Breaking News

নিদ্রিষ্ট স্থানে বিড়ালকে টয়লেট করতে শেখাবেন কিভাবে?

নিদ্রিষ্ট স্থানে বিড়ালকে টয়লেট করতে শেখাবেন কিভাবে?

বিড়াল নিয়ে সবার আগে প্রথম যে সমস্যায় আপনাকে পড়তে হবে, তা হচ্ছে পটি ট্রেইন করানো। পটি ট্রেইন না করানো হলে বিড়াল ঘরের নানান জায়গায় টয়লেট করবে, যা কিনা প্রচুর সমস্যার কারণ হবে। মজার ব্যাপার হচ্ছে, বিড়াল জন্মগত ভাবে পরিচ্ছন্ন প্রানী, তাই তাদের পটি ট্রেইন করা খুবই সহজ।

০১। একটি প্লাস্টিকের ডিশ, বোল, বা চারকোণা ট্রে নিন। এরপর এতে লিটার স্যান্ড বা বালি দিয়ে দিন।\

০২। খাওয়ার পরপর বিড়ালকে এই বালির ট্রে তে বসিয়ে দিন।

০৩। চলে গেলে আবার নিয়ে এসে বসান। আবার চলে গেলে আবার এনে বসান। কয়েকবার এমন করলেই হবে।

০৪। ব্যাস, বেশিরভাগ ক্ষেত্রে ট্রেইনিং এর জন্য এতটুকুই যথেষ্ট। এরপর যখন তার টয়লেট চাপবে তখন সে নিজেই এখানে এসে টয়লেট করবে।

০৫। এরপরো যদি এদিক সেদিক টয়লেট করে, তাহলে তার টয়লেট তুলে এনে ওর বালির ট্রেতে এনে রাখুন। হিসু হলে টিস্যু দিয়ে টিস্যুটা বালির ট্রে তে রাখুন। যেসব জায়গায় টয়লেট করেছে সেগুলা ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন। এবার ০৩ নম্বরের স্টেপ ফলো করুন।বিড়াল সাধারণত খাওয়ার পরই পটি করে, তাই খাবার পরেই চেষ্টা করা উত্তম। একবার যদি সে বালির ট্রে তে পটি করে, তাহলে আর কোনদিন কোন সমস্যা করবে না, সবসময় অইখানেই করবে।

০৬। একই পদ্ধতি অনুসরণ করে কমোডেও পটি ট্রেইন করানো যায়। কিন্তু এতে সময় বেশি লাগে। এক্ষেত্রেও ওর টয়লেট অল্প একটু নিয়ে বাথরুমে রাখুন। খাওয়া শেষে ওকে বাথরুমে আটকে রাখুন, টয়লেট করলে এরপর বের করুন।

০৭। বালির পরিবর্তে লিটার স্যান্ড Pets.xyz থেকে কিনেতে পারেন। লিটার স্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সাগুর মত দানাদার, হিসু বা হাগু করলে দ্রুত পানি শুষে নেয় ও দলা বেধে যায়। ফলে গন্ধ হয় না। ছাকনি দিয়ে দলা বাধা অংশগুলো ফেলে দিলেই আর কোন সমস্যা নেই।

০৮। চারিদিকে বালি ছড়ালে কাগজের বাক্স বানিয়ে নিতে পারেন, এরপর বাক্সের ভিতর লিটার ট্রে রাখুন। বাক্সের প্রবেশপথে পাপোশ দিয়ে রাখুন। এতে বালি পাপশে আটকে যাবে। আগে ভালোমত ট্রেইন করে তারপর এই প্রোসেস আসতে হবে। আর বাক্সের মুখ খোলা রাখবেন যাতে ভেতরটা অন্ধকার না হয়।

pets.xyz

Please follow and like us:

About admin

Check Also

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ?

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ? আমার এ পর্যন্ত তিনতি বিড়াল পালার অভিজ্ঞতা রয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »