Breaking News
এভিয়ান নেফ্রাইটিস
এভিয়ান নেফ্রাইটিস

এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস/এন্টারোভাইরাস

 এপিডিমিওলোজি ঃ

এটি সারা পৃথিবীতে দেখা যায়।

ভাইরাল রোগ যা চিকেনে দেখা যায় বিশেষ করে ব্রয়লারে।

বেশির ভাগ সাবক্লিনিকেল রুপে দেখা যায়।

৭দিনের কম বয়সে হয় তবে ইন্টার্টিশিয়াল নেফ্রাইটিস হলে ৪ সপ্তাহ পর্যন্ত হয়।

মর্টালিটি ০-১০%।

ব্রয়লারের ওজন কম হয়।

এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস(ANV) আগে এটিকে এন্টারোলাইক ভাইরাস(ELV) বলা হত।

চিকেন এস্টুভাইরাস(CAstV) দিয়েও হয়।

ANV is vary virulence and antigenicity.

কিভাবে ছড়ায়ঃ

ডাইরেক্ট

ইনডাইরেক্ট

ডিম পরিবনের সময়

বাচ্চা হ্যাচিং এর পর মুখ দিয়ে ভাইরাস ঢুকে।

লক্ষণঃ

রুচি কমে যায়।

ওজন ভাল হয় না।

ডায়রিয়া হয়।এভিয়ান নেফ্রাইটিস

লেশনঃ

নেফ্রাইটিস(nenal damage)

কিডনি ফোলে যায়,বিবর্ণ হয়,হলুদ হয়ে যায়।(baby chick nephropathy)

Excessive urate deposits in kidney.(interstitial lymphocytes and granulocytes)

নেফ্রোজেনিক আই বির( ব্রংকাইটিস) সাথে মিল আছে ।

এটা দিয়ে গাউট রোগ বেশি হয়

চিকিৎসা ঃ

রিজাল্ট ভাল না।

প্রতিরোধঃ

বায়োসিকিউরিটি মেনে চলা

 

 

 

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »