Breaking News
এন্টাগনিজম এবং সিনারজেস্টিকস এন্টিবায়োটিস
এন্টাগনিজম এবং সিনারজেস্টিকস এন্টিবায়োটিস

এন্টাগনিজম এবং সিনারজিস্টিক এন্টিবায়োটিকস,কোন এন্টিবায়োটিক কোন সিস্টেমে কাজ করে।

এন্টাগনিজম এবং সিনারজিস্টিক এন্টিবায়োটিকস,কোন এন্টিবায়োটিক কোন সিস্টেমে কাজ করে।

কোন এন্টিবায়োটিকের সাথে কোন টা দেয়া যাবে তা কয়েক টি বিষয় উপর নির্ভর করে
যেমন.
১।এসিড বেস
২।ডোজ/মাত্রাঃ
যেমন টীয়ামোলিন/সালফার সহ অনেক ড্রাগ নরমাল ডোজে স্ট্যাটিক আবার হাই ডোজে সাইডাল.
৩।মোড অফ একশনঃ
(মোড অফ একশন আলাদা লোকেশনে হলে সমস্যা নাই দেয়া যায় যেমন টিয়ামোলিন ৫০ রাইবোসোমাল আর সি টি সি ৩০ রাইবোসোমাল এর উপর কাজ করে।)
৪।অর্গানিজমঃ
(কোন এন্টিবায়োটিক আছে যেগুলো মাইকোপ্লাজমার উপর কাজ করে আবার কিছু আছে অন্য ব্যাক্টেরিয়ার উপর কাজ তাই এক্ষেত্রে আলাদা এন্টিবায়োটিক দেয়া যাবে স্ট্যাটিকবা সাইডাল হলেও যেহেতু সাইট আলাদা).
৫।স্ট্যাটিক সাইডালঃ
৬।কোম্পানীর নির্দেশনা(টেক্নোলজি)ঃ
প্রতিটি কোম্পানী তাদের নিজস্ব টেকনোলজি আছে যার মাধ্যমে প্রডাক্টস তৈরি করে থাকে যেমন একই সাইটে কাজ করে এমন এন্টিবায়োটিক এক সাথে দেই না কিন্তু অপ্সোনিনের ডক্সি অক্সি নামে কম্বাইন্ড প্রডাক্ট আছে যাতে সমস্যা হচ্ছে না।
তাছাড়া কোম্পানী প্রডাক্টস বানানোর সময় এসিড বা বেস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করে থাকে বা পি এইচ দেয়া যাবে কিনা বা অন্য কোন এন্টিবায়োটিক দেয়া যাবে কিনা তা উল্লেখ করে থাকে তা মেনে চলতে হবে।ঃ
.৭।কম্পাবিলিটি(তলানি পড়ে কিনা)ঃ
ফিজিকেল,কেমিকেল ও ফার্মাকোলজিকেল কম্পাবিলিটি আছে যার উপর ভিত্তি করে এন্টিবায়োটিকের কম্বাইন্ড নির্ভর করে।.
৮।এন্টাগ্নিজম সিনার্জেস্টিক।
শুধু সাইডাল স্ট্যাটিক দেখলে হবে না। বিস্তারিত জানতে হবে.
নোটঃতাছাড়া দেয়া যাবে না এমন কোন ইন্ডিকেশন নাই।
ডক্সিনিও,এন ডক্সি(ডক্সি ও নিওমাইসিন)ছিল
টাইলোসিন+কলিস্টিন প্রিপারেশন ছিল
এগুলো সব স্ট্যাস্টিক ও সাইডাল মিক্স।
তাছাড়া মাইক্রোনিডে আছে সাল্ফাডায়াজিন ও ট্রাইমিথোপ্রিম এক সাথে সাইডাল অথচা সাথে স্ট্যাটিক ইরাইথ্রোমাইসিন দেয়া আছে।

Antagonism of Antibiotics

ডান পাশেরটার সাথে বাম পাশেরটার এন্টাগনিজম

Tetracycline.  with        Quinolone
(doxy,oxy,CTC).    ( cipro,enro,nor).penicilline(Amoxy,Ampi).

Tiamulin  with          monensin,narasin. salinomycin.

Tylosin     with                  tilmicosin

Genta    with                sulpher,Tetra

Chloram,Tetra,macrolid,lincoso    cipro,enro,cephalosporin

Flumiquine     with          Trimethoprim Cephalosporin

জেন্টা                            অক্সিটেট্রা

ট্রামেথোপ্রিমের সাথে অক্সিটেট্রা এন্টাগনিজম

ক্লোরাম্ফেনিকলের সাথে প্রায় সব এন্টিবায়োটিক এন্টাগনিজম

ইরাইথোমাইসিন,টাইলোসিনের সাথে লিংকোমাইসিন এন্টাগনিজম

কলিস্টিনের সাথে কানামাইসিন  এন্টাগনিজম

অক্সিটেট্রার সাথে এমোক্সিসিলিন,আম্পিসিলিন,ক্লোক্সাসিলিন,জেন্টা,কানা,নিও,ফ্লোমিকোইন,এনরো,ট্রামেথোপ্রিমের সাথে এন্টাগনিজম।

টাইলোসিন,টিয়ামোলিন,ইরাইমাইসিনের সাথে এমোক্সিসিলিন,ক্লোক্সাসিলিন,এম্পিসিলিন,ট্রাইমিথোপ্রিমের সাথে এন্টাগনিজম

Cipro kidney and liver damage kore

সিপ্রোর সাথে সিংগেল সালফার এন্টাগ্নিস্টিক।

টিলমিকোসিনঃ লিনকোমাসাইড ও ম্যাক্রলয়েড গ্রোপের সাথে এন্টাগনিজম হিসেবে কাজ করে।

তাছাড়া বিটা ল্যাক্টাম এন্টিবায়োটিক(পেনিসিলিন সেফালোস্পোরিন),কলিস্টিন,অক্সিট্রেট্রাসাইক্লিন,এম্পিসিলিন,এনরুফ্লোক্সাসিলিন এর কার্যকারিতা কমিয়ে দেয়)।

লেভোর সাথে ইরাইথ্রোমাইসিন,ক্লারিথ্রোমাইসিন ও সিপ্রো দেয়া যাবে না।

টিলমিকোসিন মানুষের ক্ষেত্রে Dangers linked to disturbance in cardiac conduction and irritation or sensitization by skin or ocular cantact.

লিংকোমাইসিনের সাথে কলিস্টিন ও নিওমাইসিন দেয়া যাবে।

স্পেক্টোমাইসিনের সাথে কলসিটিন ও লিংকোলাইসিন্দেয়া যাবে।

এমাইনোগ্লাইকোসিডের সাথে পেনিসিলিন ও সেফালোস্পোরিন দেয়া ঠিক না( পি এইচ,কন্টাক টাইম ও তাপমাত্রার কারণে ইফিকেসি কমে যায়)

Antibiotic which are not suitable in kidney affected diseases:

Amikacin
Neomycin
Gentamycin
Chloram phenicol
Florfenicol
Doxycycline
Oxytetracycline
Sulpher drug
Colistin
C T C

Synergistic Action of Antibiotics:

ডান পাশেরটার সাথে বাম পাশেরটার সিনাজিস্টিক

Penicilline.       With Quinolone
(amoxy.Ampi).       (cipro.enro.nor)

Cipro,enro. with   . Genta.neo.amika

Tiamulin. with.     Tetracycline (CTC)

Sulphonamide (HD) with Penicilline

Trimethoprim. with   Sulphadiazine

Colistin. with. Doxycycline

amoxycillin  with gentamycin

Chloramphenicol  with  sulphonamide

ফ্লোমিকুইন ও এনরোর সাথে স্টেপ্টো,নিও,কানা,জেন্টা,স্পেক্টোনোমাইসিন্র,আম্পিসিলিন,ব্যাসিট্রাসিনের সাথে সিনার্জেস্টিক

ইরাইথোমাইসিনের সাথে জেন্টা সিনার্জিস্টিক

ব্যাসিট্রাসিন ও এম্পিসিলিনের সাথে জেন্টা,কানা,নিও,স্টেপ্টো,স্পেক্টিনোমাইসিন সিনার্জেস্টিক।

সিপ্রোর সাথে পটেনশিয়াল সালফার সিনারজেস্টিক।

Note: HD :High Dose.

টেট্রাসাইক্লিন এর সাথে পেনিসিলিন ও সেফালোস্পোরিন ইনকম্পাব্যালিটি করে।

কলিস্টিন সেপক্টোনোলাইস্নের সাথে সিনার্জেস্টিক

ফ্লোরফেনিকলের সাথে নিওমাইসিন ও জেন্টামাইসিন দেয়া যায়( ইনসেপ্টার লিটারেচার)

সিপ্রো ও লেভোর সাথে এজিথ্রোমাইসিন এক সাথে দেয়া যাবে।

কোন এন্টিবায়োটিক কোন সিস্টেমে এবং  আর্গানিজমের বিরুদ্ধে কাজ করেঃ

গ্রাম নেগেটিভ অর্গানিজমঃ

ই কলাই,সাল্মোনেলা,কলেরা(পাস্টরেলা মাল্টোশিডা,এভিব্যাক্টেরিয়াম প্যারাগ্যালিনেরাম(করাইজা)

গ্রাম পজিটিভ অর্গানিজমঃ

ক্লোস্টিডিয়মা( এন্টারাইটিস),স্টাএফালোকক্কাস,স্টেপ্টোকক্কাস

১।কোইনোলন

এনরোফক্সাসিলিন,লেভো,সিপ্রোফক্সাসিলিন গ্রাম পজিটিভ,নেগেটিভ ও মাইকোপ্লজমার বিরুদ্ধে কাজ করে।

পরিপাক,রেস্পিরটরী ও ইউরিনারী সিস্টেমে কাজ করে।

নরফক্সাসিলিন গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ অর্গানিজম এর বিরুদ্ধে কাজ করে।

২।টিয়ামোলিন,টালোসিন,টিল্কোসিন,এজথ্রোমাইসিন,এরাইথ্রোমাইসিন

মাইকোপ্লাজমা ও গ্রাম পজিটিভ কিছু ব্যাক্টেরিয়া্র বিরুদ্ধা কাজ করে।রেস্পিরেটরী সিস্টেমে কাজ করে তবে কিছু পরিপাক নালীতে কাজ করে।

টিলভালোসিন মাইকোপ্লাজমা ও ক্সোস্টিডিয়ামের বিরুদ্ধা কাজ করে।রেস্পিরেটরী ও পরিপাক নালীতে কাজ করে।

৩।টেট্রাসাইক্লিন

ডক্সিসাইক্লিন মাইকোপ্লজমার বিরুদ্ধে রেপিরেটরী সিস্টেমে কাজ করে।

অক্সিটেট্রাসাইক্লিনঃকক্সি,মাইকোপ্লাজমা,গ্রাম পজিটিভ ও নেগেটিভ এর বিরুদ্ধে রেস্পিরেটরী সিসেটেমে কাজ করে।

সি টি সি

সাল্মোনেলার বিরুদ্ধে ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে।

৪।এম্পোলিয়াম,সালফাক্লোজিন,টল্টাজুরিল পরিপাক নালীতে কাজ অরে।

৫।এমাইনোগ্লাইকোসাইড

জেন্টামাইসিন গ্রাম নেগেটিভ অর্গানিজেমের বিরুদ্ধে কাজ করে তবে মাইকোপ্লজামার বিরুদ্ধেও কিছু কাজ করে।

নিওমাইসিন গ্রাম নেগেটিভ জীবাণূর বিরুদ্ধে কাজ করে পরিপাকনালীতে।

৬।পেনিসিলিন

এমোক্সিসিলিন  ও এম্পিসিলিন  ডাইজেস্টিভ ও রেস্পিরেটরী ও ইউরিনারী সিস্টেমে কাজ করে গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে।

তবে পেনিসিলিন জি/প্রপেইন পেনিসিলিন গ্রাম পজিটিভ অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে।

৬।সেফালোস্পোরিন

গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অর্গানিজমের বিরুধে কাজ করে ইউরিনারী সিস্টেমে ও স্ফট টিসুতে।।

৭।সালফার ড্রাগ

গ্রাম নেগেটিভ ও গ্রাম্পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে ইউরিনারী.

৮।ফ্লোরফেনিকল

গ্রাম নেগেটিভ অর্গানিজম ও মাইকোপ্লজমার বিরুদ্ধে কাজ করে পরিপাক ও রেস্পিরেটরী সিস্টেমে কাজ করে।

৯।লিংকোমাইসিন/ক্লিন্ডামাইসিন

পরিপাক নালীতে ক্লোস্টডিয়মারের বিরুদ্ধে কাজ করে।

১০।পলিপেপ্টাইডঃ

কলিস্টিন গ্রাম নেগেটিভ অর্গানিজমের বিরুদ্ধে পরিপাকনালীতে কাজ করে।

ব্যাসিট্রাসিন

গ্রাম পজিটিভ অর্গানিজমের বিরুদ্ধে (ক্লোস্টিডিয়াম) পরিপাক নালীতে কাজ করে।

১১।গ্লাইকোপেপ্টাইপ( ভ্যাঙ্কোমাইসিন) গ্রাম পজিটীভ অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে।

নোটঃ১

এক এন্টিবায়োটিকই অনেক অর্গানিজমের বিরুদ্ধেি কাজ করে কিন্তু আমাদের সেখান থেকে গুরুত্ব বিবেচনা করে বাচাই করতে হবে।

কিসের উপর ভিত্তি করে চয়েস করব।

১।সিঙ্গেল ডিজিজ নাকি মিক্স ইনফেকশন

মিক্স হলে ২টি এন্টাইবায়োটিক দিতে হবে।তাছাড়া সিনারজেস্টিক বিবেচনা করে ২টি দেয়া যায়।

২।বয়স

৩।আগে কোন এন্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে।

৪।লাইফ টাইম(ব্র্যলার হলে আপাতত রেজিস্ট্যান্ট হবার সুযোগ কম কারণ ১মাসের মধ্যে বিক্রি হয়ে যায়)

৫।খামারীর অর্থনৈতিক অবস্থা

৬।রোগ টি ভাল হতে কত সময় লাগবে সেটা বিবেচনা করতে হবে যেমন করাইাল/এইচ ৯ ভাল হতে প্রায় ১মাস লাগে তাই কম দামী এন্টিবায়োটিক দিতে হবে।লং এক্টিং এন্টিং এন্টিবায়টিক দেয়া ভাল ।

৭।রোগ টি সেলফ লিমিটিং কিনা যেমন কক্সি।

৮।অর্গানিজম কি(ব্যাক্টেরিয়া,ভাইরাস,প্রোটোজোয়া,কৃমি,ফাংগাস,মেটাবলিক)

৯।চিকিৎসা খরচ মানে এন্টিবায়োটিকের দাম,তাছাড়া কস্ট ইফিক্টিভ কিনা

১০।প্রচলিত এন্টিবায়োটিক গুলোর নাম এবং কোন গুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে।

১১।এন্টাগনিজম ও সিনারজেস্টিক কিনা দেখতে হবে।

১২।রোগের তীব্রতা

১৩।প্রডাকশন / গ্রোয়িং

১৪।রুট(খাবারে,পানিতে বা ইঞ্জেকশন কিনা),ইঞ্জেকশন করার লোক আছে কিনা

১৫।এন্টিবায়োটিক ছাড়া ভাল হবে কিনা

১৬।খামারীর ইচ্ছা/চাহিদা।

নোট ২।

পোল্ট্রিতে নরমালী ডাইজেস্টিভ সিস্টেমের উপর এন্টিবায়োটিক সবচেয়ে বেশি ব্যবহার হয়,তারপর রেস্পিরটরী সিস্টেম,৩য় ধাপে ইউরিনারী সিস্টেম।

যে অর্গানিজম যে সিস্টেমে থাকে এন্টিবায়োটিক সেই সিস্টেমেই কাজ করে।

পোল্ট্রিতে ডাইজেস্টিভ ও রেস্পিরেটরী সিস্টেমেই মেইনলি অর্গানিজম থাকে এবং রোগ তৈরি করে।

রিপ্রডাক্টিভ,নার্ভাস,ইমোন,কার্ডিওভাস্কোলার,স্কেলেটাল সিস্টেমের উপর ডিজিজ হয় কিন্তু সেখানে এন্টিবায়োটিক তেমন কাজ করে না।তাছারা এয়ারস্যাক ও ইয়ক স্যাকে ও এন্টিবায়োটিক আজ করে না।

Please follow and like us:

About admin

Check Also

এন্টিবায়োটিক এর জেনেরিক নাম এবং বডিওয়েট অনুযায়ী ডোজ

এন্টিবায়োটিক এর জেনেরিক নাম এবং বডিওয়েট অনুযায়ী ডোজ ক্রমিক নং এন্টিবায়োটিকস ডোজ (mg / Kg …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »