Breaking News

পোল্ট্রি খামারীদের ট্রেনিং গ্রুপ এর ট্রেনিং মডিউল(বাসায় বসে অনলাইনে পোল্ট্রি পালনের উপর ট্রেনিং প্রোগ্রাম)

পোল্ট্রি খামারীদের ট্রেনিং গ্রুপ এর ট্রেনিং মডিউল(বাসায় বসে অনলাইনে পোল্ট্রি পালনের উপর ট্রেনিং প্রোগ্রাম)

খামারীদের অনেক সময় কিছু ছোট খাট ভুলের কারণে ফার্মে অনেক ক্ষতি হয়ে থাকে ।

যারা বিজ্ঞান সম্মত ভাবে টেনিং নিয়ে ফার্ম পরিচালনা করতে চান তাদের জন্য আছে পোল্ট্রির উপর ট্রেনিং এর ব্যবস্থা।

যারা একদম নতুন তাদের অবশ্যই  ট্রেনিং নিয়ে শুরু করা উচিত।এমন কি যারা ১০-২০ বছর ধরে ফার্মে জড়িত তাদের মাঝেও অনেক প্রচলিত ভুল আছে সেগুলোকে কারেকশন করা উচিত.কেউ ৩লাখ,কেউ ৫লাখ আবার কেউ ১০-২০লাখ টাকা বিনিয়োগ করে অথচ ট্রেনিং এর অভাবে সব কিছু ঝুঁকিতে থাকে।

সপ্তাহে ১টি ক্লাশ হবে।প্রয়োজন অনুযায়ী ট্রেনিং মডিউল পরিবর্তন হবে।

সিলেবাস

##

ভ্যাক্সিন সিডিউল টিকার দেয়ার পরেও কেন কাজ করেনা ।সরকারী টিকার বিবরণ এবং লেয়ার,ব্রয়লার,সোনালী কোয়েলে কি কি রোগ হয়

ভ্যাক্সিন দেয়ার কতদিন পর টাইটার উঠে এবং কতদিন থাকে

বিভিন্ন রোগের ম্যাট্রারনাল এন্টিবডি বাচ্চাতে কতদিন থাকে

ফার্ম শুরু করার আগে জরুরী বিষয়।

লেয়ার,ব্রয়লার,সোনালী ,কোয়েলের তুলনামূলক আলোচনা ।কে কিসের ফার্ম করবে।

হ্যাচারী ও ব্রিডার থেকে কি কি রোগ নিয়ে আসে এবং প্রাথমিক আলোচনা ।

ফিড এবং বাচ্চার কোয়ালিটি,আবহাওয়ার সাথে ফিডের পরিবর্তন,প্রডাকশনের সম্পর্ক ।

##

ফার্মে কি করলে লাভ বা লস হয়।ফার্মে লাভ লসের কারণ

সেড নির্মাণ ও জীবাণূমুক্তকরণ পদ্ধতি.

মুরগির সেড এবং খাচার মাপ,খরচ সহ

ব্রুডিং ব্যবস্থাপনা এবং বিভিন্ন ব্রুডার,খাবার পাত্র ও পানির পাত্র কোন বয়সে কয়টা দিতে হবে তা মনে রাখার সহজ পদ্ধতি।

##

ফার্মে খামারীরা কি কি ভুল করে থাকে

ফার্মের জীবাণু সেডে কতদিন থাকে এবং কিভাবে দূর করবেন

পর্দা এবং লিটার ব্যবস্থাপনা

লাইটিং প্রোগ্রাম,বাল্ব,ওয়াট।

##

মুরগির বয়স অনুযায়ী খাবার,পানি ও ওজন বের করার সহজ পদ্ধতি।বডি ওয়েট অনুযায়ী মেডিসিন দেয়ার কৌশল,টিকার জন্য কত টুকু পানি দিতে হবে তা বের করার সহজ পদ্ধতি।

শীত,বর্ষা এবং গরমকালীন ব্যবস্থাপনা

সেডের বিভিন্ন পদ্ধতি এবং যন্ত্রপাতি

মুরগিতে কিভাবে ধকল পড়ে এবং রোগ হয়।

##

লিটার ভিজে যাবার কারণ

ফার্মের মালিক কে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়

মুরগি বিক্রি করার আগেই কিভাবে ২০হাজার টাকা লাভ করা যায়,এন্টিবায়োটিক ছাড়া কিয়াভবে মুরগি পালন করা যায়।

খামারীরা নরমালি কি কি ভুল করে থাকে।

খাবার ছিটানোর কারণ এবং সমাধান

ফার্মে ইদুর,মাছি কেন হয় এবং সমাধান কি

বাচ্চা মর্টালিটির কারণ এবং কোন বয়সে কোন রোগ হয়।

হ্যাচিং পর দ্রুত খাবার দেয়ার কারণ

##

প্রোলাপ্স এবং ঠোকরা ঠুকরি কেন করে,সমাধান কি

ফার্ম ব্যবস্থাপনার বিভিন্ন ধরণের  ভুল

ফার্মে যে কোন সমস্যার পিছনে যে বিষয় গুলি জড়িত

ফার্মে রোগ বিস্তার এবং সমাধানে করণীয়

১০০০ লেয়ারের নিপল লাইনের খরচ ।

লেয়ার,ব্রয়লার,সোনালী,কোয়েল পালন সিডিউল

ফার্মে ডিলার,কোয়াক এবং এম আর দের ভূমিকা ও ফলাফল

##

কৃমি এবং কৃমিনাশক ব্যবস্থাপনা

বায়োসিকিউরিটি

ঠোটকাটা এবং ব্যবস্থাপনা এবং মুরগি ছাটাই ।

ফার্মে কাজের রুটিন

খামারীদের চাওয়া এবং ডাক্তারদের পরামর্শ কেমন হওয়া উচিত

ভাল এবং সঠিক চিকিতসা করতে গেলে বাংলাদেশে কি কি সমস্যা হয়।

পোল্ট্রি শিল্পে খামারীদে অবস্থা এবং খামারীদের সচেতন করার প্রয়োজনীয়তা

ল্যাব টেস্টের গুরুত্ব

##

লেয়ার প্রজেক্ট,ব্রয়লার প্রজেক্ট,সোনালী প্রজেক্ট,কোয়েল প্রজেক্ট

মেডিসিন পরিচিতি

এন্টিবায়োটিক,ভিটামিন মিনারেলস,এডিএ,ক্যালসিয়াম,স্যালাইন,পি এইচ,এন্টিফাংগাল,কফ নিঃসারক,প্রোটিন ,এমানো এসিড,ক্লোলিন,লিভারটনিক,কিডনি টনিক,এন্টিডায়রিয়াল,টিকার মিক্সার,এঞ্জাইম,জিংক,কৃমিনাশক।ইমোনোস্টিমোলেটর,এন্টি কক্সিডিয়াল,জীবানূনাশক ও পানি পরিস্কারক,টিকার নাম,রুট ও ডোজ।

অনেক গুলো টপিকস যা বিভিন্ন আলোচনায় এমনি হয়ে যাবে,তাছাড়া প্রতিদিন কিছু কিছু টপিকস এর পোস্ট করা হবে যা ক্লাশের বাহিরে শিখা হয়ে যাবে।

ট্রেনিং এর নিয়মাবলীঃ

পোল্ট্রি খামারী ট্রেনিং গ্রুপে ক্লাস নেয়া হবে।

প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর পোস্ট,ছবি ও ভিডিও দেয়া হবে,তাছাড়া নির্ধারিত টপিকস থাকবে।

পূর্বের নির্দিস্ট  ভিডিও ও পোস্ট গুলো বলে দেয়া হবে।পরের দিন নির্দিস্ট টপিকের উপর লাইভে হোয়াইট বোর্ডে কিছু আলোচনা হবে।পরে প্রশ্নোত্তর পর্ব

ব্যবস্থপনা গুলোও সূত্র ও শর্ট টেকনিকে শিখানো হবে যাতে মনে রাখতে না হয় এমনি মনে থাকবে।

২ভাবে শিখা হবে ১ম বার ছবি সহ পোস্ট,পরে আলোচনা ।তারপর প্রশ্নোত্তর।

আরেকটি সুবিধা হল একই বিষয় কয়েক বার রিপিড হবে।

কেউ যদি কোন ক্লাস নাও করে তেমন সমস্যা হবে না কারণ গ্রুপে সব দেয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে।তাই যারা ফি এবং ব্যস্ত সবার জন্য উপযোগী ট্রেনিং।

প্র্যাক্টিকেল ওরিয়েন্ট করে শিখানো হবে,মনে রাখতে হবে না,থাকবে।ইনশাল্লাহ

সপ্তাহে ২দিন ক্লাশ হবে রোববার ও বুধবার,প্রায়৮-১০টি ক্লাশ হবে।প্রায় ১ মাস লাগবে ট্রেনিং শেষ করতে।

।ক্লাশ হবে রাত ৮.৩০টায় পোল্ট্রি খামারী  ট্রেনিং গ্রুপে,লাইভে ক্লাশ হবে,ক্লাশের পর প্রশ্নোত্তর হবে।যে কোন প্রশ্ন করতে পারবে।

ক্লাশের বাহিরে প্রয়োজনে কল দেয়া যাবে।

ফি ৭০০টাকা।

বিকাশ নাম্বার ০১৭১৭৩০০৭০৬ বা ০১৯৮৬৭০৮৬৩৯

যারা ১সপ্তাহে সব শিখতে চায় তাদের এড হবার দরকার নাই।

ফল নয় গাছ লাগানো শিখতে হবে যাতে নিজের প্রয়োজন মত খাওয়া যায়।তেমনি যদি ১মাসের ১টা ট্রেনিং নেয়া যায় তাহলে আর কোথাও বা কারো হেল্প ছাড়াই ফার্ম চালাতে পারবে।

আমি ইচ্ছে কলে ২-৩দিনেই সব বলে দিতে পারবো কিন্তু মনে থাকবে না তাই ধীরে ধীরে আলোচনা করলে আর নিজের ফার্মে প্রয়োগ করলে অনেক সহজ এবং আনন্দ দায়ক হবে

ট্রেনিং এর সব কিছু পরিবর্তন এবং সংযোজন আমার উপর নির্ভর করবে।

১ম ক্লাশ ১৬.০৮.২০২০ তারিখ শুরু হয় যার ধারাবাহিকতায় আজীবন চল্বে।প্রতি মাসের ১০তারিখ নতুন ব্যাচ নেয়া হয়।

Please follow and like us:

About admin

Check Also

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি।

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি। আগে জানতে হবে ডাক্তার কোন স্পিসিস নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »