মুরগি ছোট বড় হবার কারণ এবং মুরগি লিটার খায় কেন? ব্রয়লারের ওজন কম আসে কেন

মুরগি ছোট বড় হবার কারণ এবং মুরগি লিটার খায় কেন?

মুরগি ছোট বড় হবার কারণ

কোম্পানী বিভিন্ন বয়সের ব্রিডারের বাচ্চা যদি এক সাথে মিক্স করে দেয়।

গ্রেডিং ছাড়া বাচ্চা দিলে।

হ্যাচারীতে আর্দ্রতা,তাপমাত্রা ও টার্নিং ঠিক মত না হলে

ব্রুডিং ব্যবস্থাপনা(তাপ,আর্দ্রতা,জায়গা,লিটার,পর্দা,খাবার) ভাল না হলে,ব্রুডিং এর সময়ই বাচ্চা বেশি ছোট বড় হয়।

পাত্র কম দিলে বিশেষ করে ব্রুডিং পিরিয়ডে

পাত্র বেশি উচুতে দিলে মুরগি ঠিকমত খেতে পারেনা ফলে ছোট হয়ে যায়।

ঠোটকাটা ভাল না হলে ও কিছু মুরগি ছোট হতে পারে

খাচায় উঠানের সময় যদি পানির লাইন বেশি উচু হয় তাহলে কিছু মুরগি ঠিক মত খেতে পারেনা।

খাবারের মিক্সার ভাল না হলে

নিচের রোগ গুলি হলেও ছোট বড় হয়

আমাশয়

ইক্লাই

নেক্রোটিক এন্টারাইটিস

নিউমোনিয়া

পক্স

সাল্মোনেলা

মাইকোটক্সিন

এসাইটিস/পেঠে পানি জমা

কৃমি

অন্য যে কোন ডিজিজ

মুরগি লিটার খায় কেনঃ

নিচের রোগ গুলি ব্রিডার থেকে আসলে  বা ফার্মে হলে মুরগি লিটার খায়

রোটা ভাইরাস

এস্টো ভাইরাস

রিও ভাইরাস

এডেনো ভাইরাস

এন্টারো কক্কাস

কোন কিছুর ঘাটতি হলে(মিনারলেস ও ভিটামিনস)

সমাধানঃ

কারণ গুলো যতটুকু পারা যায় দূর করতে হবে।

ব্রয়লারের ওজন কম আসে কেন

১।বাচ্চার কোয়ালিটি ভাল না হলে.

২।খাবারের কোয়ালিটি ভাঃ না হলে

৩।মুরগি ঘন বেশি হলে

৪।খাবার কম দিলে

৫।রোগের কারণ

৬।মুরগি ধকলে থাকলে

৭।সেড ভাল না হলে

৮।ব্যবস্থাপনা ভাল না হলে

৯।ভ্যাক্সিন সিডিউল ঠিক না হলে

১০।লিটার ও পর্দা ঠিক না হলে

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published.

Translate »
error: Content is protected !!