালের বলে নেই। বিড়ালের প্রথম vaccine দেওয়া হয় ৪৫-৬০ দিন বয়সে (১.৫ থেকে দুই মাসের বাচ্চাকে) Novibac cat / Pure vax feline / Merial… (যেকোন একটি) without Rabies vaccine.
তিন মাস বয়সে আবার আগের vaccine টি সাথে rabies vaccine দিতে হয়।
তারপরে এক বছর পর পর এভাবেই vaccine দেওয়া হয়।
কুকুরের ভ্যাক্সিনেশন হচ্ছে…
প্রথমটি ১ম মাসে শুধু Eurican DHPPi2 (যেটাতে Leptospira prevention নাই) সাথে Rabies দেওয়া যাবে না।
৬০ দিনে (২য় মাসে) Eurican L (যেটাতে Leptospira prevention আছে) তখনও Rabies দেওয়া যাবে না।
৩য় মাসে Eurican LR (যেটাতে Rabies এর vaccine ও আছে)
এটাই আমাদের দেশে এখন চলতেছে।
তবে Nobivac দিয়েও অনেকে vaccination করেন।
২য় মাসে Nobivac সাথে corona virus vaccine… দিতে হবে।
৩য় মাসে Nobivac সাথে Rabies vaccine দিতে হবে।
Rabies vaccine হিসেবে বাজারে আছে Rabisin কিংবা Defensor. (Rabies vaccine দেয়া লাগে 1ml করে)
Dr monjur kader chowdury