Breaking News

ব্রয়লারের বিভিন্ন স্ট্রেইন/জাতের পার্থক্য,কোম্পানি অনুযায়ী ব্রয়লারের স্ট্রেইনের নাম

ব্রয়লারের বিভিন্ন স্ট্রেইন/জাতের পার্থক্য,কোম্পানি অনুযায়ী ব্রয়লারের স্ট্রেইনের নাম

বিভিন্ন ব্রয়লার স্ট্রেইন/জাতের বৈশিষ্ট্য

১।রস

রস বাচচার প্রিস্টাটার খাবারে প্রোটিন লাগে ২২%,স্টাটারে ২১%।লাইসিন ১.৩১%রসঃরোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ও ওজন ভাল আসে।রস বাচ্চার সেক্স ভেরিয়েশন বেশি ৪০০-৪৫০গ্রাম কিন্তু কবের ২০০-৩০০গ্রাম।মানে মেল থেকে ফিমেলের ওজন রসের ৪০০গ্রাম কম কিন্তু কবের ২০০গ্রাম কম।
রস বাচ্চার  ব্রেস্ট মাসল বেশি ডেভেলপ।৪৭% ব্রেস্ট মাসল।

 ২।লোহম্যান

লোহম্যানঃতাপ সহ্য করতে পারে।

লোহম্যানঃপালক কম তাই গরমে ভাল,তাছাড়া ওজন ভাল আসে।চিকেন ইনফেকশাস এনিমিয়া(CAV) ও গ্যাংগ্রিনাস(Gangrenous) ডার্মাটাইটিস(GD) কম হয়।

ব্রিডারে 2600 কিলোক্যালরির কমে ডিম পারে না।তাই ৩০-৪০% ভুট্রা খাবারে দিতে হয়।ডিমের ওজন ৫৮-৬০গ্রাম।খোসা খুব শক্ত।অন্য ব্রীডের তুলনায়  বড় সাইজের ডিম দেয়।কন্টোল সেডে খুব ভাল হয়।

 ৩।কব

১ম দিকে বেশি বাড়ে কিন্তু মর্টালিটি বেশি হয়।

কব বাচচার খাবারে প্রোটিন ২৪%,স্টাটারে ২২%।লাইসিন ১.৪৮%।এনিমিয়া ও গ্রেংগ্রিনাস ডার্মাটাইটিস বেশি হয়।ব্রেস্ট মাসল ৪২%।লেটেস্ট কব ৭০০।কব ৫০০ এর স্ট্যান্ডার্ড

দিন     খাবার    ওজন    এ ফ সি আর

৭          ১৬৭        ১৮২      .৯১

১৪       ৫১২           ৪৬৫      ১.১০

২১     ১১৯২          ৯৪৩     ১.২৬

২৮    ২১৩৭          ১৫২৪     ১.৪

৩৫     ৩৩৫২       ২১৯১   ১.৫৩

৪।আরবারঃদেখতে ছোট মনে হয় মানে পালক কম কিন্তু ওজন ভাল হয়,গরমে খুব ভাল তবে শীতে ভাল না,১ম সপ্তাহে মর্টালিটি বেশি হয়।লোহম্যানে্র মতই।

৫।হাবার্ড

রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি,১ম দিকে ওজন কম বাড়ে কিন্তু ২৫দিন পর বেশি বাড়ে।ব্রেস্ট মাসল ৪৩%।রস ও লোহম্যানের বাচ্চার দাম ২-৪টাকা বেশি।তারপর হাবার্ট।কবের দাম সবচেয়ে কম তাই কোম্পানী বাচ্চা মিক্সার করে দিতে পারে।

৬।ই পিঃএটার রিজাল্ট ভাল,সবাই পছন্দ করে।

বাচ্চার পা দেখে বিভিন্ন ব্রিডের বাচ্চা আলাদা করা যায়

হাবার্ট  পা সাদা।রস  পা পিঙ্কিশ।কব  পা  হলুদ মাঝে মাঝে কিছু বাচ্চা  স্পটেড কালো হয়

লাইসিন মাংসের স্টেং(Strenth) এবং ডিম প্রডাকশনের সাথে জড়িত

মেথিওনিনি মাসল মাস এবং ডিমের ওজনের সাথে জড়িত.

আর্জিনিন,লিউসিন, আইসোলিউসিন এবং সিস্টিন পালকের গঠন ঠিক রাখে।

কোন সিজনে কোন বাচ্চা ভাল

সব সিজনেই সব বাচ্চা পালা যায় তবে কিছু সুবিধা অসুবিধা আছে।মেজর পার্থক্য কম।

শীত কালে ভাল কব,রস

গরম কালে ভাল  আরবার,লোহম্যান

সব সিজনে হাবার্ট,ই পি

ব্রয়লারের কোন বয়সে  ইমোনিটি কত তা বুঝার উপায়

দিন     বার্সার সাইজ/উচ্চতা

৭         ৭মিলি (১/৪ ইঞ্চি)

১৪       ১৩.৫(১৪) মিলি ( প্রায় হাফ ইঞ্চি)

২০      ১৯(২০)মিলি (পোনে ১ইঞ্চি)

উল্লেখিত বয়সে যদি বার্সার সাইজ এমন হয় তাহলে বুঝতে হবে ব্রয়লারের ইমোনিটি ভাল আছে।

কোম্পানী                                 স্ট্রেইন

আর আর পি                 আরবার,লোহ ম্যানমিট,সোনালী

নারিশ                        কব,আরবার,স্লো ফেদার, আই আর,ইফিসিয়েন্সি প্লাস

কাজী                          আই আর,কব ৫০০

আর এম আর             লোহম্যান মিট,রস,সোনালী

কোয়ালিটি                রস

ইনোভেটিভ এগ্রো         ডমিন্যান্ট(কালার বার্ড)

প্যারাগন            আই আর,ইফিসিয়েন্সি প্লাস

প্রভিটা             স্লো ফেদার,কব ৫০০,আই আর

নিউ হোপ            আই আর,কব,রস,আরবার

আফতাব      হাবার্ট ক্লাসিক,লোহম্যান, ইফিসিয়েন্সি প্লাস

ঢাকা ব্রিডারস      লোহম্যান মিট

প্রগ্রেসিভ হ্যাচারী     লোহম্যান মিট,কব,সোনালি

আমান               লোহম্যান মিট

সিপি   রস ৩০৮,আই আর,কব৫০০

সগুনা               কব,লোহম্যান মিট

এ সি আই     লোহম্যান।

Please follow and like us:

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »