Breaking News

টার্কির খাবার ব্যবস্থাপনা,বয়স অনুযায়ী জায়গা, খাবার ও পানির পাত্র সহ

বয়স অনুযায়ী খাবারে  এনার্জি ও প্রোটিন

খাবার         স্টাটার                      গ্রোয়ার                                                              ফিনিশার

বয়স               ০-৪সপ্তাহ            ৫-৮      ৯-১২                              ১৩-১৬সপ্তা  ১৭-২০সপ্ত         ২১-২৪ সপ্তা             ২৫ এর উপর

এনার্জি        ২৮০০               ২৯০০        ৩০০০                        ৩১০০             ৩২০০                 ৩৩০০                  ৪৪০০-৪৫০০কিলোক্যালরি

প্রোটিন         ২৪.৩ %                   ২৩.২          ২০                          ১৬.৫                    ১৫                       ১২.৮%

 

১২-১৮ সপ্তাহে ব্রিডারকে কম খাবার দিতে হবে যাতে ওজন বেড়ে না যায়।

বডি ওয়েট অনুযায়ী ডিমের ওজন কম এবং ব্রিডারকে বেশি ভিটামিন এবং মিনারেল দেয়া হয়।

ব্রীডিং এর টম কে ১৬ সপ্তাহে এবং হেন কে ১৬-১৮ সপ্তাহে সিলেকশন করতে হয়।

ব্রীডারের এনার্জি এবং প্রোটিন লেভেল

বয়স             এনার্জি       প্রোটিন

০-৪ সপ্তাহ    ৩০০০-         ২৪%

৫-১৪             ২৯০০             ১৮

১৫-২৫         ২৯০০              ১৩.৫%

২৫ এর উপর ৪০০০            ১৭%

বয়স অনুযায়ী  জায়গা,খাবার ও পানির পাত্রঃ

বয়স                  ০-৪ সপ্তাহ                       ৫-১৬              ১৬-১৯          ২০-এর উপর

জায়গা                ১.২৫ বর্গফুট               ২.৫                      ৪                          ৫

পানির পাত্র       ১.৫ সে মি                    ২.৫                       ২.৫                     ২.৫সে মি

খাদ্যের পাত্র       ২.৫                             ৫                           ৬.৫                    ৭.৫ সে মি

প্রথমে ২ ইঞ্চি পরে ৩-৪ ইঞ্চি  লিটার দেয়া হয়।লিটার হিসেবে নারকেলের ছোবড়া,কাঠের গুড়া,তুষ ও বালি ব্যবহার করা যায়।

ম্যাশ এবং পিলেট ফিড খাওয়ানো হয়।

একটি খাদ্য তালিকা দেয়া হলঃ

ধান                       ২০%

গম                      ২০%

ভুট্রা                    ২৫%

সয়াবিন মিল      ১০%

ঘাসের বীজ       ৮%

সূর্যমুখী বীজ    ১০

ঝিনুক গুড়া        ৭%

মোট                ১০০কেজি

মাটিতে খাদ্য দেয়া ঠিক নয়,পরিস্কার পানি দিতে হবে।মোট খাদ্যের সাথে ৫০% সবুজ ঘাস দেয়া ভাল যেমন কলমি,হেলেঞ্চা,বাধা কপি,ফুলকপি,

Please follow and like us:

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »