Breaking News

একজন ভেটের সাথে কোন কোন জিনিস রাখা উচিত

একজন ভেটের সাথে কোন কোন জিনিস রাখা উচিত

থার্মোমিটার (একটা এনালগরএকটা ডিজিটাল)
স্টেথোস্কোপ
ট্রোকার এন্ড ক্যানুলা
একটা হেক্সিসল
বিপি হ্যান্ডেল (১ বা ২)
কারভড সিজরস দুইটা (একটা বড় একটা ছোট) (মায়ো সিজরস হলে ভালো)
স্ট্রেট সিজরস দুইটা (একটা বড় একটা ছোট) (মায়ো সিজরস হলে ভালো)
আরটারি ফরসেপ্স তিনটা বড় (দুইটা কারভড, একটা স্ট্রেট)
নরমাল ফরসেপ্স ২টা (লকিং ছাড়া)
দুইটা যেকোনো সাইজের সারজিকাল ব্লেড (হ্যান্ডেলের সাথে মিলে মতো)
পারকাশন হ্যামার
সিল্ক এক রোল (সাথে চাইলে কেউ ক্যাট গাট রাখতে পারে ১ সাইজের ২ টা)
স্ট্রেট ও কারভড নিডল (২+২=৪)
লিডোকেইন এক ভায়াল
জাইলাজিন এক ভায়াল
ডেক্সামিথাসন বা ডেক্সা ও প্রেডনিসোলনের কম্বিনেশন
দুই সেট সারজিকাল গ্লোভস
১০ পিস এ আই গ্লোভস
পভিডন আয়োডিন
গজ
তুলা
সিরিঞ্জ (একটা ২০ মিলি ও একটা ৫০ মিলি)
১০ মিলির ৫ টা সিরিঞ্জ
৫ মিলির ৫ টা সিরিঞ্জ
১৬ গজি নিডল ৫ টা, ২০ গজি নিডল ৫ টা
একটা বাটার ফ্লাই নিডল
মাইক্রো পোর
শেভিং ব্লেড (ও খুর)
ডেটল
কিডনি ট্রে
পিএইচ পেপার
কলম, সিডি মার্কার,প্যাড ও প্রেস্ক্রিপশন প্যাড।
এই জিনিস গুলা একজন জেনারেল প্র্যাকটিশনারের ব্যাগে থাকা জরুরি।
সাথে একটা ডায়েরি যেটায় গুরুত্বপূর্ণ টুকলি গুলো থাকবে। লারজ এনিমেল প্র্যাকটিস করলে একটা লুংগি ও একটা গোল গলা গেঞ্জি বা এক সেট স্ক্রাব থাকতেই হবে।
(আমার ব্যাগে মোটামুটি এগুলা আছে। সব নাই। লক ডাউনে অনেক জিনিসই নাই মানে শেষ। কিন্তু প্রায় সবই থাকে।)
আর আমার ব্যাগে কয়েকটা বই থাকে।
সাথে মোবাইলে Plumbs, BSAVA Drugs Manual, Blood এর বই, Merck Veterinary Manual,Saunders Drugs Handbook এর পিডিএফ থাকে।
আর এপ্স হিসেবে থাকে DIMS,DIMS VET, Vet Calc, Vet Connect, MSD Vet, Dog Scanner ও Spectrum.

ডা রেদোয়ান পাশা

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »