প্রধান কারণ মেল ফিমেলের রেটিও এবং মেলের ওজন
৪টি ভাগে ভাগ করা হয়েছে
আর্লি
পিক
মিড
লেট
early, peak, mid-lay, and late period.
I. EARLY EGG LAY HATCHES (26-28 WEEKS)
এই সময় ৪-৫% এক্টিভ মেল থাকতে হবে
ধকলের কারণে অনেক মেল ই অ ক্ষম হয়ে যায়।
মেলের ইউনিফর্মিটি যদি ভাল না হয় এবং কিছু কিছু লেম স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়।
২৪-২৫ সপ্তাহে হ্যাচাবিলিটি% ৬৫-৭৩% এবং ফার্টিলিটি % ৮৩-৮৮%
মেল যদি বেশি এগ্রেসিভ এবং সংখ্যায় বেশি দেয়া হয় তাহলে ফিমেল ভয় পায় ও লুকিয়ে থাকে
II. PEAK EGG LAY HATCHES (29-39 WEEKS)
অক্ষম বা এগ্রেসিভ লেম
মেলের ওজন কম হলে যদি খাবারে এনার্জি কম হয়
পানি কম খেলে এবং পায়ে সমস্যা থাকলে
মুরগি যদি বেশি ঘন হয় এবং খাবারের জায়গা কম হয়।
.
III. MID-EGG LAY HATCHES (40-50 WEEKS)
খাবার ও পানি কম খেলে
্পায়ে সমস্যা এবং জায়গা কম দিলে
লেম ফিডার স্পেস কম দিলে
এক্টিভ মেল যদি কম হয় ,এই সময় ২-৩% ইয়ং মেল দেয়া উচিত.৮০-৯.৫% মেল দেয়া উচিত।
কালিং ও মর্টালিটির কারণে মেল কমে গেলে নতুন মেল দিতে হবে।
ওজন যদি বেড়ে যায় এবং এতে পায়ে সমস্যা হয়।
এগ্রেসিভ লেম থাকলে ফিমেল লুকিয়ে থাকে
ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে পালক কমে গেলে ফিমেল লুকিয়ে থাকে।
গরম আব হাওয়া হলে
IV. LATE EGG LAY HATCHES (50-65 WEEKS)
বয়সের কারণে সিমেনের কোয়ান্টিটি ওকোয়ালিটি খারাপ হপ্যে যায়,৯-৯.৫% মেল থাকতে হবে যাতে ৭-৮% এক্টিভ মেল থাকে।
ওজন যদি বেশি মেল বা ফিমেল
গরম আব হাওয়া