Breaking News

ডি ভি এম পাস করার পর উচ্চতর ডিগ্রির জন্য কোথায় কি করা যায়

#ডি ভি এম পাস করার পর উচ্চতর ডিগ্রির জন্য কোথায় কি করা যায়

FRCVS (Fellowship of Royal College of Veterinary Surgeons)
#MRCVS (Membership of Royal College of Veterinary Surgeons)
#Royal_College_of_Veterinary_Surgeons

DVM কিংবা MBBS/BDS কমপ্লিট করার পর বেশিরভাগ গ্রাজুয়েটগন মনোযোগ দেন চাকরির পেছনে,ক্যারিয়ার এর পেছনে…

সেক্ষেত্রে বেশিরভাগ গ্রাজুয়েট ই বেছে নেন
MS, MD, PGT, FCVS/MCVS (অতিসত্তর বাংলাদেশ কলেজ অব ভেটেরিনারি সার্জনস {BCVS} এস্টাবলিশমেন্ট হবে এবং ওখান থেকে এই ডিগ্রী দিবে), PHD, MPh, MBA etc…
কিছু গ্রাজুয়েট বেছে নেন বাইরে যাওয়ার অপশন, সেক্ষেত্রে বাইরের দেশে MS কিংবা PGT কিংবা MPhil/PhD করার জন্য চেষ্টা করেন।
এছাড়াও DVM/ MBBS/ BDS ডিগ্রী হোল্ডারদের আরেকটি ভালো অপশন খোলা থাকে সেটা হচ্ছে DVM গ্রাজুয়েটদের জন্য FRCVS / MRCVS, যা দেওয়া হয় Royal College Of Veterinary Surgeons(RVCS) থেকে এবং MBBS/BDS গ্রাজুয়েটদের জন্য FRCPS/MRCPS যা দেওয়া হয় Royal Colleges of Physicians/ Royal College of Surgeons থেকে।
বাংলাদেশের প্রায় সকল MBBS/BDS গ্রাজুয়েটগন ই FRCPS/MRCPS সম্পর্কে মোটামুটি অবগত এবং তাদের প্রস্তুতির জন্য গাইডবই,টেক্সটবুক,লেকচার ভিডিও,কোচিং, কুয়েশ্চেন ব্যাংক এভেইলেবল।
কিন্তু,আমাদের DVM গ্রাজুয়েটদের জন্য এই FRCVS/MRCVS অনেকটাই অপরিচিত এবং এর প্রিপারেশন এর জন্য রিসোর্স,বই,গাইড,লেকচার ভিডিও,কুয়েশ্চেন ব্যাংক কোনোটাই এভেইলেবল না….

?? তো,এই FRCVS/MRCVS এর বেনিফিট হচ্ছে –
* যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র (MBBS/BDS দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্র্যাক্টিস করতে USMLE লাগে কিন্তু DVM দের দরকার হয় না) এবং যুক্তরাজ্যের অঙ্গরাজ্য/ দেশগুলোতে প্র্যাক্টিস করার সুযোগ.

* পৃথিবীতে ভেটেরিনারিয়ান সহ অন্যান্য ডিগ্রীধারীদের স্ট্যান্ডার্ড নির্ধারন করে রয়েল কলেজ অব লন্ডন।

* FRCVS/MRCVS কম্পলিট করার পর অন্যান্য ভার্সিটি/কলেজ/সংস্থা তে ডিগ্রী নেওয়ার সুযোগ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং নিজেকে একজন স্ট্যান্ডার্ড ভেট প্রমান করার অপশন থাকে।

* বাইরের কান্ট্রিগুলোতে ভেট হিসেবে সেটেল্ড হওয়ার সুযোগ থাকে। (অনেক দেশই আমাদের দেশের গ্রাজুয়েট দের কে ভেট এসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়,কিন্তু FRCVS/MRCVS করা থাকলে সরাসরি ভেট/ কন্সাল্টেন্ট ভেট হিসেবে নিয়োগ দেওয়া ছাড়া অপশন নেই)

* নিজের জানার পরিধি বৃদ্ধি পায়,ক্লিনিক্যাল দক্ষতা বাড়ে,বাইরের ভেটদের সাথে নিজেকে তুলনা করা যায়।

* One Health,WHO,FAO,CDC,FDA সহ অন্যান্য সংস্থা গুলোতে জব পাওয়ার অপরচুনিটি তৈরি হয়।

* যাদের বিসিএস দেওয়ার ইচ্ছে নেই/ বিসিএস পাওয়ার পরও আরো ভালো কিছু করার আশা আছে,তাদের জন্য এটা মূল্য রাখবে।

 Pathway to get chance in MRCVS/FRCVS:
RVCS (Royal College of Veterinary Surgeons) এ এপ্লাই করার যোগ্যতা হিসেবে কিছু স্টেপ আছে সেগুলো নিচে দেয়া হলঃ
1. প্রথমে IELTS(International English Language Test System) এ স্কোর লাগবে নুন্যতম 7.0 ইন্ডিভিজুয়াল চারটি পার্ট এর জন্য।(Examiner: British council)

2. তারপর OET (Occupational English Test) এ নুন্যতম গ্রেড বি (ইন্ডিভিজুয়াল 4 পার্ট) পেয়ে করতে হবে।(Examiner: British council)

3. Two(02) Written Exam(April/May) provide by Royal College of Veterinary Surgeons. (Examiner: RVC) (Venue: RVC)

4. OSCE (Objective Structured Clinical Examination) Exam(July) by RCVS. (Examiner: RVCs schools) (Venue: RVC)

5. Clinical Training at Royal Veterinary College.

6. Membership Registration of Royal College of Veterinary Surgeons.

*IELTS পরীক্ষা দেওয়া যাবে ব্রিটিশ কাউন্সিল এর যেকোনো এক্সামিনেশন মার্কিং সেন্টার থেকে।

*OET পরীক্ষা দেওয়া যাবে “Futureed Corporation, Dhaka” থেকে,
(কন্ট্যাক্ট এড্রেসঃ “Ahmed Tower (6th Floor)
28-30 Kamal Ataturk Avenue
Banani, Dhaka – 1213.”)

RCVS Details: https://www.rcvs.org.uk/…/applica…/statutory-membership-exam

OET Details: https://www.occupationalenglishtest.org/…/healthcare-profes…

Pdf of Guidelines for MRCVS Registration:
https://www.rcvs.org.uk/…/statutory-membership-examination-…

MRCVS Preparation(OET,Written,OSCE) Book Source:
→ b-ok. cc (cc এর আগে স্পেস কেটে দিন)

(বই এর লিস্ট গাইডলাইন এর শেষের পেইজ এ দেওয়া আছে,সেগুলো পিডিএফ ডাউনলোড করে নিয়ে প্রিণ্ট করে পড়তে পারবেন, প্রিন্ট করা যাবে : ফেসবুক পেইজ “Book Buy BD” থেকে)

তথ্য সংগ্রহ এবং লেখায়-
মোঃ ফাইয়াজ বিন খালেদ
ডিভিএম (পঞ্চম ব্যাচ)
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ,
বাংলাদেশ।

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »