Breaking News

টিপস ২২

বাচ্চা জমা হয় কেন এবং সমাধান কিঃ

তাপের ডিস্টিবিউশন যদি ভাল না হয়

লাইট অফ করার পর ৩০মিনিট খেয়াল রাখতে হবে বাচ্চা যাতে জমা না হয়।

শীতের সময় কোন দিক দিয়ে যাতে বাতাস না ঢুকে সে দিকে খেয়াল রাখতে হবে যদি ঢুকে তাহলে জমা হয়ে বাচ্চা মারা যাবে।

সেডের ভিতর খাবারে বস্তা রাখা যাবেনা এতে সকালে ক্ষুধা পেলে বাচ্চা সব খাবারে দিকে গিয়ে জমা হয়ে মারা যাবে

আলো বন্ধ করার পর যদি আবার লাইট দেয়া হয় তাহলে বাচ্চা আলোর দিকে ছূটে গিয়ে জমা হয়ে মারা যাবে।

কোন গাড়ি বা কুকুরের ডাকার শব্দ হলে জমা হয়

চিক গার্ড গোল করে দিতে হবে যদি কোনা থাকে তাহলে বাচ্চা জমা হয়ে মারা যাবে।

বাচ্চার রুচি বাড়ানোর উপায়ঃ

বাচ্চা ১ম অবস্থায় খাবার বা লিটার কোন কিছু চিনে না।

১ম ২৪ ঘণ্টা পেপারে খাবার দিতে হবে

১ম সপ্তাহে ট্রেতে খাবার দিতে হবে কিন্তু ফিডারে দেয়া যাবে না।

বাচ্চাকে বড় সাইজের খাবার দেয়া যাবেনা  ক্রাম্বল বা ম্যাশ খাবার দিতে হবে

তাপমাত্রা বেশি হলে খাবার কম খাবে

লেয়ারের ক্ষেত্রে ১ মাসের আগে ইটের উপর পাত্র দেয়া যাবেনা

বিভিন্ন বয়সের ব্রিডারের বাচ্চা এক সাথে দেয়া যাবে না

৩৫গ্রামের নিচের লেয়ার বাচ্চা ভাল না।

নোটঃ

যেসব বাচ্চার পা দূর্বল,দাড়াতে পারেনা,ফ্লোরে পড়ে থাকেঃসেগুলো ইক্লাই বা সাল্মোনেলা।

চোখে মিউকাসঃভেন্টিলেশন ভাল না,ধোয়া বা ইক্লাই

ভেন্টে পায়খানাঃঅধিক তাপ,বড় সাইজের খাবার,গরম পানি

ক্রপ ফোলাঃবাচ্চা যদি লিটার বা তূষ খায়

কফ বা স্নিজিং ঃপুর ভেন্টিলেশন,ধোয়া,লিটার খারাপ

পিলেট খাবারের আর্দ্রতা ১০-১৩% হতে হবে যদি কম হয় তাহলে শক্ত খাবার খেতে পারেনা।

পিলেট খাবারে ফাইন পার্টিকেল ৫% হলে ভাল তবে যেন ৬-৮% এর মধ্যে থাকে এর বেশি হলে খারাপ।

ব্রিডারে লো এ আই হলে ডিম কমে যাবে,হ্যাচাবিলিটি ১৫-২০% কমে যায়,বাচ্চার মর্টালিটি ৫-৮% হয়,শ্বাস কস্ট হয়।

কোন লেয়ার স্ট্রেইন কুচে/ব্রুডিনেস বেশি হয়।

ব্রোভান্স

ইসা ব্রাউন

মুরগির কোন অংশে কোন এমানোএসিড দরকার।

ব্রেস্ট মাসলের জন্য লাইসিন ও মেথিওনিন

পায়ের মাংসের জন্য মেথিওনিন

পাখার মাংসের জন্য ট্রিপ্টোফেন

আই বি এইচ

১৭-২০দিনে হলে ভার্টিকেল ডিজিজ

২০-২৫দিনে হলে হারিজন্টাল

কোন বাচ্চার ওজন কত

লেয়ার ৩৫-৩৮গ্রাম

ব্রয়লার ৩৮-৪৫গ্রাম

সোনালী ক্লাসিক ২৫-৩০গ্রাম

সোনালী হাইব্রিড ৩০-৩৬গ্রাম

হাস ৪০-৪৮গ্রাম

কোয়েল ৬-৭গ্রাম

লেয়ারের বাচ্চার বডি টেম্পারেচার ১০৬-১০৭

ব্রয়ালারের ১০৩ তবে ৬দিন পর বেড়ে ১০৬ হয়।

ভাল কোয়িলিটির ফিশ্মিল ১০% দেয়া যায়

কাসাভা পাউডার ১০%  ভুটার পরিবর্তে দেয়া যায়

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ ১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »