?নিপল ড্রিংকার সম্পর্কে কিছু ধারণা?
✍নিপল ড্রিংকারকে বর্তমান কমার্সিয়াল ফার্মিংয়ের জন্য অত্যাবশ্যকীয়ই বলতে হয়। এটির দ্বারা বিশুদ্ধ ও পরিষ্কার পানি সরবরাহ করা যায়। ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ কম থাকে এবং ব্যবহারও খুবই সহজ। শুধু বাচ্চা ও মুরগি একবার পান করা শিখলে সহজেই পানি পান করতে থাকে।
কমন সমস্যা: ঠিকমতো নিপল সেট করতে না পারলে লিক করবে ও পানি পড়বে। এছাড়াও নিপলের ছিদ্র ছোট থাকায় সামান্য ময়লার দ্বারাই ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে।
?নিপল ড্রিংকার সেট করার ধরন: ২ প্রকারে সেট করা যায়।
1⃣ সাইড মাউন্ট (হরাইজোন্টাল) – পাত্রের পাশে লাগাতে হয়।
2⃣ আন্ডার মাউন্ট (ভারটিক্যাল) – পাত্র বা পাইপের নিচে লাগাতে হয়। অধিকাংশই এটা ব্যবহার করে।
*ব্রুডিংয়ের সময় অটো কাপ ড্রিংকার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। ২০-৩০ বাচ্চা/কাপ হিসেব করে দিতে হয়।
⬆উচ্চতা: সাধারণত মুরগি আমাদের মতো পানি পান করতে পারে না। এদের মুখে বাতাস আটকানোর ক্যাপাসিটি নেই। তাই এরা পানি মুখে নিয়ে মাথা উঁচু করে ও গ্রাভিটেশনাল ফোর্সের কারণে পানি গলা দিয়ে নিচে নামতে থাকে।
এদিক বিবেচনায় বাচ্চা অবস্থায় বাচ্চা নিপল থেকে পানি পান করতে পারে এমন উচ্চতায় দিতে হবে। এসময় ফ্লরের সাথে বাচ্চার পিঠ ৩৫-৪৫ ডিগ্রী কোণ হবে। বাচ্চার বৃদ্ধির সাথে সাথে উচ্চতা বাড়াতে হবে। এজন্য প্রতিদিনই বাচ্চার বৃদ্ধি লক্ষ্য রাখতে হবে। বড় মুরগিতে কোণ হবে ৭৫-৮৫ ডিগ্রী। বড় মুরগি পা কিছুটা টান টান করে পানি পান করবে
** এ উচ্চতাও অনুসরণ করা যেতে পারে।
০-১ দিন: বাচ্চার চোখ বরাবর কিছুটা উপরে।
২-৩ দিন: ৪৫ ডিগ্রী
৪র্থ সপ্তাহ: ৫৫ ডিগ্রী।
লেখকঃডা মো সাইফুল ইসলাম সোহেল
সূত্র: ROSS PS Management Handbook.