Breaking News

Gastrointestinal Nematode(কৃমি পরিচিতি)

#Gastrointestinal Nematode
#Trichuris sp.
এরা সাধারনত whipworm নামে পরিচিত। এরা পরিনত বয়সে সাধারনত cecuma এবং colon এ থাকে।এদের দুটো species T.campanula ও T.serrata উত্তর আমেরিকা ছাড়া,বাকিসবগুলো species সারাবিশ্বে পাওয়া যায়।

সাধারনত infective egg ingestion এর মাধ্যমে এটা transmission হয়।

Host specific এর উপর ভিত্তি করে এদের ৪ টি species ruminants, canine এবং feline এ পাওয়া যায়।
T.ovis- cattle,sheep,goat
T.vulpis- canine whipworm
T.campanula &T.serrata- Feline whipworm

Fecal floatation এর মাধ্যমে এদের egg diagnosed করা হয়।

Egg চেনার উপায়;
Trichuris এর egg কে trichuroid or trichinelloid বলা হয়।
এদের egg shell পুরু, হলুদাভ,বাদামী এবং সুষম আক্রিতির হয়ে থাকে।উভয় প্রান্তে prominant polar plug থাকে।
যখন ডিম পারে তখন unembryonated থাকে।

#Symptom:
Adult trychuris cecum এবং colon এ লেগে থাকে সেখান থেকে blood suck করে এবং egg produce করে এর ফলে animal এর anaemia দেখা দেয়।
এছাড়াও dirrhea, anorexia, mucous coated stool ও dark feces দেখা যায়।

Feline whipworm identification তুলনামূলক জটিল কারন এর সাথে feline এর কিছু stomach,respiratory এবং urinary tract এর worm এর সাথে মিল রয়েছে।

#Treatment:
Anthelmintic drug use করতে হবে।যেমন:
Fenbendazole:
Doses:5-7.5 mg/kg b.w.t single dose for cattle ,sheep,goat
Dog-50 mg/kg for 3 days once daily administration
adult dog:100mg/kg single dose
cat:30mg/kg b.w.t for 3 days once daily
Or/
Mebendazole;
Doses:10-15 mg/kg b.w.t single dose for cattle,sheep,goat.
Dog,Cat:22mg/kg b.w.t for 3 days once daily.
এছাড়াও Benzimidazole or probenzimidazole ও ব্যবহার করা যায়।
As usual nematode or round worm এর জন্য আমরা যে treatment দিয়ে থাকি।

Please follow and like us:

About admin

Check Also

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে হয়(শর্ট টেকনিক সহ)

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »