Breaking News

টিপস ২৪

গমে মাইকোটক্সিন হয় না কারণ এতে থাকে Purothionine which is lipoprotine and has fungicidal.তাই গম ৫০% ব্যবহার করা যায়।

ডিমের ভিটামিন মিনারেলস,ক্লোলেস্টেরল মুরগির বয়স,খাবার ও ব্রিডের উপর নির্ভর করে।ফিস্মিল,এম বি এম ও লেদার মিল দিলে ক্লোলেস্টেরল বেশি হয়।

##

মার্বেল চিপস ৩মিলি বা ভুট্রার সাইজের মত হবে

মার্বেল চিপস কালার হবে ধূসর,সাদা চকচকে হলে ভালনা।পাথরের কিনারা ধারালো হলে ভাল কারণ এতে গ্রাইন্ডিং ভাল  হয়।

ক্যালসিয়াম ৩৬% এর কম হলে বালি বেশি হয়।

ম্যাগ্নেসিয়াম ০.৮ এর বেশি হলে ক্যালসিয়ামের মেটাবলিজম/ শোষণ কম হবে।

মার্বেল চিপ্সের সাইজ একই রকম হতে হবে।

##

ফেনবেন্ডাজল ঃগেপ ওয়ার্ম,সিকাল,ট্রাকিয়াল,অন্ত্রের কৃমির বিরুদ্ধে কাজ করে।

ফেনবেন্ডাজম +লিভামিজলঃ

টেপ ওয়ার্ম,গোল্কৃমি

##

মাইট সকালে পালকের নিচে বসে থাকে রাতে বেরিয়ে রক্ত খায়।

খোসা ছাড়া ডিম পাড়ে কারণ রানিক্ষেত,আই বি,ই ডি এস।

##

অপরিপক্ষ ডিম কেন পাড়ে

স্টেস

মোল্টিং

ক্যালসিয়াম ফসফরাস এর ঘাটতি হলে

মাইট,উকুন,কৃমি

অধিক তাপমাত্রা ও কম আর্দ্রতা

মাইকোটক্সিন

##

ঠান্ডাজনিত ডায়রিয়ার কারণ

তাপমাত্রা ২০ডিগ্রির কম হলে

পি এইচ বেশি হল

ক্লস্টিডিয়াল ইনফেকশন

কোল্ড আবহাওয়া ইমোনোসাপ্রেশন করে এবং ভাইরাস ও প্যারসাইটিক লোড বেশি হয় যা ডায়রিয়া হতে সাহায্য করে।

##

২০২১ সালে ইন্ডিয়ায় এইচ ৫এন ৮ ভাইরাসের আক্রমণ করে।কিন্তু এটি মানুষে ট্রান্সমিট করে না

কোটি কোটি পাখি মারা গেছে,কালিং করা হয়েছে।

এ আই এর১৯৮টি স্ট্রেইন আছে কিন্তু ৫টি স্টেইন মানুষকে আক্রমন করে।

এইচ ৯এন ২,এইচ ৫ এন ৮,এইচ ৫ এন ১।এই ৩টির মধ্যে শুধু এইচ ৫এন ১ মানুষে আক্রমণ করে।

 

 

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ ১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »