হিপ্পোপটেমাস নিয়ে ১০টি তথ্য..?
?১) Hippopotamus শব্দটি একটি আদি গ্রিক শব্দ
ἱπποπόταμος থেকে এসেছে যার অর্থ River Horse, সেই হিসেবে বাংলায় এসে এইটা জলঘোড়া হওয়া উচিৎ ছিল, কিন্তু তা না হয়ে হয়েছে জলহস্তি…?
?২) দেখতে অবশ্য হাতির সাইজই, পুরুষ জলহস্তী নরমালি ৩০০০কেজি হয়, এর বেশিও হয়। স্থলচর প্রাণিদের মধ্যে ৩য় বৃহত্তম প্রাণি হচ্ছে জলহস্তী। হাতী, সাদা গন্ডারের পরেই এর অবস্থান।
?৩) স্বভাবে তৃণভোজী। সাইজে এত বড় হলেও খায় অনেক কম। ৩০০০কেজির একটা জলহস্তী দিনে খায় মাত্র ৩০-৩৫ কেজি৷ যেখানে ৫/৬হাজার কেজি ওজনের একটা হাতি দিনে ১৫০-২০০কেজি খায়..?
?৪) তবে এরা খাবার জমিয়ে রাখতে পারে। ৩ সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারে এরা। এদের পাকস্থলীতেও চারটা অংশ থাকলেও গরুর মত প্রকৃত Ruminant না।
?৫) এত বড় প্রাণিটা এমনিতেও ভয়ঙ্কর (আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণি হিসেবে খ্যাত), সামনের দাঁতগুলো আরো ভয়ঙ্কর। এর ক্যানাইন (Canine) দাঁতটা প্রায় দেড় ফুট লম্বা হয়। মূলত জলহস্তী শিকার করেই মানুষ এই দাঁতের জন্য। অনেক মূল্যবান আইভোরি হিসেবে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা যায় এইটা।
?৬) জলহস্তী সম্পর্কে একটা কথা প্রচলিত আছে এদের নাকি ঘামের সাথে রক্ত বের হয় (Blood Sweat)। আসলে ব্যাপারটা তা না। এদের দেহে কোন Sweat gland, Scent gland নাই। তবে মিউকাস গ্ল্যান্ড থেকে একধরণের লাল রঙের ময়েশ্চারাইজার টাইপ তরল পদার্থ নিঃসরিত হয়, যা তাদের দেহের তাপ নির্গমনও করে প্রাকৃতিক সানব্লক (Sunblock) হিসেবেও করে, কিছুটা জীবাণুনাশক হিসেবেও কাজ করে। এইটা দেখেই মনে হয়, তাদের ঘামের সাথে রক্ত বের হচ্ছে।
?৭) এত কিছুর পরেও এরা দিনের প্রায় ১৬ঘন্টাই পানিতে কাটায়। কিন্তু আরো মজার ব্যাপার পানিতে থাকলেও এরা #সাঁতার_কাটতে_পারেনা…? এইজন্য অগভীর পানিতে দলবেঁধে ডুবে থাকে। আর গভীরে যেতে হলে পানির তলা দিয়ে হেঁটে (Slow motion galloping/trotting) করে যায় ?।
?৮)এরা ৫মিনিট পর্যন্ত নিশ্বাস আটকে রাখতে পারে। আর এরা ইচ্ছামত এদের নাকের ও কানের ছিদ্র বন্ধ করতে পারে। এছাড়া এদের চোখের উপরে একধরণের মেমব্রেন থাকার কারণে পানির নিচে খুব পরিষ্কার দেখতে পারে। তাই পানির তলায় জন্মানো জলজ উদ্ভিদগুলোকে ডুবে ডুবে খেতে এদের কোনই সমস্যা হয়না। আর এদের বাচ্চারও পানির নিচে ডুবেও মায়ের দুধ খেতে কোন সমস্যা হয়না।
?৯) সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা পানির নিচেও বাচ্চা দেয় অনেক সময়। অনেক সময় #ঘুমায়ও_পানির_নিচে। ঐসময় নিশ্বাস নেয়ার দরকার হলে আপনা আপনিই ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দেয়, কিন্তু ঘুম ভাঙ্গেনা..?
?১০) স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে জলহস্তীই একমাত্র প্রাণি যারা ডাঙ্গায় এবং পানির নিচে উভয় জায়গাতেই শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগ/তথ্য আদান-প্রদান (Amphibious Call) করতে পারে।?
ডি পি জির ফ্যান পেজ থেকে নেয়া