Breaking News

পৃথিবীতে পূর্বের বিভিন্ন মহামারী,কোন দেশে,মর্টালিটি কত।

—————————–
১৩২০ সালঃ ‘ দ্য ব্লাক ডেথ অব বুবনিক’
উৎপত্তিস্থল- ইউরোপ,
মৃত ২০০ মিলিয়ন মানুষ,
বাহক- কালো ইঁদুর ও মাছি ।

——————–
১৪২০ সালঃ ‘দ্য এপিইডেমিক অফ ব্লাক ডেথ প্লেগ’
উৎপত্তিস্থল- রোম,
বাহক -কালো ছুঁচো ও কাঠবেড়ালি
মৃত- ১ লক্ষ।

———————-
১৫২০ সালঃ ‘স্মল পক্স’-
উৎপত্তিস্থল- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ,
বাহক স্পানিক বণিকদের দল
মৃত- ৩৫ হাজার ।

——————-
১৬২০ সালঃ ‘মে ফ্লাওয়ার’-
উৎপত্তিস্থল- লন্ডন,
বাহক- কালো মাছি
মৃত- ২.৫ লক্ষ ।

—————–
১৭২০ সালঃ ‘ দ্য গ্রেট প্লেগ অফ মার্সেই’
উৎপত্তিস্থল- ফ্রান্সের মার্সেই শহর,
বাহক- গোঁফওয়ালা ইঁদুর
মৃত- ১০ লক্ষ. #গণকবর_দেওয়া_হয়েছিলো ।

——————–
১৮২০ সালঃ ‘কলেরা’ এবং যুক্তরাষ্ট্রে ‘ইয়েলো ফিবার’
উৎপত্তিস্থল- কাস্পিয়ান সাগরের উপকূলে দাগেস্তান (রাশিয়া।)
বাহক- ভিব্রিও কলেরী ব্যাকটেরিয়া
সারা বিশ্বে কলেরায় মৃত প্রায় ৩.৫ কোটি ।

———————
১৯২০ সাল ‘দ্য স্পানিস ফ্লু’
উৎপত্তিস্থল- স্পেনের মাদ্রিদ শহর
বাহক- মশা,
মৃত প্রায় ৮.৫ কোটি ।


কালেক্টেড

Please follow and like us:

About admin

Check Also

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি।

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি। আগে জানতে হবে ডাক্তার কোন স্পিসিস নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »