Breaking News

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ

১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর থেকে কালিং এর আগ পর্যন্ত)

তাই মেডিসিন দেয়ার সময় এক বেলায় ১০০মিলি দিলেই হবে।
এন্টিবায়োটিক ছাড়া সব মেডিসিন এক বেলা মানে ১০০মিলি দিলেই হবে যদি ডোজ ১মিলি /লিটার হয়।

আর যদি ১মিলি /২লিটার হয়।

তাহলে ৫০মিলি দিতে হবে।

নরমালী ডোজ ১মিলি/লিটার হয়ে থাকে ব্যতিক্রম আছে।

যারা ফিল্ডে নতুন বা সব ডোজ মনে থাকেনা তাদের জন্য এই নিয়মটা অনেক উপকারে আসবে।

হিসাব করার দরকার নাই।
১০০মিলি করে ৫দিন(৫০০মিলি)
খামারী বা ডিলারের ভুল হবার,মেডিসিন কম বেশি হবার সুযপগ নাই।

শীতে পানি কম খায় ২০০-২৫০লিটার,গরমে ৩০০-৪৫০লিটার খায়।

পানি হিসাবে দিলে শীতে কম পাবে আবার গরমে বেশি লাগবে।এতে কাজ কম হবে আবার গরমে অপচয় হবে।

নরমালী সকালে ১০০লি
দুপুরে ১০০লি
বিকালে ৫০-১০০লি।
মেইনলি সকাল ব দুপুরকে বুঝানো হয়েছে।তবে গরমে বিকালেও ১০০লিটার ধরে দেয়া যায়।

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩০

মিনারেলস গুলো ২ ধরণের অর্গানিক ও ইন অর্গানিক, ইন অর্গানিক গুলো অক্সাইড বা সালফেট হিসাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »