Breaking News

গ্রেংগ্রিনাস ডার্মাটাইটিস (Gangrenous Dermatitis: GD)

একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন উইন রট,এভিয়ান ম্যালিগন্যান্ট ইডিমা,নেক্রোটিক ডার্মাটাইটিস,গ্যাস ইডিমা,গ্রেংগ্রিনাস সেলোলাইটিস/ডার্মাটোমাইকোসিস।

It is characterized by areas of death and putrefaction in skin underlying tissue(muscle)

এটা প্রধানত  ব্রয়লারে হয় এবং কমন রোগ তবে লেয়ারেও হয়।

ব্রয়লারে ৪-৬ সপ্তাহ এবং লেয়ারে ৬-২০ সপ্তাহে হয়।

মরটালিটি ১-৬০%।

গরম ও  আর্দ্র পরিবেশে বেশি হয়।

কারণ এবং মেকানিজমঃ

ক্লোস্টিডিয়া (সেপ্টিকাম,পারফ্রিঞ্জেন্স),স্টেফাইলোকক্কাই এবং ই-কলাই।

এককভাবে বা মিলিতভাবে আক্রমণ করে,বেশিরভাগ মিলিতভাবে আক্রমণ করে এবং মারাত্মক হয়।

ইমোনোসাপ্রেশন হলে এটি বেশি হয়।

ঠোকরা ঠুকরি বা যে কোঙ্কারণে স্কিনে ক্ষত হলে জীবানূ দ্বারা আক্রান্ত হয়।

গাম্বোরু,চিকেন ইনফেকশাস এনিমিয়া,আই বি এইচ হলে হয়।

আন হাইজেনিক পরিবেশ,বেশি ঘন,মাইকোটক্সিন।

ক্লোস্টিডিয়া থাকে মাটি,ফিসিস,ধুলাবালি,দূষিত খাবার ও পানিতে।তাছাড়া ইন্টেস্টাইন বিশেষ করে সিকাম।

স্টেফাইলোকক্কাই থাকে সব জায়গায় তবে স্কিন এবং লাইনিং অফ ডাইজেস্টিভ,রেস্পিরেটরি ও ইউরিনারি সিস্টে্মে বেশি থাকে।

লক্ষণঃ

অবসাদ

রুচি কমে যায়।

পায়ে সমস্যা।

কয়েক ঘন্টার মধ্যে মারা যায়।

পোস্টমর্টেম

পাখার চামড়ায় পচন ধরে,পালক উঠে যায়।

গন্ধ বের হয়।

Very dark,moist,devoid of feathers,foul-smelling and show putrefaction in wings,between thigh and over ribs and flanks,between ribs and hips.

চিকিৎসা

ভাল রিজাল্ট পাওয়া যায়না।

পেনিসিলিন,টেট্রাসাইক্লিন ও ব্যাসিট্রাসাইক্লিন পানিতে দেয়া যায়।

পানিতে পি এইচ দেয়া যায়।

প্রতিরোধঃ

পাখি বেশি ঘন রাখা যাবেনা যাতে চামড়ায় কোন সমস্যা না হয়।

স্যানিটারি ব্যবস্থা ভাল করতে হবে।

লিটার,খাবার ও পানি ব্যবস্থা ভাল রাখতে হবে।

ইমোনিটি যাতে ভাল থাকে।

 

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »