উৎপাদন বৈশিষ্ট্য, উৎপত্তি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে ছাগলের জাতের শ্রেনিবিন্যাসঃ
১,অধিক দুধ উৎপাদনকারী ছাগল।
আলপাইন ,অ্যাংলো সানেন,টোগেনবার্গ ছাগল। উৎপত্তি সুজারল্যান্ড। নাতিশীতোষ্ণ ও জলাসিক্ত অঞ্চলে উপযোগী।
আলপাইন ,অ্যাংলো সানেন,টোগেনবার্গ ছাগল। উৎপত্তি সুজারল্যান্ড। নাতিশীতোষ্ণ ও জলাসিক্ত অঞ্চলে উপযোগী।
২,মাঝারি দুধ উৎপাদনকারী ছাগলঃ বারবারি, বিটল,মালাবার, মারওয়ারি, যমুনাপারি ইত্যাদি। উৎপত্তি ভারত।গরম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
৩,মাংস উৎপাদনকারী ছাগল,
বোয়ার,ফ্রিজিয়ান,উৎপত্তি দক্ষিণ আফ্রিকা। গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
ব্লাক বেঙ্গল,বাংলাদেশ। মা-টু,চীন।সিরোহি,,ভারত।সুদান ডেজার্ট ,সুদান।
উপ-গ্রীষ্ম ও আর্দ্র অঞ্চলে উপযোগী।
বোয়ার,ফ্রিজিয়ান,উৎপত্তি দক্ষিণ আফ্রিকা। গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
ব্লাক বেঙ্গল,বাংলাদেশ। মা-টু,চীন।সিরোহি,,ভারত।সুদান ডেজার্ট ,সুদান।
উপ-গ্রীষ্ম ও আর্দ্র অঞ্চলে উপযোগী।
৪,দুধ ও মাংস উৎপাদনকারী ছাগল,
ব্লাক বেদুইন,উৎপত্তি, ইসরাইল ও মিশর।গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
ব্লাক বেদুইন,উৎপত্তি, ইসরাইল ও মিশর।গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
৫,অধিক বাচ্চা উৎপাদনকারী ছাগল,
ব্ল্যাক বেঙ্গল, বাংলাদেশ। বারবারি, ভারত।বোয়ার,দক্ষিণ আফ্রিকা। মা-টু,চীন।কাইওল্লা,দক্ষিণ আমেরিকা। কাটজাং,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া।
উপ-গ্রীষ্ম ও আর্দ্র অঞ্চলে উপযোগী।
ব্ল্যাক বেঙ্গল, বাংলাদেশ। বারবারি, ভারত।বোয়ার,দক্ষিণ আফ্রিকা। মা-টু,চীন।কাইওল্লা,দক্ষিণ আমেরিকা। কাটজাং,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া।
উপ-গ্রীষ্ম ও আর্দ্র অঞ্চলে উপযোগী।
৬,উন্নতমানের চামড়া উৎপাদনকারী ছাগলঃ
ব্ল্যাকবেঙ্গল,বাংলাদেশ।মারাডি,নাইজেরিয়া।মুবেনডি,উগান্ডা।
গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
গ্রীষ্ম ও শুষ্ক অঞ্চলে উপযোগী।
Please follow and like us: