Breaking News

কুকুরের ভ্যাক্সিনেশন

কুকুরের বিভিন্ন ধরনের রোগব্যাধি হয়ে থাকে।এই রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাক্সিন রয়েছে।ভ্যাক্সিন কুকুরের শরীরে এন্টিবডি তৈরি করে যা রোগজীবাণু, ভাইরাস,ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
? বাংলাদেশে পাওয়া যায় এমন কয়েকটি ভ্যাক্সিন হলোঃ
1.EURICAN DHPPI
2.EURICAN DHPPI-L
3.EURICAN DHPPI-LR
4.NOBIVAC-DOG
5.RABISIN
6.HEXADOG
?এই ভ্যাকসিনগুলো কুকুরের যেসব রোগ প্রতিরোধ করে থাকেঃ
1.Rabies
2.Distemper
3.Hepatitis
4.Parvovirus
5.Para influenza
6.Leptospira canicola
?ভ্যাকসিনেশন সিডিউলঃ
১.৫ মাস(৪-৫ সপ্তাহ) বয়সে -Eurican_dhppi
২.৫ মাস(৮সপ্তাহ) বয়সে-Eurican -L/Nobivac dog
৩ মাস(১২ সপ্তাহ) বয়সে-Nobivac dog+Rabisin/Eurican-LR


??প্রতি একবছর পর পর চালিয়ে যেতে হবে।
? বাজারে যে সাইজের প্যাকগুলো পাওয়া যায়ঃ
Nobivac -(25×1,50×1,10×1 doses)
Eurican-(10×1 doses)
প্রতি ভাইয়াল এ 1 মি.লি. করে থাকে।


??ডোজঃ১মি.লি. চামড়ার নিচে অথবা মাংসে।
যেকোনো পরামর্শের জন্য অবশ্যই ভেটের সাথে যোগাযোগ করতে হবে।

Dr Nafij ahmed limon

Please follow and like us:

About admin

Check Also

বয়সভেদে বিড়ালের খাবার

বয়সভেদে বিড়ালের খাবার! বিড়ালকে কি খাওয়নো যাবে আর কি খাওয়ানো যাবে না, তা নিয়ে আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »