Breaking News
পোল্ট্রি ডক্টরস বিডি
পোল্ট্রি ডক্টরস বিডি

Poultry Doctors BD থেকে কিভাবে নিজের প্রয়োজনীয় তথ্য খুজে বের করবেন এবং ব্লগের তথ্য নিয়ে কিছু আলোচনা।

এই ব্লগ থেকে কিভাবে আপনি নিজের প্রয়োজনীয় তথ্য খুজে বের করবেন এবং ব্লগের তথ্য নিয়ে কিছু আলোচনা।

www.poultry doctor sbd.com(Poultry Doctors BD)
এই ব্লগ থেকে কিভাবে নিজের প্রয়োজনীয় তথ্য খুজে বের করবেন এবং ব্লগের তথ্য নিয়ে কিছু আলোচনা।

অনেকে জানতে চায়  কিভাবে  তাদের প্রয়োজনীয় তথ্য খুজে পেতে পা্রি, তাদের জন্য আমার এই লেখা।

১.৮০% ভিজিটরই  জানে  না কিভাবে নিজের দরকারী তথ্য  নিজে খুজে বের করবে।
তারা একমাত্র কোন কিছু শেয়ার করলেই পোস্ট দেখে থাকে।

২০% আছে যারা নিজেরাই তথ্য খুজে নেয়।

২.পোল্ট্রি ও গাবাদী প্রাণীর সব কিছু এই ব্লগে আছে যা আর অন্য কোথাও নাই।

এই ব্লগে ১৭টি ক্যাটাগরি আছে যার ১৫০টি সাবক্যাটাগরি আছে।১০৬০টি পোস্ট আছে এবং প্রায় ৪৫০০ টি পেজ আছে।

1.লেয়ার

2.ব্রয়লার

3.সোনালী

4.,টার্কি

5,হাস,কোয়েল,কবুতর,তিতির,আসিল,ফাউমি,কাদাকনাথ

6.,ব্রিডার ফার্ম

7.পোষা পাখি

8.হ্যাচারী

9.গবাদী প্রাণী(গরু,ছাগল,মহিষ,ভেড়া,গাড়ল)

10.মেডিসিন্স

11.পোল্ট্রি ও ডেইরী শিল্প

12,পেট এনিম্যাল

13.নিউজ

14.ল্যাব

15.জু এনিম্যাল

16.ডি ভি এম

17.অন্যান্য।

উপরের ১৬টি ক্যাটাগরিতে যদি না পাওয়া যায় তাহলে ১৭ নাম্বারের অন্যান্য ক্যাটাগরিতে পাবেন।
ক্যাটগরির স্কিন শট নিচে দেয়া আছে।

সাব ক্যাটাগরি গুলো হল

ফিজিওলোজি

ব্যবস্থাপনা

রোগ নির্ণয় ও চিকিৎসা

ফিড ফর্মুলেশন

টিপস

গরু মোটাতাজাকরণ

নতুন খামারীদের জন্য পরামর্শ

জেনেটিক্স ও ব্রিডিং

জাত পরিচিতি

খাদ্য ব্যবস্থাপনা

অন্যান্য

সাব ক্যাটারীতে ও আরো অনেক টপিক্স আছে।

 

৩.এক বছর আগে ব্লগ যেমন ছিল এখন আর আগের মত নাই,৫০%পরিবর্তিত হয়েছে
যেমন বানান ঠিক করা হয়েছে প্রায় ৯০%
অনেক সাজানো গোছানো হয়েছে,
নতুন ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি যোগ করা হয়েছে
৫০% নতুন তথ্য এড করা হয়েছে।
আগে ছবি তেমন ছিলনা এখন প্রায় প্রতিটি পোস্টে ছবি এড করা হয়েছে,প্রায় ২৫০০ এর মত ছবি এড করা হয়েছে।
তাই আগে যারা ভিজিটর ছিল তারা এখন নতুন তথ্য পেতে ভিজিট করতে পারেন।

কিভাবে ভিজিট করবেনঃ
আমার পেজের যে কোন লিংক দিয়ে ঢুকতে পারেন(page :poultry problems and solutions Dr Md Shuhorab Hossain)
বা www.poultrydoctorsbd.com
বা Poultry Doctors BD

(আপনাকে আগে ঠিক করতে হবে আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন তা কোন ক্যাটাগরিতে পড়ছে যেমন লেয়ার বা ব্রয়লার বা সোনালী বা অন্য কিছু।তারপর সাব ক্যাটাগরি ঠিক করতে হবে যেমন ব্যবস্থাপনা বা রোগ নির্ণয় বা টিপস।

ধরি আপনি লেয়ারের লাইটিং পোগ্রাম লাগবে তাহলে আপনাকে ক্যাটাগরি লেয়ার সিলেক্ট করতে হবে তারপর দেখতে হবে এটি কোন সাবক্যাটাগরিতে পড়ছে ,লাইটিং প্রোগ্রাম ব্যবস্থাপনা নামক সাব ক্যাটাগরিতে পড়ছে।

আবার ধরি কেউ হার্ভাল প্রডাক্ট খোজছে তাহলে তাকে মেডিসিন ক্যাটাগরিতে দেখতে হবে এবং সাব ক্যাটাগরি হার্ভাবালে ক্লিক করতে হবে।

ধরি কেউ রানিক্ষেত রোগ সমপর্কে জানতে চাচ্ছে তাহলে তাকে রোগ নির্ণয় ও চিকিৎসা ক্যাটাগরিতে দেখতে হবে।রানিক্ষেত যেহেতু প্রায়  সব পোল্ট্রিতে হয় তাহলে এটি ব্রয়লার,লেয়ার,সোনালী,ব্রিডার,কবুতর সব গুলো ক্যাটাগরিতে পাবে)

১.ব্লগে ঢুকার পর ১টা পেজ পাবেন, এই পেজের উপরে search লেখা পাবেন সেখানে আপনার প্রয়োজনীয় লেখাটির কয়েকটি শব্দ লিখবেন এবং ডান পাশে ক্লিক করলেই চলে আসবে আপনার দরকারী তথ্য এবং এর সাথে রিলেটেড আরো আনেক তথ্য।

২.আরেক টি অপশন আছে ব্লগে ঢুকার পর যে পেজ আসবে তার বাম পাশে উপরের কোনায় ৩টি কালো রেখা দেখবেন,সেখানে ক্লিক করলে ১৭টি ক্যাটাগরি আসবে।
যেমন লেয়ার,ব্রয়লার,সোনালী এভাবে ১৭টি।
আপনি আপনার দরকারী ক্যাটাগরির বাম পাশে টিক চিহ্নে ক্লিক করলে অনেক সাবক্যাটাগরি আসবে যেমন
ব্যবস্থাপনা,রোগ নির্ণয় ও চিকিৎসা, ফিড ফরমুলেশন,জাত/স্টেইন,টিপস,ঘাস পরিচিতি,ফিজিওলজি ইত্যাদি।
আপনি আপনার প্রয়োজনীয় সাবক্যাটাগরিতে ক্লিক করলে চলে আসবে আপনার কাংখিত তথ্য।

সেখানে কিছু ক্ষণ পড়ার পর দেখবেন নিচে লেখা read moreসেখানে ক্লিক করলে বিস্তারিত লেখা আসবে।

৩।যে কোন পোস্ট পড়ার পর নিচে দেখবেন অনেক গুলো সাব ক্যাটাগরি আসছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ক্যাটাগরিতে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার কাংখিত লেখা।

এখন থেকে আশা করি  পোস্টের জন্য অপেক্ষা করতে হবে না, নিজেই খুজে বের করতে পারবেন আপনার লেখাটি।
প্রয়োজনে ০১৭১৭৩০০৭০৬
নিচে কয়েকটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে ভিজিট করতে হবে।

হৃদয়ে পোল্ট্রি ও ডেইরী
ডা মো সোহরাব হুসাইন

নোটঃকেউ যদি আমার শেয়ারকৃত পোস্ট থেকে তথ্য পেতে চান তারা আমার পেজ Poultry Problems and solutions Dr Md Shuhorab Hossain এই পেজে লাইক দিয়ে পেজের সাথে থাকুন।প্রতিদিনই পোস্ট  আপনি দেখতে পারবেন।

ডি ভি এম রা যদি আমার পোস্ট পড়তে চান তাহলে ভেটদের  গ্রোপ DVM Practical School(DPS) এই গ্রোপের মেম্বার হতে পারেন।

 

 

উপরের ছবির বাম পাশে উপর দিকে লগোর বাম পাশে ৩টি কালো রেখা সেখানে ক্লিক দিলেই ১৭টি ক্যাটাগরি চলে আসবে যেখান থেকে আপনি আপনার দরকারী ক্যাটাগরির ডান পাশে টিক চিহ্নে ক্লিক করবেন।

 

 

 

উপরের এবং নিচের ছবিতে দেখেন ক্যাটাগরি চলে আসছে।

 

উপরের ছবিতে দেখেন লেয়ারের সাবক্যাটাগরি চলে আসছে।মেইন ক্যাটাগরির কালার গাড় কালো আর সাবক্যাটাগরির কালার হালকা কালো।

সাব ক্যাটাগরি থেকে আপনি আপনার দরকারী লেখাটি খুজে নিন।

 

 

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »