Breaking News
যে খাবার খেলে বিড়াল মারা যেতে পারে।
যে খাবার খেলে বিড়াল মারা যেতে পারে।

যে খাবারগুলো খেলে মৃত্যুর ঝুকিতে থাকবে আপনার পোষা বিড়ালটি!

যে খাবারগুলো খেলে মৃত্যুর ঝুকিতে থাকবে আপনার পোষা বিড়ালটি!

০১। গরুর দুধঃ বিড়ালের জন্য গরুর দুধ নিষিদ্ধ। অনেকে পানি মিশিয়ে পাতলা করে খাওয়ায়, কিন্তু একেবারে না দেয়াই ভালো।

০২। লবনঃ লবন খেলে বিড়ালে লোম বেশি বেশি পড়ে। লবন ছাড়া খাবার দিবেন।

০৩। মশলা-পেঁয়াজঃ মসলা পেঁয়াজ রাস্তার বিড়ালের হজম হলেও পোষা বিড়ালের হয় না।

০৪। মানুষের ওষুধঃ মানুষের কোন ওষুধ (নাপা, এন্টাসিড) ভুলেও খেতে দিবেন না।

০৫। কিশমিশঃ আপনি কল্পনাও করতে পারবেন না এই খাবারটি খেলে আপনার প্রিয় বিড়ালটির কিডনি নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিশমিশ খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিড়ালটির ডায়রিয়া, ক্ষুধামন্দা, ঝিমানো, দুর্বলতা, পেটে ব্যথা এবং প্রস্রাব কম হতে পারে।

০৬। রসুনঃ রসুনে টক্সিনের পরিমাণ বেশি হওয়ায় এটি পেঁয়াজের চেয়েও অনেক বেশি বিপজ্জনক।

০৭। কাঁচা ডিমঃ এতে স্যালমোনিলা বা ই-কল অতিমাত্রায় থাকে যেটা বিড়ালের শরীরে সমস্যা তৈরি করতে পারে। ডিমের সাদা অংশটিতে এভিডিন থাকে যা ভিটামিন বি শোষণ ক্ষমতা নষ্ট করে দেয়।

০৮। ফ্রিজের ঠান্ডা খাবারঃ ফ্রিজের ঠান্ডা খাবার সরাসরি দিলে সর্দি লেগে যাবে। তাই ফ্রিজের খাবার খেতে দেয়ার আগে হালকা গরম করে নিবেন। ফ্রিজের খাবারে অল্প গরম পানি মিশিয়েও খেতে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন, খাবার যেন হিমশীতল না হয় বা অতিরিক্ত গরম না হয়।

pets.xyz

Please follow and like us:

About admin

Check Also

বয়সভেদে বিড়ালের খাবার

বয়সভেদে বিড়ালের খাবার! বিড়ালকে কি খাওয়নো যাবে আর কি খাওয়ানো যাবে না, তা নিয়ে আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »