Breaking News

ব্রয়লার বয়স অনুযায়ী কোন বয়সে কতটুকু খাবার খায়

ব্রয়লার বয়স অনুযায়ী কোন বয়সে কতটুকু খাবার খায়

বয়স অনুযায়ী খাবার ও পানি এবং ওজন(১০০০ব্রয়লার)

বয়স    খাবার           পানি         ওজন

১দিন       ১৫কেজি     ৩০লি     ৪০গ্রাম

৫দিন      ২৫কেজি      ৫০লি      ১৪০গ্রাম

৭দিন     ৩৫কেজি    ৬০লি    ২০০গ্রাম

১০দিন   ৫০কেজি     ১০০লি    ৩০০গ্রাম

১১দিনে ৫৫ কেজি    ১১০লি       ৩৫০

১২দিনে ৬০    ১২০লি              ৪০০গ্রাম

১৩দিনে ৬৫কেজি      ১৪০লি       ৪৫০গ্রাম

১৪ তম দিন  ৭০কেজি  ১৮০লি       ৫০০গ্রাম

১৫দিনে         ৭৫    ১৬০লি          ৫৫০গ্রাম

১৬দিনে      ৮০         ১৭০লি       ৬০০গ্রাম

১৭                ৮৫      ১৮০লি     ৬৫০গ্রাম

১৮দিন           ৯০     ১৯০লি      ৭০০গ্রাম

১৯(২০)দিন   ১০০কেজি  ২০০লি     ৮০০গ্রাম

৫-২০দিন পর্যন্ত দিন কে ৫দিয়ে গুণ করলে খাবার বের হয়।(যেমন  ১২ তম দিনে প্রতি ব্রয়লার খাবে ১২*৫ঃ৬০গ্রাম তেমনি  ১৫ তম দিনে প্রতি ব্রয়লার  খাবে ১৫*৫ঃ৭৫গ্রাম)

২১তম থেকে ২৫তম পর্যন্ত;বয়স কে ৫দিয়ে গুণ করে সাথে ৩০যোগ করতে হবে।

যেমন ২১তম দিনে খাবে ২১#৫ঃ১০৫+৩০ঃ১৩৫গ্রাম

২৫ তম দিনে খাবে ১২৫+৩০ঃ১৫৫গ্রাম

২৬ তম দিন থেকে ৬০যোগ করতে হবে।

৩০তম দিনে ৩০গুণ ৫ঃ১৫০ঃ৬০ঃ২১০গ্রাম।

এখানে সর্বোচ্চ খাবার দেখানো হয়েছে কিছুটা কম হতে পারে।

নিচের তার মত করেও মনে রাখা যায়।

২০দিনের পর প্রতিদিন ১০কেজি করে খাবার বাড়বে।

 ১৯ দিনে  মোট খাবার খাবে ২০ব্যাগ

২০দিন  ১১০কেজি  ২২০লি  ৯০০গ্রাম

২১      ১২০          ২৪০লি     ৯৫০গ্রাম

২২  ১৩০কেজি      ২৬০লি       ১০০০

২৩     ১৪০কেজি   ১৭০লি       ১১০০গ্রাম

২৪দিন    ১৫০কেজি   ৩৩০লি   ১২০০গ্রাম

(২০ দিনে যদি প্রতি ব্রয়লার খায় ১১০গ্রাম,২১ দিনে খাবে ১২০গ্রাম,২২দিনে ১৩০গ্রাম,২৩ দিনে ১৪০,২৪দিনে ১৫০গ্রাম

২০-২৪ দিনঃ ৫দিনে ১২ব্যাগ

২৫দিন ১৬০কেজি  ৩২০লি   ১৩০০গ্রাম

২৬তম দিনে ১৭০কেজি  ৩৪০লি    ১৪০০ গ্রাম

২৭দিন      ১৮০কেজি     ৩৬০লি   ১৫০০গ্রাম

২৮দিন   ২০০কেজি   ৪০০লি   ১৬০০গ্রাম

২৯দিনে     ২০৫কেজি   ৪১০লি    ১৭০০গ্রাম

২৫-২৮ (৪দিনে ১২ ব্যাগ)

২৮দিনে ৪৬ব্যাগ  

৩০দিন  ২১০কেজি     ৪৩৫লি    ১৮০০গ্রাম

২৯-৩০(২দিনে ৮ব্যাগ)

২৫-৩০( ৬)দিনে ২০ব্যাগ।

৩০দিনে ৫০ব্যাগ।

খাবার যা খায় তার দিগূনের বেশি পানি খায়।

৩০দিনে ওজন ১৫০০-১৮৫০গ্রাম আসে আর খাবার খায় ৪০-৫৫ব্যাগ ।

এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন খাবার,বাচ্চা,রোগ,আবহাওয়া ও ব্যবস্থাপনার উপর।

খাবার যত বেশি খাবে ওজন তত তাড়াতাড়ি আসবে। ।অনেক সময় ২৮দিনে ৪৫-৪৮ ব্যাগ খায় আবার  অনেক সময় ৩০দিন লাগে।

কোন কোন সময় ২০দিনে ১৫ ব্যাগ খাবার খায় মানে কম খায় তাই বেশি দিন পালতে হয়।

নোটঃ

ব্রয়লার তার ওজনের ১০গুণ খাবার খায় কিছু কম বেশী হতে পারে।

আরেকটা সূত্র আছে খাবার বের করার যেমন ১ম সপ্তাহে ৩ বস্তা খাবার খায়

২য় সপ্তাহে ২গুন৩ঃ৬ বস্তা +৩ঃ৯ বস্তা।

৩র্থ সপ্তাহে ৩গুণ৪ঃ১২ বস্তা+৯ঃ২১ বস্তা

৪র্থ সপ্তাহে ৪গুণ ৫ঃ২০ বস্তা+২১ঃ৪১ বস্তা

৩০দিনে  খায়  ৫০বস্তা।

৫ম সপ্তাহে ৫গুণ ৬ঃ ৩০ বস্তা+৪১ঃ৭১বস্তা।

সূত্র ৩,৪,৫,৬ দিয়ে গুন করতে হবে.১ম সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে।

১টা মুরগির হিসাব বের হলে ১০০০ মুরগির বের করা যায় আবার ১০০০মুরগির হিসাব জানলে ১টার বের করা যায়।

নোটঃওজন জানলে খাবার বের করা যায়,যতটুকু ওজন হয় তার প্রায় সমান ওজন হয় ১ম ১৫দিন যেমন ৭দিনে ওজন ৩০গ্রাম বাড়লে বুঝতে হবে খাবার প্রায় ৩০গ্রাম খেয়েছে।১৬দিন থেকে ৩০দিনে ওজন থেকে ২৫-৩০% বেশি খাবার খায় যেমন ওজন ১০০বাড়লে বুঝতে হবে খাবার ১২৫গ্রাম খেয়েছে। আবার খাবার জানলে ওজন বের করা যায়।

একটা ভাল সেডে ২১দিনের পর দিনে ১০০গ্রাম ওন বাড়ে।তাই ২০দিনে ১কেজি হলে ২১দিনে ১১০০গ্রাম,২২দিনে ১২০০গ্রাম,২৩দিনে ১৩০০,২৪দিনে ১৪০০গ্রাম।২৫দিনে ১৫০০,২৬দিনে ১৬০০,২৭দিনে ১৭০০,২৮দিনে ১৮০০,১৯দিনে ১৯০০,৩০দিনে ২কেজি।

Please follow and like us:

About admin

Check Also

ফার্মের যে বিষয়গুলি সংশোধনের সুযোগ নাই তাই আগেই ঠিক করে শুরু করতে হবে।

ফার্মের যে বিষয়গুলি সংশোধনের সুযোগ নাই তাই আগেই করা উচিত।। ক।ফার্মের যে সমস্যা যা কোন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »