শিডিউল দেয়া ঠিক না ,অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হয়।মেডিসিন গুলো এমনিতে দেয়া আছে,প্রয়োজন অনুযায়ী দিতে হবে।
সোনালী পালনের সিডিউলাল
১-৫ দিন আইবি+এন ডি টিকা,নিউট্রিল্যাক বা বিটামিউন,সি,স্যালাইন ,গ্লোকোজ,প্রবায়োটিক( প্রটেক্সিন,সাল্টোজ প্লাস),প্রয়োজন না হলে এন্টিবায়োটিক লাগবে না।
৭-৮দিনে ঠোটে ছেকা
৯-১১ দিন গাম্বোরু টিকা চোখে বা মুখে ১ ফোটা
১০-১৪দিনে টক্সিনিল প্লাস
১৪-১৬ দিন আমাশয়ের ডোজ ই এস বি৩ বা কক্সিকিউর বা কক্সি -কে ১.৫ গ্রাম ১ লিটার পানিতে সব সময়।
১৬-১৭ দিন গাম্বোরু টিকা,নিউট্রিল্যাক বা বিটামিউন মুখে ফোটা বা পানিতে
২০দিনে আই বি+এন ডি টীকা,ভ্যাক্সিনের পর ৩দিন মেগাভিট ডাব্লিউ এস
২০-২২ দিন আমাশায়ের ডোজ( সব সময়),সি( দুপুরে),ই সেল(সকালে)
২৩-২৫ দিন এন্টিমাইকোপ্লাজমা(টাইলোডক্সি বা কমিট্রিল বা টিলমাইসিন)সব সময় পানিতে
২৬-২৭ দিন নিউট্রিল্যাক
৪০-৪৫দিন ওরিগো প্লাস ১বেলা
৫০দিনে কৃমির ডোজ
৫৫-৫৮দি রেজিও ১বেলা