শ্রীনগর থানায় ৬.৭.১৯ তারিখের লেয়ার ফার্ম ভিজিটের ইতিবৃত্ত এবং আজকের আপডেটঃ
মিজান ভাই,মোবাইল নাম্বার ০১৭১২৮৭৯৯৮১.
লেয়ার ছিল ৫০০০.বিভিন্ন সময় মুরগি মারা যায় প্রায় ১০০০টি।
গত ৬.৭.১৯ তারিখে যখন ১ম ফার্মে গিয়েছিলাম তখন বয়স ছিল ২১ সপ্তাহ।
ডিম দেখা যায় নি এবং মাঝে মাঝে মুরগি মারা যায়।
সবাই বলতেছে এই মুরগি ডিম দিবেনা।বিক্রি করে দেন।
আগের ব্যাচ ৫০০০ মুরগি ৪৫ সপ্তাহে বিক্রি করে দিয়েছিল ফলে প্রায় ৩০লাখ টাকা লস হয়েছিল।
তাই চিন্তায় পড়ে যায় কি করবে।এমন সময় আমাকে কল দেয়।
আমি এসে হিস্ট্রি নিলাম, সেডে ঢুকি নাই।
আগেই বললাম আপনার মুরগির টাইটারে সমস্যা আছে এবং প্রচুর মাইকোটিক্সিটি আছে।
আরো বললাম মুরগির মেরেক্স হতে পারে তবে মুরগি দেখার পর এবং কয়েকদিন পর শিউর দিতে পারবো মেরেক্স আছে কিনা।
তারপর সেডে ঢুকলাম, দেখার পর বললাম আপনার মুরগি ভাল প্রডাকশনে আসবে।আপাতত ভয় পাবার কারণ নাই।মুরগি ডিম পারবে।
আগামী ১মাসের মধ্যে ৪০-৫০% ডিম পারবে।
আজ ২১ দিন পর গিয়ে দেখি মুরগি অনেক ভাল এবং প্রডাকশন ৩০%, এবং ৯দিন পর মানে ১ মাস পর ৫০% ডিম চলে আসবে।যা বলে ছিলাম আল্লাহর রহমতে তাই হয়েছে।
টেস্ট্রের পর দেখি টাইটারের ভেরিয়েশন বেশি মানে রোলিং ইনফেকশন,তাছাড়া মাইকোপ্লাজমা ছিল বেশি যদিও তারা ৭দিন আগে মাইকোপ্লাজমার ডোজ করেছিল।তাই ডোজ করলেই সব ঠিক থাকবে তা ঠিক না।
অনেক দিন যাবত ঠান্ডা থাকার কারণে রানিক্ষেতের টিকা করে নাই প্রায় ২ মাসের বেশি।
আগে জানতে হবে কিসের ঠান্ডা তারপর ঠিক করতে হবে ভ্যাক্সিন দিবো কিনা।ঠান্ডা লাগলে টিকা দিবো না।এটা ঠিক না।
সালমোনেলা ছিল না।
আজকে খামারী মহাখুশি।আশা করতেছি ৯০% ডিম পাড়বে।
নোটঃএই ক্ষেত্রে প্রোগ্নোসিস খুব কাজে লেগেছিল।
ভবিষ্যত বানীর কারণেই খামারী ভরসা পেয়েছিল।
কিল্ড টিকা যখন দিতে বলেছিলাম তখন তারা সেই টিকা দেয় নি,দিয়েছে ১০দিন পর, ঠিক সময় দিলে প্রডাকশন আরো ভাল থাকতো।